রোহিত শর্মা T20 থেকে অবসর নিতেই ক্যারিয়ারে তালা পড়লো জসপ্রীত বুমরাহের, এন্ট্রি নিলেন ক্যাপ্টেনের হামশাকাল !! 1

Jasprit Bumrah: জমে উঠেছে ভারত ও বাংলাদেশের সিরিজ। প্রথমে টেস্ট ফরম্যাটে বাংলাদেশকে ২-০ ব্যাবধানে পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। এরপর গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বেশ দারুন পারফর্মেন্স দেখিয়েছেন ভারতীয় দলের পেসাররা। তবে ভারতীয় দলে এবার দেখা যাবে মস্ত বড় পরিবর্তন। ভারতীয় দলের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে বাদ দিতে চলেছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকে দলে একাধিক খেলোয়াড়ের পরিবর্তন ঘটিয়েছেন। ভারতীয় দলর ক্যাপ্টেন হওয়ার কথা ছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) তবে ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বড় দায়িত্ব দিয়েছে।

ভারতীয় দলে এন্ট্রি নিয়েছেন ক্যাপ্টেনের হামশাকাল

Mayank Yadav and Suryakumar Yadav
Mayank Yadav and Suryakumar Yadav | Image: Getty Images

আর জাতীয় দলে এন্ট্রি নিয়েছেন সূর্যকুমার যাদবের হামশাকাল। আসলে, জাতীয় দলে এন্ট্রি নিয়েছেন পেসার মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মায়াঙ্ক। প্রথম ম্যাচেই তৃতীয় ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক T20 ক্রিকেটের প্রথম ওভার মেডেন দিয়ে শুরু করেন এবং দ্বিতীয় ওভারে এসেই বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় মহমদুল্লাহকে প্যাভিলিয়নে ফেরান। প্রথম ম্যাচে মায়াঙ্ক প্রথম ম্যাচে ২১ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন। প্রথম ম্যাচেই তিনি প্রমান করলেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। এর আগে আইপিএলে তিনি দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন। তবে দলে জায়গা হলো না জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah), রোহিত শর্মা T20 থেকে অবসর নিতেই ক্যারিয়ারে তালা পড়লো বুমরাহের।

বুমরহাকে সুযোগ দেবেন না গম্ভীর

Jasprit Bumrah
Jasprit Bumrah | Image: Getty Images

ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীর (Gautam Gambhir) তারকা বোলার জসপ্রীত বুমরাহের পরিবর্তে মায়াঙ্ককে সুযোগ দেবেন কারণ প্রধান কোচ হওয়ার পর বুমরাহকে নিয়ে তার পরিকল্পনা স্থির করে দিয়েছিলেন গম্ভীর। গম্ভীর সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “বুমরাহ সব ফরম্যাট জুড়ে বিশ্বের সেরা ফাস্ট বোলার। বুমরাহকে ভারতীয় দলের ড্রেসিংরুমে দেখাটা খুবই ভালো। এমন কেউ যে যেকোনো সময়ে খেলা বদলে দিতে পারে। তাকে অবশ্যই আমাদের ঠিক ভাবে পরিচালনা করতে হবে।” গম্ভীর চাইবেন না বুমরাহ চোটের কবলে পড়ুক, কারণ আসন্ন দিনে টিম ইন্ডিয়াকে একাধিক ম্যাচ খেলতে হবে। ভারতের সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে যেটি খুবই গুরুত্বপূর্ণ। তাই কোচ গম্ভীর তার অস্ত্র বুমরাহকে (Jasprit Bumrah) আপাতত বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

Read Also: Jasprit Bumrah: সিংহাসনে জসপ্রীত বুমরাহ, বাংলাদেশকে গুঁড়িয়ে আইসিসি’র স্বীকৃতি পেলেন তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *