maxwell-unfollows-rcb-on-instagram

২০২১ সালের আইপিএল (IPL) ‘মিনি’ নিলামে অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ১৪.২৫ কোটি টাকার বিনিময়ে দলে সামিল করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। পাঞ্জাব কিংসের জার্সিতে বেশ কয়েক মরসুম সাফল্য না পেলেও বেঙ্গালুরুর হয়ে প্রথম মরসুমেই ঝড় তোলেন ‘ম্যাড ম্যাক্স।’ ব্যাট হাতে ১৫ ম্যাচে প্রায় ৪৩ গড়ে তিনি করেন ৫১৩ রান। সাথে নিয়েছিলেন ৩টি উইকেট’ও। ২০২২ ও ২০২৩ আইপিএলেও বেঙ্গালুরু (RCB) দলের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন তিনি। করেন যথাক্রমে ৩০১ ও ৪০০ রান। বল হাতে নেন যথাক্রমে ৬ ও ৩টি উইকেট। কিন্তু ২০২৪-এ একেবারে মুখ থুবড়ে পড়েন তিনি। মিডল অর্ডারকে ভরসা যোগানো তো দূর অস্ত, ১০ ম্যাচে ৫.৭৮ গড়ে করেন কেবল ৫২ রান। ২০২৫-এর মেগা অকশনের আগে ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) যে ছেড়ে দেওয়া হবে সেই আভাস মিলেছিলো তখনই।

Read More: ৬, ৬, ৪, ৬, ৪…অজি বোলারদের নিয়ে ছেলেখেলা শ্রেয়স আইয়ারের, করলেন ধুন্ধুমার দ্বিশতরান !!

অসন্তোষ স্পষ্ট করলেন ম্যাক্সওয়েল-

Glenn Maxwell | RCB | Image: Getty Images
Glenn Maxwell | Image: Getty Images

২০২৫-এর আইপিএলে (IPL) রয়েছে মেগা অকশন। সতেরো বছর ধরে ট্রফি খরায় ভুগতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চাইছে ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনতে। গত বছর তাদের নারী দল উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) জিতেছে। সেই পথ ধরে এগিয়ে আইপিএলের খেতাব ঘরে তুলতে চায় বিরাট কোহলি (Virat Kohli)র দল। কতজনকে ‘রিটেন’ করা যাবে সেই সম্পর্কে কিছু এখনও জানানো হয় নি ফ্র্যাঞ্চাইজিদের। তবে ‘রিটেনশন’ সংখ্যা যাই হোক না কেন, ১৪.২৫ কোটি খরচ করে ছন্দ হারানো ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) যে ধরে রাখা হবে না তা প্রায় দিনের আলোর মত পরিষ্কার। কোহলিদের ফ্র্যাঞ্চাইজি সম্ভবত সেই বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছে অজি তারকাকে। আর তাতেই মনক্ষুণ্ণ হয়েছেন তিনি। ইন্সটাগ্রামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) ‘আনফলো’ করে বিচ্ছেদে এক প্রকার সিলমোহরই দিয়ে দিয়েছেন তিনি।

মার্কিন মুলুকে ট্রফি জয় ম্যাক্সওয়েলের-

Washingotn Freedom Win MLC | Image: Getty Images
Washingotn Freedom Win MLC | Image: Getty Images

বেঙ্গালুরু (RCB) থেকে বিদায়ের গুঞ্জনের মাঝেই মার্কিন মুলুকে মেজর লীগ ক্রিকেট (MLC) ট্রফি জিতলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। গতকাল টেক্সাসের ডালাসে ছিলো ফাইনাল। গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো সান ফ্রান্সিসকো ইউনিকর্ণস ও ওয়াশিংটন ফ্রিডম। একপেশে ম্যাচে বাজিমাত করে ওয়াশিংটন’ই (WSF)। প্রথম ব্যাটিং করে তারা। ওপেন করতে নেমে ঝড় তোলেন অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। করেন ধুন্ধুমার ৮৮ রান। মিডল অর্ডারে নেমে ভালো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল’ও। ২২ বলে করেন ৪০। নির্ধারিত ২০ ওভারে তারা থামে ২০৭ রানে। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই জেক ফ্রেজার ম্যাকগার্ক ও ফিন অ্যালেনকে খুইয়ে চাপে পড়ে সান ফ্রান্সিসকো। আর ঘুরে দাঁড়াতে পারে নি তারা। থামতে হয় ১১১ রানেই। মার্কো ইয়ানসেন ৩ উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন ম্যাক্সওয়েল’ও।

নয়া উদ্যমে ঝাঁপাতে প্রস্তুত RCB-

Royal Challengers Bengaluru | RCB | Image: Getty Images
Royal Challengers Bengaluru | Image: Getty Images

২০০৮ থেকে আইপিএলে (IPL) অংশ নিয়ে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সতেরো মরসুমের মধ্যে চারবার ফাইনাল খেলেছে তারা। কিন্তু একবারও মেলে নি সাফল্য। ট্রফি খরা কাটিয়ে ২০২৫-এ সাফল্য পেতে বদ্ধপরিকর ফ্র্যাঞ্চাইজি। এখন থেকেই চলছে ‘মেগা অকশন’-এর ছক কষা। জোর গুঞ্জন যে নিলামে কে এল রাহুলকে (KL Rahul) নিশানা করতে পারে তারা। কর্ণাটকের তারকাকে দলে সামিল করে এক ঢিলে তিন পাখি মারার চেষ্টায় ফ্র্যাঞ্চাইজি। উইকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিকের শূন্যস্থান পূরণ করতে পারেন রাহুল। এছাড়া চল্লিশ ছুঁইছুঁই দু প্লেসি’কে ছেড়ে দিয়ে রাহুলের কাঁধেই ওপেনিং ও অধিনায়কত্বের ভার ন্যস্ত করতে পারে তারা। পাশাপাশি মিডল অর্ডার ও বোলিং বিভাগ শক্তপোক্ত করতে চাইবে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। ছেড়ে দেওয়া হতে পারে আলঝারি জোসেফ, লকি ফার্গুসনদের।

Also Read: মেগা নিলামের আগেই RCB ছাড়ছেন বিরাট কোহলি, ১৭ বছরে প্রথমবার গড়ছে ইতিহাস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *