এশিয়া কাপ ২০২৫-এর হাইভোল্টেজ ফাইনালে (IND vs PAK) মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছিল পাকিস্তান দল। পাকিস্তান দলের দুই ওপেনার ফখর জামান এবং সাহেবজাদা ফারহান প্রথম উইকেটে ৮৪ রান যোগ করেছিলেন। পাওয়ার প্লেতে ৪৫ রান সংগ্রহ করার পরেই রানের গতি আরও বাড়াতে শুরু করেন দুই ব্যাটসম্যান। ফারহান দলের হয়ে সর্বাধিক ৫৭ এবং ফখর ৪৬ রানের ইনিংস খেলেন। যদিও, বাঁকি খেলোয়াড়দের মধ্যে কেউই আর দাঁড়াতে না পারায় পাকিস্তান ১৪৬ রানেই গুটিয়ে গিয়েছিল।
রউফের আউট সেলিব্রেট করে বুমরাহ

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে আলোচনায় ছিলেন জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah)। ফাইনালের ১৮তম ওভারে হ্যারিস রউফকে (Haris Rauf) আউট করেন বুমরাহ। গতকাল ম্যাচে রউফের অফস্টাম্প উড়িয়ে দেন তিনি। এর পরেই বুমরাহ করেন ‘জেট ক্র্যাশ’ সেলিব্রেশন- যেটি সম্পূর্ণ ছিল রউফের প্রতি প্রতিক্রিয়া দেখানোর জন্য। ভিডিওটি নিমেষের মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনাটির সূত্রপাত হয়েছিল এবারের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে। সেদিন ভারতীয় দর্শকদের সামনে একই ধরনের অশোভন ইঙ্গিত করেছিলেন রউফ। রউফ সেদিন ‘অপারেশন সিন্দুরের’ সময় প্লেন ক্রাশের বেশ মজা নিয়েছিলেন। তার প্রতিউত্তরে বুমরাহ এই আচরণকে করেছেন বলে জানা গিয়েছে। রউফ শেষবার যখন ভারতের বিরুদ্ধে এমন আচরণ দেখিয়েছিলেন তখন তাঁর ৩০% ম্যাচ ফাইন হয়েছিল।
Read More: Asia Cup 2025 Awards: অভিষেক থেকে কুলদীপ, টুর্নামেন্টের সেরার তালিকায় ভারতের দাপট !!
শাস্তির মুখে পড়বেন বুমরাহ

গতকাল বুমরাহের খোঁচা দেওয়া সেলিব্রেশনের জন্যও ফাইন হতে পারে। সূত্রের দাবি, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ইতিমধ্যেই আম্পায়ারদের সঙ্গে বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছেন এবং খুব শীঘ্রই বুমরাহের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবে। গতকাল ম্যাচের দ্বিতীয়াংশের কথা বলতে গেলে, ভারত রান তাড়া করতে এসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। তবে, তিলক ভার্মার ৫৩ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস, শিবম দুবের ৩৩, সঞ্জু স্যামসনের ২৪ রানের গুরুত্বপূর্ণ অবদানের পর ২ বল বাঁকি থাকতে ও ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত। এই জয়ের মাধ্যমে ভারত নবমবারের মতো এশিয়া কাপ ট্রফি ঘরে তুলে নিলো।