massive-fire-broke-out-at-srh-team-hotel

IPL 2025: শেষ ম্যাচে পাঞ্জাব কিংসেকে (Punjab Kings) হারিয়ে জয়ের মুখ দেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। এই ম্যাচের আগে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছিল প্যাট কামিন্সের (Pat Cummins) দল। পাঞ্জাবের বিপক্ষে ব্যাট হাতে অভিষেক শর্মা (Abhishek Sharma) দুরন্ত শতরান করে ভক্তদের মন জয় করে নিয়েছেন।‌ এবার সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) ক্রিকেটারদের হোটেলে ভয়াবহ আগুন কান্ডের ঘটনা সামনে এসেছে। বর্তমানে ক্রিকেট মহলে চর্চায় উঠে এসেছ ঘটনাটি।

Read More: IPL 2025: বিশাল সমস্যায় দিল্লি ক্যাপিটাল্স, গুরুতর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক !!

হায়দ্রাবাদের ক্রিকেটারদের হোটেলে আগুন-

IPL 2025: হায়দ্রাবাদের ক্রিকেটারদের হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড, আতঙ্কে রুম ছাড়লো প্যাট কামিন্সরা !! 1
SRH | Image: Getty Images

হায়দ্রাবাদের বানজারা হিলসের বিলাশবহুল হোটেল পার্ক হায়াতে ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) ক্রিকেটাররা। সেই হোটেলেই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সামনে এসেছে। এই হোটেলের তিন তলায় রয়েছে স্পা সেন্টার।অগ্নিকাণ্ডের সূত্রপাত সেখান থেকেই। সূত্র অনুযায়ী এই তিন তলাতেই ছিলেন হায়দ্রাবাদের (SRH) সমস্ত ক্রিকেটাররা। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষের তত্পরতায় প্যাট কামিন্সদের সরিয়ে দেওয়া হয়। তারা বর্তমানে প্রত্যেকেই সুরক্ষিত আছেন বলে জানা যাচ্ছে।

আতঙ্কিত হায়দ্রাবাদের ক্রিকেটাররা-

IPL 2025: হায়দ্রাবাদের ক্রিকেটারদের হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড, আতঙ্কে রুম ছাড়লো প্যাট কামিন্সরা !! 2
SRH | Image: Getty Images

অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই হোটেল কর্তৃপক্ষ দমকলকে খবর দেয়। দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরো এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। ফায়ার বেল বেজে ওঠার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদের (SRH) ক্রিকেটারদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। কিন্তু তাদেরকে সুরক্ষিত জায়গায় তৎক্ষণাৎ সরিয়ে নিয়ে যাওয়া হয়। সকলেই সম্পূর্ণ সুস্থ আছেন বলে সানরাইজার্স হায়দ্রাবাদের কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে। অন্যদিকে এই আগুন লাগার পিছনের আসল কারণ এখনও পর্যন্ত জানা যাইনি।

Read Also: LSG vs CSK: “গ্ৰীন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর..” চেন্নাইয়ের বিপক্ষে লখনউ প্রথম ইনিংসে ১৬৬ রান সংগ্রহ করার পর সমালোচনার মুখে পড়েছেন পান্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *