ম্যাঞ্চেস্টারে জোড়া বিস্ফোরণ, ভারত আদৌ যোগ দেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? তড়িঘড়ি বৈঠক বসছে বিসিসিআই 1

সামনের মাসের শুরুতেই ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। যদিও তার ঠিক আগেই এদিন ব্রিটেনে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল গোটা ম্যাঞ্চেস্টারের এরিনা৷ একটি কনসার্ট চলাকালীন পরপর দুটি বিস্ফোরণ ঘটে সেখানে। এই দুর্ঘটনায় জেরে প্রায় ২২ জনের মৃত্যু ঘটেছে। আহতের সংখ্যা ৫০-এরও বেশি৷ এই  ঘটনার সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়াকে সেখানে পাঠানো কি ঠিক হবে? ভারতীয় ক্রিকেট দলের সুরক্ষাকে মাথায় রেখে এদিনই তড়িঘড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আপতকালিন একটি বৈঠক ডাকলেন। বিসিসিআইয়ের সদর দফরে হতে চলা এই বৈঠকে উপস্থিত থাকবেন টিম ইন্ডিয়ার ম্যানেজার সহ বাকি লজিস্টিক ম্যানেজাররাও। এমন পরিস্থিতিতে বোর্ড কি আদৌ ঝুঁকি নিয়ে কোহলি, ধোনিদের ইংল্যান্ডে পাঠাবে? এ ব্যাপারে বোর্ডে কার্যকরি অধ্যক্ষ সি কে খান্না অবশ্য জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিশ্চিতভাবে অংশগ্রহণ করবে। তবে ইংল্যান্ড সফরে আশাকরি ভারতীয় দলের নিরাপত্তা ব্যবস্থা অনেকবেশি কড়া থাকবে।

আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে আয়োজিত হতে চলা মিনি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করার লক্ষ্যে বুধবার রাতে লন্ডনে রওনা দেবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু তার ঠিক একদিন আগে ম্যাঞ্চেস্টারে এই ধরণের বড়সড় দূর্ঘটনা ঘটে যাওয়ায় চিন্তার সাগরে ডুব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। ভারতীয় ক্রিকেটাররা ওই টুর্নামেন্ট চলাকালিন ইংল্যান্ডে কতটা নিরাপদ থাকবেন, পাশাপাশি ক্রিকেটাররা যদি এই অবস্থায় সেখানে কিভাবে আঁটো সাটো নিরাপত্তা দেওয়া যায়, তা নিয়েই আজকের বোর্ডের এই বৈঠকের আয়োজন। যদিও ক্রিকেটারদের নিরাপত্তার বিষয় নিয়ে শেষমেশ কি সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফ থেকে, তা নির্দিষ্ট সময়ে জানা যাবে। উল্লেখ্য, আটটি প্রথমশ্রেনির ক্রিকেটখেলিয়ে দেশকে নিয়ে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে আগামী ১ জুনে। শেষ হবে ১৮ জুনে। ভারত নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *