ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অবদান নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর নেতৃত্বেই ভারত জিতেছে তিনটি বড় ICC শিরোপা। তরুণ ধোনির নেতৃত্বে ভারত প্রথম ২০০৭’এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ধোনি ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আলবিদা ঘোষণা করেছিলেন। তবে, এখনও তিনি আইপিএলের মঞ্চে খেলা চালিয়ে আসছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে যাচ্ছেন ধোনি। এই মৌসুমে তাঁকে ক্যাপ্টেনসিও সামাল দিতে হয়েছে। তাই ধোনির নাম যখনই শোনা যায়, তখনই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি।
টিম ইন্ডিয়ার মেন্টর হচ্ছেন এমএস ধোনি

সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে, বিসিসিআই এমএস ধোনিকে (MS Dhoni) আগামী বছর আয়োজিত টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মেন্টর হিসেবে দায়িত্ব দিতে চায়। যদিও বোর্ডের পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি। যদিও, এই খবরটি সামনে আসতেই প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary) নিজের স্বভাবসুলভ রসিকতা মিশিয়ে মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে মনোজ ধোনির ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন যে – এম এস ধোনি ফোন তোলার মানুষ নন। সাক্ষাৎকারে তিনি বলেন, “উনি ফোনটা তুলেছেন তো ? ওনার সঙ্গে তো যোগাযোগ করাটা খুবই কঠিন কাজ। এমনকি, ম্যাসেজ করলেও রিপ্লাই খুবই কম পাওয়া যায়। আমি একা কেন, বেশিরভাগ ক্রিকেটারই এই একই কথা স্বীকার করবেন।”
Read More: নাইট শিবিরের ‘চোখের বালি’ ডোয়েন ব্র্যাভো, আইপিএল শুরুর আগেই হতে পারেন ছাঁটাই !!
ধোনিকে নিয়ে বড় বয়ান মনোজের

যদিও, মনোজের মতে ধোনি (Ms Dhoni) এই দায়িত্ব নিলে তা ভারতীয় ক্রিকেটের লাভ। তবে ধোনি এই দায়িত্ব নিতে আগ্রহী হবেন কি না, সেটাই আসল প্রশ্ন। মনোজের দাবি- একজন অধিনায়ক হিসেবে এমএস ধোনি যথেষ্ট সফল এবং আজকের প্রজন্মের ক্রিকেটাররা তাঁকে যথেষ্ট সম্মানও করে। গম্ভীর ও ধোনির মেলবন্ধনে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স কেমন হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। মনোজের দাবি, “ধোনি এবং গম্ভীর একসঙ্গে কাজ করলে দল কেমন প্রদর্শন দেখাবে, সেটা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি।” আগেও ভারতীয় দলের হয়ে মেন্টরের ভূমিকা পালন করেছিলেন ধোনি। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতীয় দলের মেন্টর ছিলেন তিনি। তবে, সেবার মেন্টর হয়ে ভারতের প্রদর্শন খুব একটা ভালো ছিল না। ভারতীয় দলকে গ্রুপ পর্যায় থেকে ফিরে যেতে হয়েছিল।