manjrekar-urges-rohit-kohli-to-play-duleep-trophy

চলছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) প্রথম টেস্ট। চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে প্রাথমিক ধাক্কা কাটিয়ে এখন ভালো অবস্থানে ভারত। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ দাগ কাটতে না পারলেও দুই অলরাউন্ডার রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজা শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন দল’কে। দ্বিতীয় দিনের সকালে ৩৭৬ রানের মাথায় শেষ হয় টিম ইন্ডিয়ার (Team India) ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে বাংলাদেশ। ২০০ রানের কাছাকাছি লিড নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় শিবির। এখনও পর্যন্ত খেলা যেভাবে গড়িয়েছে তাতে ভূয়সী প্রশংসার দাবীদার অলরাউন্ডাররা। বল হাতে নজর কেড়েছেন বুমরাহ (Jasprit Bumrah), আকাশ দীপ’রাও (Akash Deep)। প্রশ্নের আঙুল কেবল টপ-অর্ডারের দিকে।

Read More: “BCCI-কে উচিৎ শিক্ষা দিয়েছে…” দলীপ ট্রফিতে শতরান সঞ্জু’র, নেটদুনিয়ার রোষানলে ভারতীয় বোর্ড !!

পিচ কঠিন ছিলো, মানছেন মঞ্জরেকর-

Sanjay Manjrekar | Rohit Sharma | Image: Getty Images
Sanjay Manjrekar | Image: Getty Images

চেন্নাই টেস্টের প্রথম দিন মুখ থুবড়ে পড়েছিলো ভারতীয় টপ-অর্ডার। রোহিত শর্মা (R0hit Sharma), শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলি-রান পান নি কেউই। নতুন বল হাতে অনবদ্য পারফর্ম করেন তরুণ বাংলাদেশী পেসার হাসান মাহমুদ (Hasan Mahmud)। প্রথম স্পেলেই তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি। পরে ফিরে এসে ঋষভ পন্থকেও (Rishabh Pant) আউট করেন তিনি। সাধারণত স্পিন সহায়ক উইকেট দেখা যায় চেন্নাইয়ের মাঠে। ছড়ি ঘোরান স্পিনাররা। কিন্তু সেখানে এমন গতি, স্যুইং ও বাউন্স সমৃদ্ধ উইকেট দেখে খানিক চমকেছেন বিশেষজ্ঞরা। অচেনা চেপককে নিয়ে গতকাল থেকেই চর্চা চলছে ক্রিকেটমহলে। সেই আলোচনায় যোগ দিতে দেখা গিয়েছে সঞ্জয় মঞ্জরেকরকেও (Sanjay Manjrekar)।

পিচ যে বেশ কঠিন ছিলো তা মেনে নিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, “এইরকম পিচে যখন ব্যাট করতে হয়, তখন বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। রোহিত শর্মা নিজেও টসে জিতলে বোলিং-ই বেছে নিতেন। ওরা সকলেই বাইশ গজ দেখার পর বুঝেছিলো যে প্রথম সেশনটা কঠিন হতে চলেছে। অবশ্য প্রায় সব স্টেডিয়ামেই এমনটা দেখা যায় যে প্রথম ঘন্টাটা সবসময় কঠিন হয়।” প্রথম দিনের খেলা শেষে পিচ নিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল’ও (Yashasvi Jaiswal)। জানান, “আসলে শুরুতে বল কিছুটা সিম করছিলো, স্যুইং ছিলো। উইকেটও কিছুটা ভেজা ছিলো। ফলে আমরা কিছুটা সময় নিয়েছি। শেষ সেশনে অনেক রান করতে পেরেছি। এখন আমরা ভালো অবস্থানে রয়েছি।”

ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ রোহিত-বিরাটকে-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

জাতীয় দলের খেলোয়াড়দের সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, এই নীতি স্পষ্ট করে দেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফ থেকে। ছাড় দেওয়া হচ্ছে কেবল রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রণ অশ্বিন’কে। চলতি দলীপ ট্রফিতে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রায় সকল তারকা’কে প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও কেবল এই চারজনকেই বিশ্রাম দেওয়া হয়েছিলো। বোর্ডের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছিলো এই বিষয়ে। কিন্তু তাতে সন্তুষ্ট নন সঞ্জয় মঞ্জরেকর। ঘরের মাঠে নিজেদের দক্ষতাকে ঝালিয়ে নেওয়ার জন্য দলীপ ট্রফির (Duleep Trophy) মত টুর্নামেন্টে রোহিত শর্মা বা বিরাট কোহলিরও (Virat Kohli) খেলা উচিৎ বলেই মনে করেন তিনি।

প্রথমে রোহিত শর্মা’র (Rohit Sharma) আউট হওয়া নিয়ে মুখ খোলেন মঞ্জরেকর। বলেন, “রোহিত যেটা ভালো করে, সেটাই এখানেও করছিলো। সময় নিচ্ছিলো থিতু হতে। কিন্তু দুটো ভালো বলের সম্মুখীন হয়ে সমস্যায় পড়ে গেলো।” উইকেট ছুঁড়ে দিয়ে আসার আগে গতকাল ৬ রান করে আউট হয়েছেন রোহিত। কোহলির (Virat Kohli) ব্যাট থেকেও এসেছে মাত্র ৬ রান। মতামত জানাতে গিয়ে মঞ্জরেকর বলেন, “আমি কয়েক সপ্তাহ আগেও বলেছিলাম যে শেষ পাঁচ বছর আন্তর্জাতিক আঙিনায় যত ম্যাচ ওরা খেলেছে, তার নিরিখে দলীপ ট্রফিতেও ওদের সুযোগ দেওয়াই যেত। ওখানে যে সময়টুকু কাটাত তা ওদের সুবিধা করে দিত। কিন্তু এখানে হঠাৎ ব্যাট করতে নেমে ওরা চাপে পড়ে গিয়েছিলো।”  

Also Read: IND vs BAN 1st Test: আহত হয়ে মাঠ ছাড়লেন সিরাজ, চেন্নাই টেস্টে চিন্তা বাড়লো টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *