wi-vs-ind-harshal-patel-might-retire

World Cup 2023: বিশ্বকাপের অপেক্ষায় প্রহর গুণছে ক্রিকেট দুনিয়া। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে প্রতিযোগিতা। এবার বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর বসছে ভারতের মাটিতে। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালের পর এই নিয়ে চতুর্থবার ক্রিকেটের ‘মেগা ইভেন্ট’ চাক্ষুস করতে চলেছে ভারত। অন্য তিন বারের থেকে এবারের টুর্নামেন্ট নিঃসন্দেহে বেশ আলাদা। শ্রীলঙ্কা, বাংলাদেশ বা পাকিস্তানের সাথে আয়োজনের মঞ্চ ভাগ করে নিতে হচ্ছে না ভারতকে। বরং প্রথমবার একক দায়িত্ব পেয়েছে দেশ। ভারতেরই দশ শহরকে বেছে নিয়েছে আইসিসি। সেই দশ শহরেই হবে ৪৮টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হবে আহমেদাবাদে। দুই সেমিফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং কলকাতার ইডেন গার্ডেন্স।

বিশ্বকাপের (ICC World Cup)  জন্য দল নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণকারী দশ দেশকে সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। ৫ সেপ্টেম্বরের মধ্যে জানিয়ে দিতে হবে প্রাথমিক স্কোয়াড। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ঘোষণাও করে দিয়েছে প্রাথমিক স্কোয়াড। তবে ধীরে চলো নীতি নিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নিরবাচক কমিটি। পাশাপাশি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন চোটের কবলে, তাঁদের সেরে ওঠের দিকে দৃষ্টি রাখা হচ্ছে বিসিসিআই-এর তরফে। দেশের মাটিতে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বিশ্বখেতাব জয়ের লড়াইতে কারা সামিল হবেন সেই নিয়ে ক্রিকেটমহলে চলছে নিত্য আলোচনা। জল্পনার আগুনে ঘি ঢাললেন সঞ্জয় মঞ্জরেকর। এক বেসরকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের পনেরো সদস্যের সম্ভাব্য স্কোয়াড বেছে নিলেন তিনি।

Read More: ৪ কোটির গাড়িতে সস্ত্রীক রোহিত শর্মা, মুম্বইয়ের রাস্তায় মুহূর্তে জমলো ভীড় !!

রোহিত-বিরাটদের সাথে শিখর ধাওয়ানকে চাইছেন সঞ্জয়-

Shikhar Dhawan | World Cup 2023 | Image: Getty Images
Shikhar Dhawan | Image: Getty Images

বিশ্বকাপের (ICC World Cup)  জন্য যে পনেরো সদস্যের বেছে নিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar), সেখানে প্রত্যাশা মতই জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অধিনায়ক রোহিতের (Rohit Sharma) সাথে ওপেনার হিসেবে থাকছেন শুভমান গিল (Shubman Gill)। তিনে বিরাট কোহলি হতে চলেছেন টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা। এরপর চার নম্বর পজিশনে কে খেলবেন সেই বিষয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছেন মঞ্জরেকরের স্কোয়াডে। একই সাথে তিন উইকেটরক্ষক-ব্যাটারকে সুযোগ দেওয়ার পক্ষপাতী তিনি। কে এল রাহুল (KL Rahul), ঈশান কিষণ (Ishan Kishan) এবং সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে রেখেছেন তিনি। জায়গা হয় নি সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ারের। অলরাউন্ডার হিসেবে তিনি দলের সাথে জুড়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)।

যে বিশ্বকাপ (ICC World Cup)  স্কোয়াড বেছে নিয়েছেন মঞ্জরেকর (Sanjay Manjrekar), সেখানে সবচেয়ে বড় চমক অবশ্যই শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) অন্তর্ভুক্তি। ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর একদিনের ক্রিকেটে আর ভারতীয় দলের হয়ে দেখা যায় নি ‘গব্বর’কে। আইপিএলেও বিশেষ রান পান নি তিনি। মাঝে শোনা গিয়েছিলো এশিয়ান গেমসে ভারত অধিনায়ক করে তাঁকে পাঠানো হতে পারে চীনের হাংঝৌতে। কিন্তু বাস্তবে হয় নি সেটাও। ঋতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিসিআই। প্রায় এক বছর দলের বাইরে থাকার পর ধাওয়ানের ক্রিকেট ভবিষ্যত নিয়ে উঠেছে প্রশ্ন। তবে আইসিসি টুর্নামেন্টে তাঁর পরিসংখ্যান এবং অভিজ্ঞতার কথা মাথায় রেখে বিকল্প ওপেনার হিসেবে ধাওয়ানকে চাইছেন মঞ্জরেকর।

বোলিং বিভাগেও চমক রাখলেন মঞ্জরেকর-

Jasprit Bumrah and Rohit Sharma | World Cup 2023 | Image: Getty Images
Jasprit Bumrah and Rohit Sharma | Image: Getty Images

ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের (ICC World Cup) আসর। স্পিন যে নির্ণায়ক ভূমিকা নিতে পারে তা আশা করাই যেতে পারে। স্কোয়াডে তিন ফ্রন্টলাইন স্পিনার রাখছেন সঞ্জয় মঞ্জরেকর। বাঁ-হাতি অফস্পিনার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সাথে জুড়ে দিয়েছেন কুল-চা জুটিকে। অনেকেই যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বিশ্বকাপ ভবিষ্যত নিয়ে সন্দিহান হলেও ৭২ ম্যাচে ১২১ উইকেটের মালিক হরিয়ানার লেগ স্পিনার চাহালকে চাইছেন মঞ্জরেকর। পাশাপাশি ছন্দে থাকা চায়নাম্যান বোলার কুলদীপও (Kuldeep Yadav) থাকছেন তাঁর বিশ্বকাপ স্কোয়াডে। তবে শিকে ছেঁড়ে নি অক্ষর প্যাটেলের ভাগ্যে। তাঁকে বাইরে রেখেই দল গড়েছেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার। একই সাথে শক্তিশালী পেস আক্রমণ গড়ার কথাও ভেবেছেন সঞ্জয় মঞ্জরেকর। চোট সারিয়ে আয়ারল্যান্ডে প্রত্যাবর্তন সিরিজ খেলবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পেস ব্যাটারির নেতৃত্ব দেবেন তিনিই।

বুমরাহ’র সাথে থাকবেন তাঁর বহু যুদ্ধের সাথী মহম্মদ শামি (Mohammad Shami)। তৃতীয় পেসার হিসেবে মঞ্জরেকরের পছন্দ মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। একটা সময় তাঁকে মূলত লাল বলের স্পেশ্যালিস্ট বলা হলেও সাম্প্রতিক কালে সাদা বলের ফর্ম্যাটেও অভূতপূর্ব উন্নতি করেছেন সিরাজ। বুমরাহ’র অনুপস্থিতিতে হয়ে উঠেছিলেন দলের অন্যতম ভরসা। খুব অল্পদিনেই আইসিসি বিশ্বর‍্যাঙ্কিং-এ এক নম্বর বোলারের তকমাও আদায় করে নিয়েছিলেন। যা সঞ্জয়ের (Sanjay Manjrekar) বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে দিয়েছে তাঁকে। পাশাপাশি চতুর্থ পেসার হিসেবে থাকছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। টিম ইন্ডিয়া উমরান মালিক (Umran Malik), মুকেশ কুমারদের (Mukesh Kumar) গড়ে তোলার কথা ভাবছে বিশ্বকাপকে মাথায় রেখে। কিন্তু তাঁদের বাদ দিয়ে প্রসিদ্ধকেই জায়গা দিয়েছেন মঞ্জরেকর।

দেখে নিন বিশ্বকাপে্র জন্য মঞ্জরেকরের পছন্দের স্কোয়াড-

Indian Cricket Team | World Cup 2023 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক) মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা, শিখর ধাওয়ান।

Also Read: রূপে-গুনে লক্ষী শুভমান গিলের দিদি শাহনিল গিল, বলিউড অভিনেত্রীদের থেকে শতগুণ এগিয়ে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *