রেকর্ডের রাজ সিংহাসনে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে আইপিএলের আসরে শতরান হাঁকিয়েছেন তিনি। শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসেই কনিষ্ঠতম শতরানকারী হওয়ার নজির গড়েছেন সমস্তিপুরের কিশোর। মাত্র ৩৫ বলে তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়েছেন বৈভব (Vaibhav Suryavanshi)। ভারতীয়দের মধ্যে যা দ্রুততম। আইপিএলে একমাত্র ক্রিস গেইল ছাড়া এর চেয়ে দ্রুততর শতকের নজির নেই আর। গত পরশু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বৈভবের ব্যাটিং বিক্রম চমকে দিয়েছে সকলকে। কেবল ভারত নয়, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মত দেশেও শুরু হয়েছে চর্চা। শন পোলক, ইয়ান বিশপদের মত অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞই ভারতীয় কিশোরের অকুন্ঠ প্রশংসা করলেও উড়ে এসেছে কিছু কটাক্ষ’ও। বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
Read More: CSK vs PBKS: বাদ স্যাম কুরান এবং নেহাল ওয়াধেরা, দুই দলের একাদশকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !!
বয়স বিতর্কের জল ঢেলেছেন বৈভবের বাবা-

২০২৪-এর জানুয়ারিতে মাত্র ১২ বছর বয়সে রঞ্জি অভিষেক হয় বৈভবের (Vaibhav Suryavanshi)। গত বছর ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের হয়ে এমার্জিং এশিয়া কাপ যখন খেলেছিলেন তখন তাঁর বয়স ১৩। সেই সময়ও তাঁর বয়স নিয়ে আঙুল তুলেছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার জুনেইদ খান। পড়শি দেশের প্রাক্তনীকে চাঁচাছোলা ভাষায় জবাবও দিয়েছিলেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। মাত্র আট বছর বয়সেই বিসিসিআই-এর অনুমোদিত অস্থিমজ্জার পরীক্ষা ইতিমধ্যেই করিয়েছেন তাঁর পুত্র, জানিয়েছিলেন তিনি। বয়স নির্ধারণকারী সেই পরীক্ষার রিপোর্টও প্রকাশ্যে এনেছিলেন সঞ্জীব। এরপরও বৈভবের (Vaibhav Suryavanshi) বয়সের দিকে আঙুল তোলা তাঁর কৃতিত্বকে খাটো করার অপচেষ্টা বলেই মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অধিকাংশ আক্রমণই ওয়াঘা সীমান্তের ওপার থেকে আসায় তাকে পড়শি দেশের ঈর্ষা বলেই মনে করছেন তাঁরা।
বয়স ভাঁড়িয়ে শাস্তি পেয়েছেন মনজ্যোত কালরা-

বৈভবের (Vaibhav Suryavanshi) দিকে আঙুল তোলার সুযোগ না থাকলেও ভারতীয় ক্রিকেটে বয়স ভাঁড়ানোর ঘটনা যে আগে ঘটে নি তা নয়। বয়স বিতর্কের কারণে অন্ধকারে তলিয়ে গিয়েছিলো মনজ্যোত কালরার (Manjot Kalra) মত সম্ভাবনাময় তরুণের ক্রিকেট কেরিয়ারই। ২০১৮ সালে পৃথী শ (Prithvi Shaw), শুভমান গিলদের সাথে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন দিল্লীর মনজ্যোত (Manjot Kalra)। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০১* রানের চোখধাঁধানো ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচের সেরাও। কিন্তু বয়সে কারচুপি করে পরে ক্রিকেট থেকেই নিষিদ্ধ হন তিনি। ওম্বুডসম্যান জাস্টিস (রিটায়ার্ড) বি ডি আহমেদ নিজের রায়ে মুনজ্যোতকে দুই বছরের জন্য বয়সভিত্তিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সাথে রঞ্জি ট্রফি, ক্লাব ম্যাচের মত সিনিয়র টুর্নামেন্ট থেকেও ১ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।
দিল্লী ক্যাপিটালস থেকে ইউটিউবে-

সম্ভাবনাময় ক্রিকেটার মনজ্যোত কালরা (Manjot Kalra) ২০১৮ সালে জায়গা করে নিয়েছিলেন দিল্লী ক্যাপিটালস স্কোয়াডেও। কিন্তু বয়স বিতর্কে জড়িয়ে অন্ধকার নেমে আসে তাঁর কেরিয়ারে। এরপর আর বাইশ গজের দুনিয়ায় ফেরা সম্ভব হয় নি তাঁর পক্ষে। ক্রিকেট ছেড়ে ইউটিউবকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। প্রায় ৪২ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। বর্তমানে পডকাস্ট অনুষ্ঠান করেন দিল্লীর তরুণ। ক্রিকেট বিশ্লেষণের কাজও করতে দেখা যায় তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) বা আইপিএল (IPL) সংক্রান্ত তাঁর ভিডিওগুলি বেশ জনপ্রিয়ও। ইউটিউব ভিডিওতেই তিনি জানিয়েছেন যে তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে ঠিকই, কিন্তু মুম্বইতে অনুশীলন করার সময় পিঠে যে চোট পেয়েছিলেন তার কারণেই আর ক্রিকেটে ফেরা সম্ভব হয় নি তাঁর পক্ষে।