৬, ৬, ৬, ৪, ৪, ৪…মনীশ পাণ্ডে ঝড় তুললেন রঞ্জি ট্রফিতে, খেললেন দুর্দান্ত ২৩৮ রানের ইনিংস !! 1
xr:d:DAF5vS2Upr0:20,j:5620907694128933683,t:24011312

ভারতীয় ক্রিকেটমহলে পরিচিত মুখ মনীশ পাণ্ডে (Manish Pandey)। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভালো পারফর্ম করে প্রথম নজর কেড়েছিলেন তিনি। এরপর আইপিএলের আসরে প্রথম ভারতীয় হিসেবে শতরান করে সাড়া ফেলে দিয়েছিলেন কর্ণাটকের ক্রিকেটার। গত দেড় দশকে ব্যাট হাতে সাফল্যের নানান মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। আইপিএল (IPL) হোক বা ঘরোয়া ক্রিকেট, এমনকি আন্তর্জাতিক আঙিনাতেও পেয়েছেন সাফল্য। ভারতের সিনিয়র দলের জার্সি গায়ে চাপাতে মনীশকে অপেক্ষা করতে হয়েছিলো ২০১৫ সাল অবধি। জিম্বাবুয়ে সফরে ওডিআই ও টি-২০ অভিষেক হয় তাঁর। এরপর ২০২১ সাল অবধি নানা সময় ভারতের হয়ে মাঠে নেমেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে রয়েছে শতরান’ও। গত তিন-চার বছর ভারতের হয়ে না খেললেও ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়ে গিয়েছেন মনীশ (Manish Pandey)।

Read More: “জান বাড়িতে কেউ নেই…” শিখর ধাওয়ানকে বাড়িতে ডেকে ধোকা দিলেন গার্লফ্রেন্ড, ভাইরাল হলো ভিডিও !!

দুর্ধর্ষ দ্বিশতক মনীশ পাণ্ডের-

Manish Pandey | Image: Getty Images
Manish Pandey | Image: Getty Images

২০১৭ সালের রঞ্জি ট্রফির গ্রুপ-এ’র ম্যাচে মুখোমুখি হয়েছিলো উত্তরপ্রদেশ ও কর্ণাটক। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমেছিলো কর্ণাটক। ব্যাটিং বান্ধব পিচে শুরুটাও বেশ ভালো করেছিলো কর্ণাটক। তৃতীয় উইকেটের পতনের পর মাঠে নামেন মনীশ পাণ্ডে (Manish Pandey)। ডেগা নিশ্চলের (Dega Nischal) সাথে জুটি বেঁধে ঝড় তোলেন তিনি। অঙ্কিত রাজপুত, সৌরভ কুমার, ধ্রুব প্রতাপ সিং-এর মত ঘরোয়া ক্রিকেটের আঙিনায় পরিচিত মুখেরা ছিলেন উত্তরপ্রদেশের বোলিং আক্রমণে। কিন্তু মনীশের (Manish Pandey) ব্যাটিং বিক্রমে বিশেষ সাফল্য আদায় করে নিতে পারেন নি কেউই। ২টি ছক্কা ও ৩১টি বাউন্ডারির সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। পেরোন দ্বিশতকের গণ্ডী। ইমতিয়াজ আহমেদের বলে স্টাম্পড হওয়ার আগে ৩০১ বলে ৩১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩৮ করে যান তিনি।

রানের পাহাড় কর্ণাটকের, ম্যাচ ড্র-

Dega Nischal | Image: Twitter
Dega Nischal | Image: Twitter

উত্তরপ্রদেশ বোলিং-এর বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং-এ রানের পাহাড় গড়েছিলো কর্ণাটক। তাদের তারকাখচিত টপ-অর্ডার সাফল্য পেয়েছিলো কানপুরের বাইশ গজে। ওপেন করতে নেমে ১৬ রান ফেরেন রবিকুমার সমর্থ। প্রথম উইকেট হারানোর পর ক্রিজে জাঁকিয়ে বসে কর্ণাটক। ৯০ করেন মায়াঙ্ক আগরওয়াল। তিন নম্বরে নামা ডেগা নিশ্চল করেন ১৯৫। চারে নেমেছিলেন করুণ নায়ার। তিনও করেন ৬২ রান। এরপর মনীশ পাণ্ডের (Manish Pandey) সাথে নিশ্চলের ৩৫৪ রানের পার্টনারশিপ হয়। লোয়ার অর্ডার অবশ্য বেশীদূর এগোতে পারে নি। তা সত্ত্বেও ৬৬৬ রান স্কোরবোর্ডে তুলে ফেলে কর্ণাটক। জবাবে উত্তরপ্রদেশের প্রথম ইনিংস শেষ হয় ৩৩১ রানে। ৩৩৫ রানে পিছিয়ে থাকা উত্তরপ্রদেশকে ফলো-অন করায় নি কর্ণাটক। দ্বিতীয় ইনিংসে ২৬২/০ অবস্থায় সমাপ্তি হয় ম্যাচের। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পায় কর্ণাটক।

মনীশ পাণ্ডের কেরিয়ার পরিসংখ্যান-

Manish Pandey | Image: Getty Images
Manish Pandey | Image: Getty Images

ভারতের হয়ে ২৯টি একদিনের ম্যাচ খেলেছেন মনীশ পাণ্ডে (Manish Pandey)। ৩৩.২৯ গড়ে তাঁর রান সংখ্যা ৫৬৬। ১টি শতরান ও ২টি অর্ধশতক রয়েছে তাঁর। এছাড়া নীল জার্সি গায়ে ৩৯টি টি-২০তে ৭০৯ রান রয়েছে তাঁর। গড় ৪৪.৩১। করেছেন ৩টি অর্ধশতরানও। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফর্ম্যান্স চমকপ্রদ। প্রথম শ্রেণির ক্রিকেটে কর্ণাটকের খেলোয়াড় ১১৩ ম্যাচে করেছেন ৭৮৩৬ রান। গড় ৫১.২১। শতরানের সংখ্যা ২৫টি, অর্ধশতরান ৩১টি। লিস্ট-এ ক্রিকেটেও ১৯২ ম্যাচে তিনি করেছেন ৬৩১০ রান। শতক ১০টি, অর্ধশতরান ৩৯টি। টি-২০তে খেলেছেন ৩০৩ ম্যাচ। রান সংখ্যা ৬৮৯১। শতরান ৩টি, অর্ধশতক ৩৯টি। একাধিকবার রঞ্জি জিতেছেন। দুইবার আইপিএল জিতেছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে।

Also Read: বলিউড নায়িকার প্রেমে মজেছেন মহম্মদ সিরাজ, তারকা বোলারের ‘ডেটিং লাইফ’ এলো প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *