এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটমহলের চর্চার কেন্দ্রে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতেছিলেন তিনি। ঐ বছর মুম্বই অধিনায়ক হিসেবে জেতেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিও। ২০২৫য়েও দুর্দান্ত ফর্মে রয়েছেন ডান হাতি ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। আইপিএলে পাঞ্জাব কিংস-কে নিয়ে গিয়েছেন ফাইনালে। ব্যাট হাতে ১৭ ম্যাচে প্রায় ৫১ গড়ে করেছেন ৬০৪ রান। কিন্তু তা সত্ত্বেও এশিয়া কাপের স্কোয়াডে ব্রাত্যই থাকতে হয়েছে শ্রেয়সকে (Shreyas Iyer)। “…আমরা মাত্র ১৫ জন’কে বেছে নিতে পারি। ওকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে,” শ্রেয়সের বাদ পড়া প্রসঙ্গে সাফাই দিয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগরকার। কিন্তু তাতে ভেজে নি চিঁড়ে। আগরকারের সাথে একমত নন প্রাক্তন স্পিনার মনিন্দর সিং (Maninder Singh)। বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
Read More: IND vs UAE Pitch and Weather Report: প্রচন্ড গরমে দুবাইয়ের কঠিন পিচ হতে চলেছে বড়ো চ্যালেঞ্জ !!
শ্রেয়সের পাশেই দাঁড়াচ্ছেন মনিন্দর-

এশিয়া কাপের স্কোয়াডে শ্রেয়স (Shreyas Iyer) জায়গা না পাওয়ায় রীতিমত বিস্মিত মনিন্দর সিং। সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি বেশ অবাক হয়েছি। সত্যি বলতে আমি জানি না কেন ও সবসময় বাদ পড়ছে। আমায় অনেকে জানিয়েছেন যে ও একটু আগ্রাসী। কিন্তু ও যে মানের খেলোয়াড় তা সেই আগ্রাসনটার জন্যই। ঐ আগ্রাসনই ওকে একক দক্ষতায় ম্যাচ জেতাতে সাহায্য করে।” শ্রেয়সের আগ্রাসনে নেতিবাচক কিছু দেখছেন না মনিন্দর সিং। তিনি বলেছেন, “কেউ যদি মাঠে আগ্রাসী হয় তার মানে এই নয় যে সেটা সমস্যাজনক বিশেষত সেটা দুর্ব্যবহারে গিয়ে না ঠেকে। ও হয়ত প্রত্যেকবার আপনাকে দেখে ‘হ্যালো’ বলে না। বরং ও হয়ত নিজের মনের মধ্যে খেলাটাকে নিয়ে চিন্তা করে। বিভিন্ন পরিস্থিতিতে কি করে ম্যাচ জেতাবে তা নিয়ে চিন্তা করে।”
শ্রেয়সের (Shreyas Iyer) আগ্রাসনকে ক্লিন-চিট দিয়ে মনিন্দরের মন্তব্য, “একজন সেরা ক্রীড়াবিদ্ এমনই হয়।” শুভমান নয় বরং শ্রেয়সকে কেন্দ্রে রেখেই দল গড়ুক বিসিসিআই, চান তিনি। বলছেন, “আমি ৬-৭ বছর আগেই বলেছিলাম যে ওর পরবর্তী ভারত অধিনায়ক হওয়া উচিৎ। ও যেভাবে ক্রিকেট খেলে সেটা আমার খুবই পছন্দের।” বর্তমানে শ্রেয়সের প্রতি যে আচরণ করছেন নির্বাচকেরা তাতে হতাশ মনিন্দর। আগামীতে তাঁর পক্ষে দলে জায়গা ফিরে পাওয়া কঠিন হতে পারে, মত তাঁর। তবে আশাহত হচ্ছেন না তিনি। মনিন্দর (Maninder Singh) জানিয়েছেন, “ওকে আদৌ সুযোগ দেওয়া হবে কিনা সে বিষয়ে এখন আর আমি নিশ্চিত নই। ভারতীয় টি-২০ দলে জায়গা করে নিতে আর কি করতে হবে ওকে? কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে ওর একটা দুর্দান্ত ক্রিকেটীয় মস্তিষ্ক রয়েছে। সাদা বলের ক্রিকেটে ওরই পরবর্তী অধিনায়ক হওয়া উচিৎ।”
সম্মান দেয় নি KKR, বিস্ফোরক শ্রেয়স-

২০২২ সালে দিল্লী ক্যাপিটালস (DC) ছেড়ে ১২.২৫ কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মুম্বই তারকার হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। শ্রেয়সের অধিনায়কত্বেই ২০২৪-এ ট্রফি ঘরে তুলেছিলো নাইটরা। কেটেছিলো এক দশকের খরা। তাই ২০২৫-এ যখন তাঁকে রিলিজ করে দেওয়া হয়, তখন রীতিমত চমকে উঠেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আর্থিক বিষয়ে বনিবনা হয় নি ক্রিকেট তারকা ও ফ্র্যাঞ্চাইজির, ভাসছিলো গুঞ্জন। সম্প্রতি নাইট রাইডার্স অধ্যায় সম্পর্কে মুখ খুলেছেন শ্রেয়স (Shreyas Iyer)। “আমার সাথে আলোচনা করা হত ঠিকই। কিন্তু পুরোপুরিভাবে দলের সাথে মিশে যেতে পারি নি আমি।” নাইট রাইডার্স যোগ্য স্বীকৃতি না দিলেও তাঁর বর্তমান দল পাঞ্জাব কিংস তাঁকে প্রাপ্য সম্মান দিয়েছে বলেই জানিয়েছেন শ্রেয়স।