সৌরভের প্রাপ্যতা অন্যের হাতে—নাম না করে জয় শাহকে ইঙ্গিত করে তোপ দাগলেন মমতা !! 1

বাঙালি ক্রিকেটার হিসাবে রিচা ঘোষ (Richa Ghosh) বিশ্বকাপ (Women’s ODI WC 2025) জয় করে তরুণ প্রজন্মের কাছে দৃষ্টান্ত তৈরি করেছেন। গতকাল ইডেন গার্ডেন্সে তাকে সিএবির (CAB) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি এই তারকাকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস দেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতি অনুষ্ঠানে অন্য মাত্র এনেছিল। এই মঞ্চ থেকেই তিনি এবার মহারাজের বঞ্চনার প্রসঙ্গ তুললেন। এর সঙ্গেই ক্রিকেট মঞ্চে উঠে এল রাজনৈতিক বিতর্ক।

Read More: পুলিশের বড়ো পদে রিচা ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সন্মান বিশ্বকাপ জয়ীকে !!

সৌরভের বঞ্চনা নিয়ে প্রশ্ন-

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Getty Images

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটে নিজের বিশেষ অবদান রেখেছেন। ক্রিকেটার হিসাবে দেশকে এনে দিয়েছেন অসংখ্য সম্মান। অধিনায়ক হিসাবেও তিনি দীর্ঘদিন সফলতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। ‌ অন্যদিকে অবসর ঘোষণা করার পর মহারাজকে ক্রিকেট প্রশাসক হিসেবেও কাজ করতে দেখা যায়। বর্তমানে তিনি সিএবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বিসিসিআইয়ের (BCCI) সভাপতিও হিসেবেও নিজের অবদান রেখেছেন।

তিনি আইসিসির (ICC) চেয়ারম্যান হতে পারেন বলেও ‌এক সময় জল্পনা তৈরি হয়েছিল। এই বিষয়টি তুলে এনে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমি হয়তো এটা বললে সৌরভ দুঃখ পাবে। কিন্তু আমি অবশ্যই বলবো। আমি অপ্রিয় সত্য কথা বলে ফেলি। আজ আইসিসি চেয়ারম্যান কার হ‌ওয়া উচিত ছিল। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ছাড়া কেউ নয়। আমি বিশ্বাস করি ও আজ না হোক একদিন এই পদে আসবে। কেউ আটকাতে পারবে না।”

ক্রিকেট মাঠে রাজনীতি-

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Twitter

বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ (Jay Shah)। তিনি দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবেও নিজের অবদান রেখেছেন। জয় শাহ’এর আর‌ও একটি পরিচয় হল বর্তমান ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ (Amit Shah)’এর পুত্র তিনি। ফলে মমতা ব্যানার্জি সৌরভ গাঙ্গুলীর বঞ্চনার কথা বলতে গিয়ে কার্যত জয় শাহকেই নিশানা করেছেন বলে ক্রিকেট ভক্তরা মনে করছেন। এর পিছনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মনোভাব‌ও লুকিয়ে রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তার সময় ভারতে প্রথম দিন-রাতের টেস্ট শুরু হয়। মহিলাদের ক্রিকেটের উন্নতির ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মহারাজ ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোকে উন্নতি করার দিকে বেশি জোর দেন। এর সঙ্গেই মহিলা প্রিমিয়ার লিগ (WPL 2025) টুর্নামেন্ট শুরু করার পিছনেও সৌরভ গাঙ্গুলীর পরিকল্পনা ছিল।

Read Also: মহিলা বলেই কি বৈষম্য? বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও ‘ভিক্টরি প্যারেড’ নিয়ে বিতর্কে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *