শূন্য রানে ড্রেসিংরুমে ফিরল অর্ধেক দল, রঞ্জি ট্রফি চলছে না ফুটবল ম্যাচ ধরতে পারবেন না !! 1

ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে টেস্ট সিরিজ জয় পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার (India vs Australia Series) বিপক্ষে মাঠে নামার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের ২০ ওভারের সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর মধ্যেই শুরু হয়ে গেছে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি (Ranji Trophy 2025)। আজ টুর্নামেন্টের প্রথম দিনে মহারাষ্ট্র কেরালার (Maharastra vs Kerala Match) বিপক্ষে মাঠে নেমেছে। এই এই ম্যাচে তারকা সমৃদ্ধ মহারাষ্ট্র দলের পারফর্মেন্স বর্তমানে আলোচনায় উঠে এসেছে। ম্যাচের স্কোরবোর্ড দেখে এটা ক্রিকেট ম্যাচ চলছে না ফুটবল ম্যাচ চলছে বোঝাই যাচ্ছে না।

Read More: বিরাট-রোহিত নন, এই তারকাকে সেরা টেস্ট অধিনায়ক হিসেবে বাছলেন গৌতম গম্ভীর !!

মহারাষ্ট্র দলের খারাপ অবস্থা-

শূন্য রানে ড্রেসিংরুমে ফিরল অর্ধেক দল, রঞ্জি ট্রফি চলছে না ফুটবল ম্যাচ ধরতে পারবেন না !! 2
Ranji Trophy 2025 | Images: Twitter

আজ রঞ্জি ট্রফিতে মরসুমের প্রথম ম্যাচে মহারাষ্ট্র টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটিং করতে আসে। প্রথম থেকেই কেরালার বোলিং আক্রমণ ভয়ঙ্কর হয়ে ওঠে। দিনের প্রথমে ওপেনিং করতে নেমেছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw) এবং আর্শিন কুলকার্নি (Arshin Kulkarni)। প্রথম ওভারেই জনপ্রিয় ক্রিকেটার পৃথ্বী ৪ বলে শূন্য রানে আউট মাঠ ছাড়েন। এরপর ৩ নম্বরে ভরসা দেওয়ার জন্য মাঠে নামেন সিদ্বেশ বীর (Siddhesh Veer)।

এই তরুণ ব্যাটসম্যান‌ও প্রথম ওভারেই মাত্র ১ টি বল খেলে শূন্য রানে ড্রেসিংরুমে ফিরে যান। বল হাতে এম.ডি. নিধিশ (MD Nidheesh) এবং নেদুমানকুঝি বেসিল (Nedumankuzhy Basil) জ্বলে উঠেছিলেন। এই বোলিং আক্রমণের সামনে অপর ওপেনার আর্শিন কুলকার্নি এবং মহারাষ্ট্রের অধিনায়ক অঙ্কিত বাওনেও (Ankit Bawne) প্রথম ইনিংসে খাতা না খুলেই মাঠ ছাড়েন। তারা ৫ রানে ৪ টি উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়।

দেখুন সেই স্কোরবোর্ড-

শূন্য রানে ড্রেসিংরুমে ফিরল অর্ধেক দল, রঞ্জি ট্রফি চলছে না ফুটবল ম্যাচ ধরতে পারবেন না !! 3
Ranji Trophy 2025 | Images: Twitter

সোশ্যাল মিডিয়া আলোচনা-

এই স্কোরবোর্ড দেখে ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়ায় একাধিক হাস্যকর মন্তব্য করছেন। ‘এটা ফুটবল ম্যাচ হচ্ছে না ক্রিকেট ম্যাচ হচ্ছে ধরতে পারবেন না’, বলেও উল্লেখ করেছেন নেটিজেনরা। তবে খারাপ পরিস্থিতির মধ্যে ব্যাট হাতে ভরসা হয়ে উঠেছেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। তিনি ‌ ইতিমধ্যেই অর্ধশতারান করে দলকে সম্মানজনক অবস্থায় ফিরিয়ে এনেছেন।

এর মধ্যেই পৃথ্বী শ’এর আবারও ব্যাটিং ব্যর্থতা সমালোচনার মুখে পড়েছে। এই প্রতিভাবান ব্যাটসম্যান সফলতার সঙ্গে ক্রিকেট জীবন শুরু করলেও একাধিক বিতর্ক এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রার মধ্যে দিয়ে গিয়ে বর্তমানে নিজের ছন্দ হারিয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। ফিটনেস নিয়েও রয়েছে একাধিক সমস্যা। এমনকি এই বছর আইপিএল নিলামে পৃথ্বীকে (Prithvi Shaw) কোনো দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেনি।

Read Also: এক সিরিজেই বদলে যাবে ভারতের অধিনায়ক, শুভমান গিল হারাবেন পদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *