IPL 2024, LSG vs PBKS: ঘরের মাঠে প্রথম জয় ছিনিয়ে নিতে প্রস্তুত লখনৌ, মেগা ম্যাচে এন্ট্রি নিচ্ছেন এই ম্যাচ উইনার !! 1

একেরপর এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকছে ক্রিকেট বিশ্ব, গতকাল আইপিএলের (IPL 2024) নবম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (RR) ও দিল্লি ক্যাপিটালস (DC)। ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখলো রাজস্থান, পরপর ম্যাচে ঘরোয়া দল জয়লাভ করলো। আপাতত পয়েন্ট তালিকার বিচারে শীর্ষস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) এবং গতকাল ম্যাচ জয়ের পর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান। আগামীকাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস (LSG) এবং পাঞ্জাব সুপার কিংস (PBKS)। দুই দলের শেষ ম্যাচের কথা বলতে গেলে, ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে ম্যাচ হেরেছে পাঞ্জাব, অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরাজিত হয়ে দশম স্থানে নেমে এসেছে রাহুলের লখনৌ। আগামীকালের ম্যাচে দুই দল মুখোমুখি হতে চলেছে, এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হয়ে থাকতে চাইবে ক্রিকেট বিশ্ব।

LSG vs PBKS, 11Th Match, IPL 2024, Pitch Report (পিচ রিপোর্ট)

Ekana Stadium
Ekana Stadium

আগামীকালের আইপিএলের (IPL 2024) ম্যাচটি ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। মূলত কালো মাটির এই উইকেটে ব্যাটসম্যানরা রানের পাহাড় তুলবেন। তবে সিমারদের জন্য এই উইকেট বেশ ভালো। খেলা গড়ানোর সাথে সাথে স্পিনাররা এই উইকেটে রাজ করতে পারে। একনা স্টেডিয়াম ভারতের একটি মাঝারি মাপের মাঠ। এখানে মূলত বাউন্ডারি গড়ে ৬২ মিটার। এখানে গড় রান ১৬৫। এই মাঠে প্রথমে ব্যাটিং করা দল ৯০ শতাংশ ম্যাচ যেতে। যদিও এখন প্রতিটি দল দ্বিতীয় ব্যাটিং করতেই পছন্দ করে। তাই টস জয়ী অধিনায়ক টসে জিতে ফিল্ডিং করতে পারেন। গত ম্যাচে স্পিনারদের এখানে রাজ করতে দেখা গিয়েছিল, আজকের ম্যাচেও স্পিনারদের কামাল দেখা যাবে বলে আশা করা যায়।

LSG vs PBKS, 11th Match, IPL 2024, Weather Report (আবহাওয়া রিপোর্ট)

একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তারপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি। ম্যাচের দিন আদ্রতা থাকবে ৩২ % , ঘন্টায় ৩ কিমি বেগে হাওয়া বইবে ও ০ % বৃষ্টি হওয়ার সম্ভনা রয়েছে কালকের মহাযুদ্ধে। আজকের ম্যাচে টস জয়ী অধিনায়ক ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে একটা জমজমাট ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

পাঞ্জাবের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টস

ওপেনার – কেএল রাহুল, কুইন্টন ডি কক

ব্যাটসম্যান – দেবদত্ত পাদিক্কাল, দীপক হুদা, নিকোলাস পুরান, আয়ুশ বাদানি

অলরাউন্ডার – মার্কস স্টয়নিস, ক্রুনাল পান্ডিয়া

বোলার – রবি বিষ্ণু, মহসিন খান, নবীন-উল হক

উইকেট কিপার – কুইন্টন ডি কক

ইমপ্যাক্ট প্লেয়ার – যশ ঠাকুর

লখনৌ সুপার জায়ান্টস

কেএল রাহুল (C), কুইন্টন ডি কক, দেবদত্ত পাদিক্কাল, দীপক হুদা, নিকোলাস পুরান, আয়ুশ বাদানি, মার্কস স্টয়নিস, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণু, মহসিন খান, নবীন-উল হক, যশ ঠাকুর।

আরও পড়ুন | IPL 2024 Points Table: দিল্লিকে পরাস্ত করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো রাজস্থান, শীর্ষে বিরাজমান CSK !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *