Top 3: আসন্ন আইপিএলে এই ৩ জন প্লেয়ারকে ধরে রেখে ভুল করলো লখনউ সুপার জায়ান্টস পস্তাতে হতে পারে ভবিষ্যতে !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

মানান ভোরা

Top 3: আসন্ন আইপিএলে এই ৩ জন প্লেয়ারকে ধরে রেখে ভুল করলো লখনউ সুপার জায়ান্টস পস্তাতে হতে পারে ভবিষ্যতে !! 2

আইপিএল ইতিহাসে ভোরার আগমন ছিল খুবই ভালো, তিনি ২০১৩ সাল থেকে খেলছেন আইপিএল, ৫৫ ম্যাচে ১০৭৩ রান বানিয়েছেন, গতবছর তিনি দলের হয়ে ১৯ রান বানিয়েছেন তিনি, তার এই পারফরমেন্সের পরও দল তাকে রিটেন করেছে এটাই ভাবার বিষয়, পরবর্তীকালে দলে তাকে দেখা যাবে কিনা সেটা ম্যানেজমেন্ট ভাববে, ভোরা কে মুক্তি করে মিনি অকশনে অন্য প্লেয়ার নিতে পারতো এলেসজি দল, তাকে রিটেন করে ভুল করলো লখনউ সুপার জায়ান্টস।

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.