আর কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। আইপিএলের মঞ্চে অত্যন্ত জনপ্রিয় দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। মোট পাঁচবার আইপিএল জয় করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে বেশ কিছু বছর ধরে পুরানো ছন্দে দেখা যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সকে। দলের প্রমুখ পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ইতিমধ্যেই চোটের সমস্যায় ভুগছেন। এর আগে ২০২৩ আইপিএলে বুমরাহকে ছাড়াই খেলতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। সূত্রের খবর এবছরের শুরুতে প্রথম চারটি ম্যাচে বুমরাহকে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স। যার বদলে চিন্তা বেড়ে গিয়েছে ভক্তদের মধ্যে।
চোটের সমস্যায় ভুগছেন বুমরাহ

এমনকি গত মৌসুমে যখন মুম্বাই ইন্ডিয়ান্সের বাকি বোলাররা চোটের সঙ্গে লড়াই করছিলেন তখন জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) উপরে বড় দায়িত্ব দিয়ে ফেলেছিল মুম্বাই টিম ম্যানেজমেন্ট। একাই সামাল দিয়েছিলেন মুম্বাইয়ের বোলিং লাইন আপ। তবে এই মৌসুমে তার প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচের অনুপস্থিতি চিন্তায় ফেলে দিয়েছে মুম্বাই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। তবে আইপিএলে আরও একটি দল আছে যে দল তাদের মুখ্য পেসারকে বুমরাহের মতন ব্যাবহার করে তাকে অকেজো করে দিয়েছে।
Read More: IPL 2025: মরসুম শুরুর আগেই বেহাল ব্রহ্মাস্ত্র, চিন্তা বাড়ছে সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে !!
গত তিন মৌসুম জুড়ে একজন পেস বোলারের উপরেই ভরসা করে চলছে লখনৌ দল। গত তিন মৌসুমে মধ্যে দুইবার প্লে অফের টিকিট কনফার্ম করেছিল দলটি, আর সেই দুই মরশুমে এই প্লেয়ারের প্রদর্শন ছিল অসাধারণ। তবে এই মৌসুমে আবার চোটের সমস্যা দেখা দিয়েছে তারকা পেসারের। লখনৌ দলের এই তারকা পেসারটি হলেন মহসিন খান (Mohsin Khan)।
মহসিন খানের একই অবস্থা করে ছাড়বে LSG

আপাতত চোটের কারণে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ভর্তি রয়েছেন তিনি। পাশাপাশি লখনৌ দলের গত তিন বছর ধরে বোলিং বিভাগের মূল দায়িত্ব সামলে এসেছেন মহসিন। বেশ দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন তিনি। তবে এবারের আইপিএল শুরুর আগে তিনিও ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করছেন। তার উপরে বাড়তি চাপ দিয়ে তার ক্যারিয়ারের বারোটা বাজাচ্ছে ফ্রাঞ্চাইজি। গত তিন মৌসুমে মহসিন লখনৌ দলের হয়ে দ্বিতীয় সফল বোলার, ২৪ ম্যাচে তুলে নিয়েছেন ২৭ উইকেট এবং ওভার পিছু দিয়েছেন ৮.৫০ রান।
আসলে, জসপ্রীত বুমরাহের মতন মহসিন খানও একজন চোট প্রবন খেলোয়াড়। আসন্ন আইপিএলে তিনি আদেও লখনৌ দলের হয়ে কটি ম্যাচে খেলার সুযোগ পাবেন তা নিয়ে রয়েছে সংশয়। অন্যদিকে, লখনৌ দলের আর এক তারকা পেসার মায়াঙ্ক যাদবকে (Mayank Yadav) গত বছর বেশ কয়েকটি ম্যাচে দুর্দান্ত বোলিং প্রদর্শন করতে দেখা গিয়েছিল। তবে এবারের আইপিএলে প্রথমার্ধে তাকে আর খেলতে দেখা যাবে না।