IPL 2025: ২০১৫ থেকে ২০২৫-টানা এক দশক আইপিএলের (IPL) প্লে-অফের টিকিট পায় নি পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। কিংস ইলেভেন পাঞ্জাব থেকে নাম বদলে পাঞ্জাব কিংস (PBKS) হয়েছে তারা। জার্সি থেকে রুপোলী মুছে দিয়ে জায়গা করে নিয়েছে সোনালী রং। কিন্তু তাতেও ভাগ্য বদলায় নি প্রীতি জিন্টাদের। ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনতে এবার মরিয়া টিম ম্যানেজমেন্ট। তাই নতুন উদ্যমে দল সাজিয়েছেন তাঁরা। কোচের আসনে বসানো হয়েছে রিকি পন্টিং-কে। নিলাম থেকে বিপুল অর্থের বিনিময়ে সই করানো হয়েছে শ্রেয়স আইয়ার, মার্কো ইয়ানসেন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসদের মত তারকাদের। আইপিএলের প্রাথমিক পর্বে কিছু সাফল্যও এসেছে। ৫ ম্যাচে খেলে ঝুলিতে ৩ জয়। কিন্তু ফুলের পাশাপাশি কাঁটার খোঁচাও খেতে হয়েছে তাদের। চোট পেয়ে কার্যত ছিটকে যাওয়ার মুখে লকি ফার্গুসন।
Read More: IPL 2025 LSG vs CSK Toss Report in Bengali: টস জিতলো চেন্নাই সুপার কিংস, মরণ-বাঁচন ম্যাচে এই খেলোয়াড়কে এন্ট্রি দিলেন MS ধোনি !!
প্রত্যাবর্তন সুখের হলো না লকি’র-

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না কিউই ফাস্ট বোলার লকি ফার্গুসনের (Lockie Ferguson)। পায়ের পাতায় চোট পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাঁর বদলি হিসেবে কাইল জেমিসন যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ড শিবিরে। প্রায় এক মাস বাইরে থাকার পর মাঠে ফিরেছিলেন লকি (Lockie Ferguson)। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন আইপিএল’কে (IPL)। ৩ ম্যাচে ৫ উইকেট’ও তুলে নিয়েছিলেন পাঞ্জাবের জার্সিতে। কিন্তু ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টেও সম্পূর্ণ মরসুম আর খেলা হলো না তাঁর। গত শনিবার উপ্পলে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন বাম পায়ের পেশীতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিলো লকি’কে। মাত্র ২ বল করতে পেরেছিলেন তিনি। টুর্নামেন্টের বাকি অংশে কিউই পেসারের খেলার সম্ভাবনা ক্ষীণ, আজ জানিয়েছিলেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ জেমস হোপস।
আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের (PBKS)। তার আগে আজ সাংবাদিকদের সহকারী কোচ জেমস হোপস জানান, “(লকি) ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য বাইরে চলে গিয়েছে। ওকে এই প্রতিযোগিতায় ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমার মনে হয় ও বেশ গুরুতর চোটই পেয়েছে।” ফার্গুসনের (Lockie Ferguson) চোট সম্পর্কে এখনও সরকারী ভাবে কোনো বিবৃতি জারি করে নি ফ্র্যাঞ্চাইজি। তবে তাঁকে বাদ দিয়েই যে বাকি মরসুমের পরিকল্পনা সাজাতে হবে তা এক প্রকার স্পষ্ট হোপসের (James Hopes) মন্তব্যেই। ৩৩ বর্ষীয় তারকা যদি টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে যান, সেক্ষেত্রে বাধ্য হয়েই বিকল্প খুঁজতে হবে প্রীতি জিন্টাদের। স্কোয়াডে রয়েছেন জেভিয়ার বার্টলেট, আজমাতুল্লাহ ওমরজাই’রা। তাঁদের মধ্যে থেকেই কাউকে সুযোগ দেওয়া হতে পারে আগামী ম্যাচগুলিতে।
চাহালকে নিয়ে চিন্তায় পাঞ্জাব শিবির-

আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে টানা সাফল্য পেয়েছেন তিনি। ২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে জিতেছেন পার্পল ক্যাপ’ও। এবার তাই জেড্ডার মেগা নিলামে তাঁর জন্য ১৮ কোটি টাকা খরচ করেছিলো পাঞ্জাব কিংস থিঙ্কট্যাঙ্ক। কিন্তু নতুন । জার্সিতে এখনও চেনা ছন্দে পাওয়া যায় নি হরিয়ানার লেগস্পিনারকে। তিনি ৫ ম্যাচে ৮৩.৫০ গড় ও ১১.১৩ ইকোনমি রেটে নিয়েছেন মাত্র ২ উইকেট। চাহালের (Yuzvendra Chahal) পারফর্ম্যান্স যে টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা স্বীকার করে নিয়েছেন হোপস। জানান, “আমাদের চাহালকে ম্যাচের মধ্যে আরও বেশী নিয়োজিত করতে হবে। ওর খেলাটা ধরতে সমস্যা হচ্ছে এই মুহূর্তে। আইপিএল জিততে হলে ওকে আমাদের প্রয়োজন। ওকে ছন্দে ফেরাতে আমাদের হাতে দেড় মাস রয়েছে আরও।”