তিন সপ্তাহ সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৫ (IPL 2025) এর মঞ্চে। আপাতত প্রতিটি দলের লড়াই বেশ জমে উঠেছে। পয়েন্ট তালিকায় শীর্ষস্থান বজায় রেখেছে গুজরাত টাইটান্স (GT)। ৬ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচে জয় পেয়েছে গুজরাত এবং তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। গতদিন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে শেষ ম্যাচটি পরাস্ত হয়ে দিল্লি দ্বিতীয় স্থানে নেমে এসেছে। তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এর কথা বলতে গেলে আজকের ম্যাচে তারা পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে। ইতিমধ্যে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে পাঞ্জাব এবং ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে ক্রিকেট ভক্তরা।
চোট পেলেন পাঞ্জাবের তারকা ক্রিকেটার

তবে আজ আইপিএল ২০২৫’এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ট্রফি জয়ের স্বপ্ন ভাঙলো তারকা ক্রিকেটারের। আসলে, চলতি আইপিএলে বেশ কয়েক জন খেলোয়াড়কে চোটের কারণে খেলতে দেখা যাচ্ছে না। এবার চোট পেলেন পাঞ্জাব কিংস দলের তারকা পেসার। আগে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে বেশ কয়েক বছর খেলে এসেছেন। সেই তারকা খেলোয়াড়টি হলেন লকি ফারগুসনের (Lockie Ferguson)। এবারের আইপিএলে লকি ফার্গুসন ২ কোটিতে পাঞ্জাব দলে শামিল হয়েছিলেন। এবারের আইপিএলের মঞ্চে ফার্গুসন বেশ ভালো ছন্দ খুঁজে পেয়েছিলেন। এবারের আইপিএলে লকি ৪ ম্যাচে ওভার পিছু ৯.১৮ রান দিয়ে মোট ৫ উইকেট পেয়েছেন। লকি ফার্গুসন আইপিএল ২০২৫’এর আগেও চোট পেয়েছিলেন, যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে বাদও পড়তে হয়েছিল তাকে।
Read More: IPL 2025: দম ফুরিয়েছে ‘বুড়ো ঘোড়া’ রাসেলের, পাঞ্জাব বধে নাইটদের হাতিয়ান এই বিধ্বংসী ক্রিকেটার !!
ছিটকে গেলেন লকি ফার্গুসন

লকি ফার্গুসনের বদলি হিসাবে এখনও পর্যন্ত অন্য কোনো তারকাকে দলে শামিল করেনি পাঞ্জাব কিংস। আইপিএলের মঞ্চে অবিকৃত থাকা খেলোয়াড়রা পাঞ্জাব কিংসের তারকা পেশার লকি ফার্গুসনকে বদল করাতে পারে। পাঞ্জাব কিংসের কথা বলতে গেলে এবারের আইপিএলে পাঞ্জাব দল তাদের গত ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলেছিল, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পাহাড় সমান রান বানিয়েছিল পাঞ্জাব। তবে তাড়া করতে এসে সেই রান তুলেও ফেলেছিল সানরাইজার্স। আর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের পর চোট পেয়েছিলেন লকি ফার্গুসন। লকি ফারগুসনেরর বদলে আজ আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমারযাই একাদশে জায়গা পাবেন।