সদ্য সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ সিজিন (IPL 2024)। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়ে উঠল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি মৌসুমে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে কলকাতা। তাদের পারফরম্যান্সের এই দৌলতেই ট্রফি জয় সম্ভব হয়েছে। তবে চলতি আইপিএলে আবার একবার হতাশ জনক প্রদর্শন দেখালো বলিউড অভিনেত্রী প্রীতি জিনটার (Preity Zinta) দল।
টানা ১০ বার প্লে-অফের বাইরে পাঞ্জাব কিংস
পাঞ্জাব কিংস এই নিয়ে টানা ১০ বছর আইপিএলের মঞ্চে কোয়ালিফাই করতে ব্যর্থ হল পাঞ্জাব দলটি। চলতি মৌসুমে ১৪ টি ম্যাচে পাঁচটি ম্যাচে জয় সুনিশ্চিত করেছে পাঞ্জাব কিংস, তবে বাঁকি ম্যাচগুলিতে তাদেরকে পরাজয়ের মুখোমুখি হয়ে পয়েন্ট তালিকায় নবম স্থানে লিগ ম্যাচ সমাপ্ত করতে হয়েছিল। আসন্ন আইপিএলে পাঞ্জাব কিংসের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আইপিএল ইতিহাসে কেবলমাত্র দুইবার দলটি প্লে-অফের জন্য কোয়ালিফাই করেছে।
টানা ১০ বার প্লেঅফের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় আসন্ন আইপিএলের (IPL 2025) বড় সিদ্ধান্ত নিতে চলেছেন প্রীতি জিনটা। চলতি আইপিএলে পাঞ্জাব দলকে নেতৃত্ব দিয়েছেন তিনজন তারকা। দলের মূল ক্যাপ্টেন ছিলেন শিখর ধাওয়ান (Sikhar Dhawan) তবে গুটিকয়েক ম্যাচ পরেই চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যেতে হয় ধাওয়ানকে। তাছাড়া দলের বাকি দুই ক্যাপ্টেন হিসেবে দেখা গিয়েছে স্যাম কারান (Sam Curran) ও জিতেশ শর্মাকে (Jitesh Sharma)।
Read More:
গুটিকয়েক পারফর্মারদের উপর ভিত্তি করেই ম্যাচ জিতেছে পাঞ্জাব
এবারের আইপিএলে পাঞ্জাবের হয়ে সর্বাধিক ১৪ ম্যাচে ১৬৪.৬৫ স্ট্রাইক রেটে ৩৫৪ রান বানিয়েছেন শশাঙ্ক সিং (Shashank Singh)। নিলামের সময় তাকে নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি তবে এই মরশুমে পাঞ্জাবের জার্সিতে সর্বাধিক রান এসেছে তার ব্যাট থেকেই। দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রানটি এসেছে ওপেনার প্রভ শিমরণ সিংয়ের (Pravsimran Singh) ব্যাট থেকে, তার ব্যাট থেকে ১৪ ম্যাচে এসেছে মোট ৩৩৪ রান। এই দুই ব্যাটসম্যান ছাড়া পাঞ্জাব দলের কোনো ব্যাটসম্যান ৩০০’র গন্ডি টপকাতে সক্ষম হননি। দলের হয়ে ২৯৮ রান এসেছে জনি বেয়ারিস্টোর ব্যাট থেকে।
বোলারদের কথা বলতে গেলে, পাঞ্জাব দলের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল (Harshal Patel) এবারের আইপিএলে হার্শাল জিতেছেন পার্পেল ক্যাপ। দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক ১৯ উইকেট পেয়েছেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)। বেশ কয়েক বছর ধরেই তিনি বেশ দারুন পারফরমেন্স করে আসছেন দলের হয়ে, পাঞ্জাব দলের হয়ে তৃতীয় সর্বাধিক উইকেট নিয়েছেন স্যাম কারান (Sam Curran)। তিনি ১৬ উইকেট নিয়েছেন এই সিজিনে। পাঞ্জাব দল এবারের আইপিএলে গুটিকয়েক প্লেয়ারের উপরেই নির্ভর করে তাদের অভিযান শেষ করেছে তবে এবারের আইপিএলে প্রত্যাশা থাকা সত্ত্বেও বেশ কয়েকজন প্লেয়ারের থেকে আশানুরূপ পারফরমেন্স দেখা যায়নি।
একাধিক প্লেয়ার আশানুরূপ প্রদর্শন দেখাতে ব্যার্থ হয়েছেন
জানা গিয়েছে আসন্ন আইপিএলের জন্য কেবলমাত্র ৩ প্লেয়ারকে রিটেন করা যাবে এবং ১ প্লেয়ারকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যেতে পারে। তাই পাঞ্জাব দলে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। প্রথমেই দলের ক্যাপ্টেন শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) ছেড়ে দেবেন প্রীতি। তার অধিনায়কত্বে কোনো লাভ হয়নি পাঞ্জাবের এমনকি তার বয়সও বেড়েই চলেছে তিনি আর এই ফরম্যাটে নিজেকে মানিয়ে নিতে পারবেন না। ধাওয়ানের পাশাপশি দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা (Kagiso Rabada) এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এবং তিনি এই মরশুমে ১১ ম্যাচ খেলেছেন তিনি এবং নিয়েছিলেন ১১টি উইকেট পাশাপশি ওভার পিছু ৮.৮৬ রান দিয়েছেন ওভার পিছু। তার এই হতাশ জনক পারফরমেন্সের পর তার উপর আশা হারিয়েছে পাঞ্জাব ম্যানেজমেন্ট।
পাঞ্জাব দলে এবারের সবথেকে ফ্লপ পারফর্মার ছিলেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। তিনি ৭ ম্যাচে ২২.২০ গড়ে ও ১৪২.৩১ স্ট্রাইক রেটে ১১১ রান বানিয়েছিলেন ও ৩টি উইকেট নিয়েছিলেন। ১১.৫০ কোটি টাকা দিয়ে তাকে আর ধরে রাখবে না পাঁজব। তালিকায় নাম জড়িয়েছে জিতেশ শর্মারও (Jitesh Sharma)। তিনি বানিয়েছেন ১৪ ম্যাচে মাত্র ১৮৭ রান। জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে (Sikandar Raza) এবারের আইপিএলে ২ ম্যাচ খেলতে দেখা গিয়েছে তবে তিনি ৪২ রান বানাতেই সক্ষম হয়েছেন এবং বল হাতেও হয়েছিলেন ব্যার্থ। দলের স্পিনার রাহুল চাহার কেবলমাত্র ১০ উইকেট নিতেই সক্ষম হয়েছেন।
এবারের আইপিএলে নিলাম টেবিলে রিলে রুশোকে দলে টানার জন্য কোটি টাকার বৃষ্টি করে পাঞ্জাব কিংস। তবে তার ব্যাট থেকে এবছর এসেছে ৮ ম্যাচে ২১১ রান। বিদেশি প্লেয়ারদের মধ্যে একাধিক পারফর্মার তাদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। আসন্ন আইপিএলের আগেই বড় পরিবর্তন করতে চলেছে প্রীতি জিন্টার দলটি।