Rishabh Pant: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছুটছে টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া। দুবাইয়ের মাঠে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছিলো রোহিত শর্মা’র দল। এরপর তারা ধরাশায়ী করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। বিরাট কোহলির শতকের সৌজন্যে ৬ উইকেটের ব্যবধানে আসে জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিউইদের হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ ক্যাঙারুবাহিনীর আগে মাসখানেক আগেই বর্ডার-গাওস্কর ট্রফি খুইয়েছিলো টিম ইন্ডিয়া। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষতও ছিলো টাটকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৪ উইকেটের ব্যবধানে জিতে ‘বদলা’ সম্পূর্ণ করলো ভারত। ফাইনালে প্রতিপক্ষ আবার নিউজিল্যান্ড। ট্রফি জয়ের যুদ্ধে একাদশ নিয়ে বড়সড় পরিকল্পনা না করারই ইঙ্গিত দিলেন কোচ গম্ভীর। অর্থাৎ আবারও রিজার্ভ বেঞ্চেই থাকতে হবে ঋষভ পন্থকে (Rishabh Pant)।
Read More: CT 2025 IND vs NZ: নিউজিল্যান্ডকে চমকে দেওয়ার স্ট্র্যাটেজি তৈরি গম্ভীরের, ফাইনালের জন্য প্রস্তুত রাখছেন মানসপুত্রকে !!
রাহুল’ প্রথম পছন্দ, সাফ জানালেন গম্ভীর-
কে এল রাহুল নাকি ঋষভ পন্থ (Rishabh Pant), পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে উইকেটরক্ষক হিসেবে আদর্শ কে? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো ক্রিকেটমহলের অলিন্দে। ২০২৩-এর বিশ্বকাপ ও এশিয়া কাপের পারফর্ম্যান্সের ভিত্তিতে অনেকেই চাইছিলেন রাহুল’কে। অন্যেরা অবশ্য সওয়াল করেছিলেন পন্থের (Rishabh Pant) ‘এক্স-ফ্যাক্টর’-এর পক্ষে। টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের মনে অবশ্য এই বিষয়ে কোনো দ্বিধা নেই। ইংল্যান্ড সিরিজের প্রত্যেকটি ম্যাচে কে এল রাহুলকে খেলিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখনও অবধি চারটি ম্যাচেরই প্রথম একাদশে ছিলেন কর্ণাটকের তারকা। অদূর ভবিষ্যতেও যে তিনি দস্তানা হাতে কে এল রাহুলকেই মাঠে নামানোর পক্ষপাতী তা সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। তাঁর ব্যাটিং দক্ষতা দল’কে যে বাড়তি সুবিধা এনে দেয় তার কোনো বিকল্প এই মুহূর্তে নেই, সাফ জানিয়েছেন তিনি।
“আমি সমালোচনার পরোয়া করি না। নিজের কাজের প্রতি আমি সৎ। ১৪০ কোটি ভারতবাসী’র প্রতি আমি সৎ। ওয়ান ডে’তে কে এল-এর গড় ৫০। কে কি বললো তাতে কিছু এসে যায় না আমার। কে কোথায় ব্যাটিং করবে তা নিয়ে কোনো আলোচনা হয় নি। শুধু কার প্রভাব কতটা হতে পারে তা নিয়ে ভাবিত আমি। ছয় নম্বরে (ভারতের ব্যাটিং-কে) রাহুল যথেষ্ট গভীরতা প্রদান করে,” চাঁচাছোলা ভাষায় বলেছেন গম্ভীর। কোচ তাঁকে লোয়ার অর্ডারে ঠেললেও আদতে টপ-অর্ডারে খেলাই পছন্দ করেন তিনি, স্বীকার করেছেন কে এল রাহুল। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “হ্যাঁ আমি উপরের দিকে খেলতে ভালোবাসি। মিথ্যে বলবো না। অস্ট্রেলিয়াতে লাল বলের ফর্ম্যাট ওপেন করার পর এখানে নীচের দিকে নেমে একটু আলাদা তো লাগছেই। কিন্তু শেষ চার-পাঁচ বছরে এভাবেই আমি সাদা-বলের ক্রিকেট খেলছি।”
টি-২০তে জায়গা পাকা সঞ্জু’র-

কুড়ি-বিশের খেলায় প্রতিভার প্রতি সুবিচার করতে পারেন নি ঋষভ পন্থ (Rishabh Pant)। ৭৬ ম্যাচে ২৩.২৫ গড়ে করেছেন কেবল ১২০৯ রান। অর্ধশতকের সংখ্যা মাত্র তিন। গম্ভীর দায়িত্ব পাওয়ার পর সরিয়ে দিয়েছেন তাঁকে। ওয়ান ডে’তে রাহুলের কাছে জায়গা হারিয়েছেন ঋষভ পন্থ। টি-২০তে তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কেরলের তারকা ২০১৫ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন থিতু হতে পারেন নি টিম ইন্ডিয়ার অন্দরে। গম্ভীর কোচের হটসিটে বসার পর নিয়মিত সুযোগ দিয়েছেন তাঁকে। কোচের আস্থার দামও দিয়েছেন সঞ্জু। বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁর ব্যাট থেকে এসেছে জোড়া শতক। অন্তত ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ অবধি সঞ্জুকেই প্রথম পছন্দ হিসেবে রাখা হবে বলে মত বিশেষজ্ঞদের। ফলে দরজা বন্ধই থাকবে ঋষভের (Rishabh Pant) জন্য।