চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দল এখনও অবধি দুই ম্যাচের দুটিতেই জিতেছে ভারতীয় দল। দলের সাফল্যের পরিবর্তে মুখ্য আলোচনার বিষয় হয়ে উঠেছে কে এল রাহুলের ফর্ম। দীর্ঘ কয়েক মাস ধরে রানের দেখা নেই তাঁর ব্যাটে। টেস্ট ক্রিকেটে শেষবার অর্ধশতরানের গন্ডি পেরিয়েছিলেন গত বছরের তেসরা জানুয়ারি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ইনিংসের পর থেকে বারো মাসের বেশী সময় কেটে গেলেও উল্লেখযোগ্য কোনো ইনিংস দেখা যায় নি কর্ণাটকের ওপেনারের থেকে। গত দশটি ইনিংসে রাহুলের (KL Rahul) সংগ্রহ মোট ১২৫ রান। ব্যাটিং গড় ১২.৫০। গত বছরের শেষটা বাংলাদেশের মাটিতে ব্যর্থতার সাথে করেছিলেন তিনি। দুই টেস্টের চার ইনিংসে করেছিলেন ২২,২৩,১০ এবং ২। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও বাইশ গইজে সাবলীল লাগে নি তাঁকে। নাগপুরে করেছিলেন ২০। আর দিল্লীতে দুই ইনিংসে করলেন যথাক্রমে ১৭ আর ১। কেবল টেস্ট নয়, ক্রিকেটের বাকি দুই ফর্ম্যাটেও রানের মধ্যে নেই রাহুল। টি-২০ বিশ্বকাপ, বাংলাদেশ সফর হোক বা দেশের মাঠে শ্রীলঙ্কা সিরিজ, সাদা বলের খেলাতেও ভরসা দিতে পারেন নি তিনি। লাগাতার ব্যর্থতার পরেও কোন জাদুমন্ত্রে ভারতের জার্সি গায়ে চাপিয়ে চলেছেন রাহুল (KL Rahul)? প্রশ্ন উঠছে প্রত্যেক দিন। প্রশ্ন উঠছে তাঁর যোগ্যতা নিয়েও। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেট বিশেষজ্ঞ সকলের নিশানার তীর দিকেই। ক্রমাগত সমালোচনায় বিদ্ধ রাহুলের পাশে দাঁড়ালেন হরভজন সিং (Harbhajan Singh)। সমালোচনা নয়, বরং সহানুভূতির হাত বাড়ালেন অনুজের দিকে।
রাহুল বিদায় রব উঠেছে সারা দেশে-

ফর্ম সমস্যা নিয়ে যুঝতে থাকা কে এল রাহুল’কে ভারতীয় দল থেকে এক্ষুণি সরানো হোক। এমনটাই মত দেশের ক্রিকেটজনতার। প্রতিটি ম্যাচ শুরুর আগে দলের প্রথম একাদশে তাঁকে দেখামাত্র’ই ঝড় উঠছে সোশ্যাল মিডিয়ায়। কিসের ভিত্তিতে খেলছেন রাহুল? এত সুযোগ পেয়েও ব্যর্থ হলে দায় কার? কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করছেন নেটিজেনেরা। তাঁরা পাশে পাচ্ছে বেঙ্কটেশ প্রসাদ, কপিল দেবদের মত প্রাক্তনীদেরও। কিছুদিন আগে লম্বা একটি ট্যুইটার থ্রেডে কে এল্ রাহুল’কে রীতিমত তুলোধোনা করেছিলেন প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ। তিনি জানিয়েছিলেন রাহুলের ‘মেন ইন ব্লু’র প্রতিনিধিত্ব করা কেবলমাত্র ‘পক্ষপাতিত্ব’ বই আর কিচ্ছু নয়। এছাড়াও তিনি মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), শিখর ধাওয়ানদের (Shikhar Agarwal) মত ক্রিকেটারদের পরিসংখ্যান তুলে ধরে দেখিয়েছিলেন যে রাহুলের থেকে ঢের ভালো পারফর্ম্যান্স করেও দলে জায়গা হচ্ছে না তাঁদের। এমনকি শুভমান গিল, সরফরাজ খানদের মত তরুণ প্রতিভাদের জায়গা হচ্ছে না রাহুল দলে নিজের স্থান ধরে রাখাতেও। সেদিকেও ইঙ্গিত ছিলো প্রসাদের। পায় একই কথা শোনা গিয়েছিলো ১৯৮৩’র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) মুখে। রাহুল’কে (KL Rahul) সরিয়ে দেওয়া হবে না কেনো? প্রশ্ন তোলেন তিনি। বলেন টিম কম্বিনেশনের সাথে যাচ্ছেন না রাহুল। দেশ জুড়ে সমালোচনা চললেও ভারতীয় দল এবং ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই যে রাহুলের (KL Rahul) পাশে রয়েছে তা বোঝা গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন তিনি। পাশাপাশি রয়েছেন একদিনের সিরিজের স্কোয়াডেও।
কঠিন সময়ে পাশে দাঁড়ালেন হরভজন-

একজন ক্রীড়াবিদের জীবন অনিশ্চয়তায় ভরা। আজকের সাফল্য আগামীকালই বদলে যেতে পারে ব্যর্থতায়। আজকের আনন্দ আগামীকালই পর্যবসিত হতে পারে হতাশায়। কিংবন্দন্তী অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) খুব ভালো করেই জানেন এই কথা। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এক দশকেরও বেশী সময়। জানেন কি পরিমাণে চাপ সামলাতে হয় একজন ক্রিকেটারকে। আর জানেন বলেন সমালোচনা করার চেনা ছক থেকে সরে এসে পাশে থাকার বার্তা দিচ্ছেন তিনি। কেরিয়ারে ওঠানামা থাকা খুব স্বাভাবিক। রাহুল’কে (KL Rahul) মুছে না ফেলে বরং লাগাতার সমালোচনা থেকে একটু মুক্তি দেওয়া হোক। এমনই অনুরোধ জানিয়েছেন ‘ভাজ্জি।’ নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে তিনি বলেছেন, “আমরা কি কে এল রাহুল’কে একটু রেহাই দিতে পারি বন্ধুরা? ও তো কোনো অপরাধ করে নি। ও এখনও একজন দুর্দান্ত খেলোয়াড়ই রয়েছে। দারুণ ভাবেই ফিরে আসবে। আন্তর্জাতিক ক্রিকেটে সকলেই এমন সময়ের মধ্যে দিয়ে যায়। ও প্রথমজন নয়, শেষজনও জনও নয়। ও যে আমাদের একজন, সেই সত্যিটাকে সন্মান জানান এবং ভরসা রাখুন।” ছন্দে ফিরতে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতেও পরামর্শ দিয়েছেন হরভজন (Harbhajan Singh)। পাশে থাকার বার্তা দিয়েছেন দীনেশ কার্তিকও (Dinesh Karthik)। দলে থাকলেও ফর্মে না রাহুল’কে আগামী ইন্দৌর টেস্টের প্রথম একাদশে হয়ত রাখবে না ‘টিম ইন্ডিয়া।’ ফেরানো হতে পারে শুভমান গিল’কে (Shubman Gill)।
হরভজন সিং-এর ট্যুইট’টি দেখে নিন-
Can we leave @klrahul alone guys ? He hasn’t done any crime.He is still a top player. He will come back strong.we all go thru such patches in international cricket.he is not the first one and last one. so please respect the fact that he is our own 🇮🇳 player and have faith 🙏
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 21, 2023