মোহাম্মদ শাহজাদ
আফগানিস্তান উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ বিশ্ব ক্রিকেটে আড়োলন ফেলেছিলেন কঠিন ভারতীয় বোলিং লাইনের বিরুদ্ধে সেঞ্চুরি করে। ৩৩বছর বয়সী এই ক্রিকেটারের অলসতার কারণ হলো তার ফিটনেস যার জন্য তিনি যেমন ভালোভাবে দৌড়াতে পারেননা ঠিক তেমনি উইকেটের পেছনেও সাবলীল নন। তার এই অলসতার জন্য তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন।