IRE vs IND: নেই রাহুল দ্রাবিড়, দায়িত্ব নিতে সাফ মানা VVS লক্ষণের, আয়ারল্যান্ড সিরিজে সমস্যায় টিম ইন্ডিয়া !! 1

IRE vs IND: ভারতীয় দল বর্তমানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মায়ামির ফোর্ট লডারডেলের ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ এবং পঞ্চম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। লম্বা সফরের একদম শেষ ল্যাপে এসে পৌঁছেছে দল। টেস্ট, একদিনের সিরিজ খেলা হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই। এরপর মায়ামি পর্ব শেষে সফরে ইতি টানবে ‘মেন ইন ব্লু।’ দলনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব’রা (Suryakumar Yadav) এরপর সরাসরি দেশে ফিরলেও তিলক বর্মা, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়রা সোজা উড়ে যাবেন আয়ারল্যান্ডে। আগামী ১৮, ২০ এবং ২৩ অগস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ খেলবে ভারত। তিনটি ম্যাচই হবে ডাবলিনে।

৩০ অগস্ট থেকে রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023)। ভারতের প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। এই মেগা টুর্নামেন্টের আগে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে কোচ রাহুল দ্রাবিড়কেও (Rahul Dravid)। হার্দিক, সূর্যদের সঙ্গে সরাসরি দেশে ফিরবেন তিনিও। নিভৃতে এশিয়া কাপের স্ট্র্যাটেজি নির্ধারণের কাজ সারবেন দ্রাবিড়। তাঁর অবর্তমানে আয়ারল্যান্ড সফরে কে হবেন ভারতীয় কোচ সেই প্রশ্নের জবাব খুঁজছিলো দেশের ক্রিকেটমহল। ভাসছিলো ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) নাম। কিন্তু অন্য পন্থা নিচ্ছে বিসিসিআই। লক্ষ্মণ থাকছেন না ডাবলিনের বিমানে।

Read More: নেতৃত্ব হারানোর ফলে ক্ষুব্ধ নীতিশ রানা, আগামী মরসুমে ছাড়তে চলেছেন দল !!

যাচ্ছেন না লক্ষ্মণ, দায়িত্বে বাহুতুলে-

VVS Laxman | Team India | Image: Getty Images
VVS Laxman | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আয়ারল্যান্ডে কোনো সিনিয়র ক্রিকেটারকে পাঠাচ্ছে না টিম ইন্ডিয়া (Team India)। ব্যতিক্রম কেবল জসপ্রীত বুমরাহ। এক বছর চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে বল হাতে রান-আপে দেখা যাবে বুমরাহকে (Jasprit Bumrah)। আয়ারল্যান্ড সফরে দলের অধিনায়ক হিসেবে যাচ্ছেন তিনি। এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে বুমরাহ’র প্রত্যাবর্তন গুরুত্ব বাড়িয়েছে এই সিরিজের। যেহেতু হ্যারি টেক্টর, জশুয়া লিটলদের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), সেহেতু মনে করা হয়েছিলো দলের প্রশিক্ষক হিসেবে আয়ারল্যান্ডে যাবেন ভিভিএস লক্ষ্মণ। গত বছরও আয়ারল্যান্ড সফরে লক্ষ্মণ’ই (VVS Laxman) কোচ ছিলেন ‘মেন ইন ব্লু’র। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু ক্রিকবাজ সূত্রে জানা যাচ্ছে ডাগ আউটে দেখা যাবে না তাঁকে।

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান লক্ষ্মণ (VVS LAxman) কোচ হিসেবে যে আয়ারল্যান্ড যাচ্ছেন না তা নিশ্চিত। তাহলে প্রশিক্ষকের পদে থাকবেন কে? এই প্রশ্ন জমা হয়েছিলো টিম ইন্ডিয়ার সমর্থকদের মনে। পাওয়া গেছে তার উত্তর’ও। শোনা যাচ্ছে সীতাংশু কোটাক (Sitanshu Kotak), সাইরাজ বাহুতুলের (Sairaj Bahutule) মত কয়েকজন অভিজ্ঞ কোচ থাকবেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফের অংশ হিসেবে। ‘মেন ইন ব্লু’ দুই ভাগে বিভক্ত হয়ে পৌঁছবে আয়ারল্যান্ডে। ওয়েস্ট ইন্ডিজ সফরকারী দলের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে সরাসরি আসবেন আয়ারল্যান্ডে। আর রিঙ্কু সিং (Rinku Singh), জসপ্রীত বুমরাহ-সহ বাকি’রা ভারত থেকে উড়ে যাবেন টি-২০ সিরিজ খেলার উদ্দেশ্যে।

আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দল-

Indian Cricket Team | Team India | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।

IRE vs IND সিরিজের ক্রীড়াসূচি-

   ম্যাচ     তারিখ        ভেন্যু
প্রথম টি-২০ ১৮/০৮/২০২৩ দ্য ভিলেজ, ডাবলিন
দ্বিতীয় টি-২০ ২০/০৮/২০২৩ দ্য ভিলেজ, ডাবলিন
তৃতীয় টি-২০ ২৩/০৮/২০২৩ দ্য ভিলেজ, ডাবলিন

Also Read: WI vs IND, Weather & Pitch Report: ভারত-উইন্ডিজ চতুর্থ ম্যাচে বৃষ্টি কি হানা দেবে? পিচ কেমন ব্যবহার করবে? জেনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *