‘ক্যাপ্টেন কুল’-এর ট্রেডমার্ক পাচ্ছেন না MS ধোনি, প্রবল আপত্তি আইনজীবীর !! 1

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সোমবার ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি তাঁর ৪৫তম জন্মদিন উদযাপন করেছেন। ভক্তদের কাছে মাহি ও ক্যাপ্টেন কুল নামে বেশ পরিচিত মহেন্দ্র সিং ধোনি। ভক্তদের দেওয়া ‘ক্যাপ্টেন কুল’ ডাকটি ‘ট্রেডমার্ক’ করাতে চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনির এই আর্জি নাকচ করে দিয়েছে উপরমহল থেকে। ধোনিকে ‘ক্যাপ্টেন কুল’ শব্দের ট্রেডমার্ক দেওয়ার তীব্র বিরোধিতা করল আইনি পরামর্শদাতা সংস্থা ক্যানালিসিস অ্যাটোর্নিস অফ ল’।

সংস্থার দাবি, এমএস ধোনি ঠিক যে যে কারণের জন্য ‘ক্যাপ্টেন কুল’ শব্দটি ট্রেডমার্ক করাতে চাইছেন সেইসব যুক্তিগুলো ভিত্তিহীন। সম্প্রতি কলকাতার ট্রেডমার্কস রেজিস্ট্রি ধোনির আবেদন গ্রহণ করে ‘ক্যাপ্টেন কুল’ শব্দবন্ধটিকে তাদের অফিসিয়াল জার্নালে প্রকাশ করে। নিয়ম অনুযায়ী, জার্নালে প্রকাশ পাওয়ার পরবর্তী চার মাস অর্থাৎ ১২০ দিনের মধ্যে সেটা নিয়ে আপত্তি জানাতে হয়। আর ক্যানালিসিস অ্যাটোর্নিস অফ ল’ এই নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি জানিয়েছিল। এই সংস্থার পক্ষ থেকে আহনজীবী নীলাংশু শেখর ধোনির এই ট্রেডমার্ক আইনবিরুদ্ধ বলে দাবি জানিয়েছেন।

Read More: MS Dhoni: “ঐ ##&*#* আজ জন্মদিন নাকি…” ধোনি’কে গালিগালাজ যোগরাজ সিং-এর, পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

’ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্ক নিয়ে চলছে বিবাদ

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

মন্তব্য করে নীলাংশু শেখর জানিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’ – শব্দটি শুধুমাত্র এমএস ধোনিকে (MS Dhoni) নিয়ে তৈরি হয়েছে এমনটা নয়। ক্রীড়া জগতে এমন অনেক খেলোয়াড় বা অধিনায়কদের দেখা গিয়েছে তাদের ‘ক্যাপ্টেন কুল’ বলেও সম্মধন করা হতো। তাছাড়া, এই বিশেষণটির কোনও নির্দিষ্ট উৎস নেই, এটি একটি জেনেরিক শব্দবন্ধ। এমনকি, এই একই ধরণের জিনিস ট্রেডমার্ক হয়ে আছে বলে জানিয়েছেন তিনি। তাই বিভ্রান্তি তৈরি হতে পারে।

তিনি আরও জানিয়েছেন যে, ট্রেড মার্কস রেজিস্ট্রি ধোনির আবেদন প্রকাশ করে পদ্ধতিগত ভুল করেছে। কেবলমাত্র জনপ্রিয়তার কারণেই কোনো সাধারণ শব্দ বন্ধনকে ব্যাক্তিগত সম্পত্তি হিসাবে ঘোষণা করা আইনের বিরোধী। যদিও, চুপ নেই এমএস ধোনির আইনজীবীও। তিনিও পাল্টা যুক্তি খাড়া করেছে এবং জানিয়েছেন যে, সমর্থকরা ও সংবাদমাধ্যমে বহুদিন ধরেই ধোনিকে এই নামে ডেকে আসা হচ্ছে এবং এই ট্রেডমার্কটি শুধুমাত্র খেলা ও বিনোদনের দুনিয়াতেই ব্যাবহার করা হবে বলে জানিয়েছেন তাই এতে বিভ্রান্তির কোনো প্রশ্নই ওঠে না।

Read Also: ⁩৬,৬,৬,৬,৬,৬,৬… ৩০টি চার ও ২৯টি ছক্কায় ৩৫৫ রানের ইনিংস খেলে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *