last-asia-cup-for-surya-sanju-and-dube

বহু টালবাহানার পর অবশেষে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে বসতে চলেছে টুর্নামেন্টের আসর। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত রয়েছে গ্রুপ-এ’তে। ১০ তারিখ অভিযান শুরু করতে চলেছে তারা। প্রথম গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহী। দ্বিতীয় ম্যাচ রয়েছে ১৪ তারিখ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু।’ পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাইশ গজে সম্মুখসমরে দুই দল। স্ফূলিঙ্গ প্রত্যাশা করছে ক্রিকেটমহল। ১৯ তারিখ শেষ গ্রুপ ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। আবু ধাবিতে ওমানের মুখোমুখি হবে তারা। আফগানিস্তান, পাকিস্তানের মত দেশ স্কোয়াড ঘোষণা করে দিলেও এখনও সেই পথে হাঁটে নি ভারত। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে বৈঠকে বসবে নির্বাচক কমিটি।

Read More: “ধোনি ছেঁটে ফেলেছিলো, কিন্তু শচীন…” ‘ক্যাপ্টেন কুল’-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বীরেন্দ্র শেহবাগের !!

সূর্য-সঞ্জুদের এটাই শেষ এশিয়া কাপ-

Suryakumar Yadav | Asia Cup | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

গত জুন মাসের ২৫ তারিখ জার্মানির মিউনিখে তলপেটের ডানদিকে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। এশিয়া কাপের (Asia Cup) আগে সেরে উঠতে পারবেন কিনা সংশয় ছিলো। কিন্তু মিলেছে স্বস্তির খবর। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁর। ইতিমধ্যে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন টুর্নামেন্টে ভারতের অধিনায়কত্ব করবেন তিনিই। তবে হয়ত এটাই শেষ এশিয়া কাপ হতে চলেছে তাঁর। সাধারণত পরবর্তী আইসিসি টুর্নামেন্টের কথা মাথায় রেখে প্রতিযোগিতা আয়োজন করে এসিসি। যেহেতু ২০২৬-এ টি-২০ বিশ্বকাপ রয়েছে, সেহেতু এবার এশিয়া কাপ (Asia Cup) হচ্ছে টি-২০ ফর্ম্যাটে। ফলত মাঠে দেখা যাবে ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’কে। কিন্তু ২০২৭-এর বিশ্বকাপের আগে যে এশিয়া কাপটি হবে সেটি হবে ওয়ান ডে ফর্ম্যাটে। যা খেলেন না সূর্য।

২০২৮-এর টি-২০ বিশ্বকাপের আগে কুড়ি-বিশের ফর্ম্যাটে ফিরতে পারে এশিয়া কাপ’ও (Asia Cup)। কিন্তু তখন সূর্যকুমারের (Suryakumar Yadav) বয়স দাঁড়াবে ৩৮। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মত ফর্ম ও ফিটনেস তিনি ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তাই বিশ্লেষকদের অধিকাংশেরই ধারণা যে ২০২৫-এই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতাকে বিদায় জানাবেন তিনি। ভারতের হয়ে কেবলমাত্র টি-২০ খেলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁর বয়সও ৩০ পেরিয়েছে। ঈশান কিষণ, ঋষভ পন্থ, কুমার কুশাগ্র, অভিষেক পোড়েলদের মত তরুণদের সাথে প্রতিদ্বন্দ্বীতা সামলে বছর চারেক পর তিনিও দলে নিজের জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকে। একই কথা বলা চলে শিবম দুবের (Shivam Dube) ক্ষেত্রেও। বয়সের কারণে এটাই শেষ এশিয়া কাপ (Asia Cup) হতে পারে তাঁর জন্যও।

খেলবেন, জানিয়ে দিয়েছেন বুমরাহ-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

২০২৪-এর টি-২০ বিশ্বকাপের পর দেশের হয়ে কুড়ি-বিশের ফর্ম্যাটে কোনো ম্যাচ খেলেন নি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ২০২৫-এর এশিয়া কাপে (Asia Cup) কি দেখা যাবে তাঁকে? সংশয়ে ছিলো ক্রিকেটমহল। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে মাত্র ৩টি খেলেছিলেন তিনি। হাঁটুতে নাকি চোটও রয়েছে তাঁর, সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এক বোর্ড কর্তা। শেষমেশ যাবতীয় জল্পনা উড়িয়ে খেলার পক্ষেই মত দিয়েছেন টিম ইন্ডিয়ার সেরা পেস অস্ত্র। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গিয়েছে যে বুমরাহ নিজেই মুখ্য নির্বাচক অজিত আগরকারকে জানিয়েছেন যে তিনি মাঠে নামতে চান। তাঁর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় পেসার হিসেবে ডাক পেতে পারেন আর্শদীপ সিং ও হর্ষিত রাণা। আমিরশাহীর স্পিন সহায়ক পিচের কথা ভেবে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের রাখা হতে পারে স্কোয়াডে।

Also Read: দলের কোহিনূরকে হারাচ্ছে KKR, সঞ্জুকে দলে আনতে নেওয়া হলো চরম সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *