এই মুহূর্তে ভারত তথা ক্রিকেটবিশ্বের শ্রেষ্ঠ ফাস্ট বোলার নিঃসন্দেহে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। গতি, স্যুইং ও নিখুঁত নিশানায় অভ্রান্ত থেকে প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভারত। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপে অসামান্য পারফর্ম্যান্স করেছিলেন তিনি। ২০২৪-এ টি-২০ বিশ্বকাপেও হয়েছিলেন ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট।’ ফাইনালে খাদের কিনারে পৌঁছে যাওয়া টিম ইন্ডিয়াকে যেভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন বুমরাহ (Jasprit Bumrah), তা অবাক করেছিলো ক্রিকেটদুনিয়াকে। তারপরেও অব্যাহত রয়েছে তাঁর আগুনে ফর্ম। অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্ট খেলে ১৩.০৬ গড়ে ৩২ উইকেট নিয়েছিলেন বুমরাহ (Jasprit Bumrah)। সাফল্য পেয়েছেন ইংল্যান্ডেও। ভারতীয় পেস তারকার অসামান্য দক্ষতাকে কুর্নিশ জানিয়েছেন ব্রায়ান চার্লস লারা (Brian Lara)। একই সাথে তিনি প্রশংসা করেছেন ম্যাকগ্রা, রোহিত, গিলক্রিস্টদেরও।
Read More: আইপিএলে ভরাডুবির মাঝে CSK ছাড়ছেন জাদেজা, এই দলের হয়ে করবেন অধিনায়কত্ব !!
বুমরাহ-ম্যাকগ্রাদের তারিফ লারা’র-

সম্প্রতি ‘স্টিক টু ক্রিকেট’ নামে একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ‘ত্রিনিদাদের রাজপুত্র’ ব্রায়ান চার্লস লারা। সেখানে একঝাঁক ক্রিকেটার সম্পর্কে নিজের মনোভাব ব্যক্ত করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) জন্য তিনি ব্যবহার করেছেন ‘গোট’ (GOAT) বা ‘সর্বকালের সেরা’ বিশেষণ’টি। তবে বুমরাহ (Jasprit Bumrah) একা নন, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (Jacques Kallis), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও অ্যাডাম গিলক্রিস্ট’কে (Adam Gilchrist) ব্যাখ্যা করতেও ‘গোট’ শব্দটিই ব্যবহার করতে শোনা গিয়েছে লারা’কে। এছাড়া কথাপ্রসঙ্গে উঠে এসেছে টিম ইন্ডিয়ার রোহিত শর্মা (Rohit Sharma), নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের কেভিন পিটারসেন, পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদিদের নাম’ও। লারা তাঁদের দিয়েছেন ‘কিংবদন্তি’ বা ‘লেজেন্ডস’ তকমা। আশ্চর্যজনক ভাবেই ‘গোট’ বা ‘লেজেন্ড’দের তালিকায় বিরাট কোহলিকে জায়গা দেন নি তিনি।
ওঠে ভিভ রিচার্ডসের প্রসঙ্গ। তাঁর সাথে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে লারা (Brian Lara) বলেন, “আমি ওনার সাথে খেলার সুযোগ পেয়েছিলাম। আমার প্রথম টেস্ট ত্রিনিদাদে ছিলো। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিলো ‘তুমি দলে আছ। সকাল ৯টায় অনুশীলনে আসবে।’ আমি ৮টায় আমার ভাইকে নিয়ে অনুশীলনে হাজির হয়েছিলাম ক্যুইন্স পার্ক ওভালে। কিছুক্ষণ পর গোটা দল আসে। ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজদের মত আমার নায়কেরা ছিলেন সেই দলে। আমি আমার ভাইকে বলেছিলাম যে যাই সতীর্থদের ‘হেলো’ বলে আসি। কিন্তু ফেরার সময় দেখি আমার কিটব্যাগটা ড্রেসিংরুমের বাইরে কার্যত উড়ে এলো। সব কিছু ছত্রাখান হয়ে যায়। আসলে ভিভ যেখানে ব্যাগ রাখতেন, সেখানেই ব্যাগ রেখে ফেলেছিলাম। টেস্ট কেরিয়ারের প্রথম পাঁচটা দিন আমি বাথরুমেই কাটিয়েছিলাম।”
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে আশঙ্কিত লারা-

একটা সময় ক্রিকেটজগতে ‘দৈত্য’ হিসেবে পরিচিতি ছিলো ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু বর্তমানে সেই তকমা হারিয়েছে তারা। গত ওয়ান ডে বিশ্বকাপে জায়গা করে নিতে পারে নি ক্যারিবিয়ান শিবির। আয়োজক হিসেবে টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ পেলেও দাগ কাটতে পারে নি। সম্প্রতি টেস্ট ক্রিকেটেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অল-আউট হয়েছে মাত্র ২৭ রানে। এই বেহাল দশার জন্য আইপিএল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই দায়ী করেছেন ব্রায়ান লারা (Brian Lara)। ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে আক্ষেপের সুরে তিনি বলেন, “আমরা ঘরোয়া ক্রিকেট খেলতাম। কেউ কেউ কাউন্টি ক্রিকেটও খেলত ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাওয়ার জন্য। কিন্তু এখন আমরা ওয়েস্ট ইন্ডিজ দলকে ব্যবহার করি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জায়গা করে নেওয়ার জন্য সোপান হিসেবে ব্যবহার করি। তারজন্য পুরোপুরি খেলোয়াড়দের দোষও দেওয়া যায় না।”