অবশেষে ২০২৫’এর আইপিএলে ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আগে তিনবার আইপিএল খেলা আরসিবি দলকে ফাইনালের মঞ্চেই বিধ্বস্ত হতে হয়েছিল। তবে, এবার বিরাট কোহলিদের হাতে চ্যাম্পিয়নশিপ শিরোপা উঠেছিল। আর আরসিবির ট্রফি জয়ের পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস আকাশ ছুঁয়েছিল। আইপিএল জিতলেও অন্য কারণে খবরের শিরোনামে উঠে এসেছিল আরসিবি দল। আসলে, দলটির বিক্রির খবর সমাজ মাধ্যমে উঠে এসেছিল। কয়েক মাস আগেই এক সূত্র দাবি জানিয়েছিল ২০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৭,৬৩৭ কোটি টাকায় আরসিবি বিক্রি হতে পারে। এই খবর প্রকাশ্যে আসতে বিস্ফোরক মন্তব্য করে ফেললেন আইপিএলের প্রাক্তন কমিশনার ললিত মোদি।
ফ্রাঞ্চাইজি বিক্রি করতে চেয়েছিল RCB ম্যানেজমেন্ট

ললিত মোদি সোজাসাপ্টা আরিসবির এই সিদ্ধান্তকে ‘বড় বোকামি’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, আরসিবির ব্র্যান্ড ভ্যালু প্রতি বছরই বাড়ছে এবং আগামী কয়েক বছরে তার দাম আরও কয়েকগুণ বেড়ে যাবে। মাইকেল ক্লার্কের সাথে একটি পডকাস্টে ললিত মন্তব্য করে তিনি বলেছেন, “ওরা কি বোকা? যদি ২ বিলিয়নের কমে ফ্রাঞ্চাইজি বিক্রি করে, তাহলে সেটা সবচেয়ে বড় ভুল হবে। আমি লিখে দিতে পারি, আগামী বছরে এই দল ২.৫ বিলিয়নের হবে। দু’বছর পরে ৩ বিলিয়ন, আর চার বছরে ৪ বিলিয়ন ডলার।”
Read More: [VIDEO] শ্রীশন্থকে সপাটে চড় হরভজনের, ১৭ বছর পর প্রকাশ্যে সেই ‘কুখ্যাত’ ভিডিও !!
ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ ললিত মোদি

প্রসঙ্গত, ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমের আগে ১১১.৬ মিলিয়ন ডলারে কেনা হয়েছিল আরসিবি। সেই সময় কেবলমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজিটি সবথেকে বেশি মূল্যে কিনেছিলেন আম্বানি পরিবার। বছরের পর বছর ধরে জনপ্রিয়তা বেড়েই চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের। কোহলি–দের এই দলের ফ্যানবেস আজ গোটা দেশজুড়ে ছড়িয়ে। আরসিবির এই জনপ্রিয়তার বিষয়ে মুখ খুলে ললিত মোদি বলেছেন, “আইপিএলের বয়স এখন ১৮, এই লীগের উন্মাদনা এখন ঘরে ঘরে বেড়েই চলেছে। বিশেষ মরে আরসিবির এই টুর্নামেন্ট জেতার পর বোঝা গেল এই ট্রফির জনপ্রিয়তা কতটা এবং ফ্যানবেসের কাছে এ দল কতটা গুরুত্বপূর্ণ।” পাশাপশি, তিনি কর্নাটকে ট্রফি উদযাপনের সময় পদপিষ্ট হয়ে ভক্তদের মৃত্যুর ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেছেন।