ইংল্যান্ডের বিপক্ষে এই প্লেয়ারের ভিতর ঢুকবে “কাচড়ার আত্মা”, লাগান ২.০ এর দোরগোড়ায় টিম ইন্ডিয়া !! 1

Kuldeep Yadav: বিশ্বকাপের বড় মঞ্চে বেশ জমে উঠেছে সেমিফাইনালের ম্যাচ। আপাতত প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে পরাজিত করে প্রথমবারের জন্য আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে পৌঁছালো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দলের কাছে এটি তাদের সেরা প্রদর্শন। চলতি বিশ্বকাপের মঞ্চে আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড, ২০২২ সালের পর আবার একবার মুখোমুখি হতে চলেছে দুটি দল। গতবারের সেমিফাইনালে ভারতীয় দলকে লজ্জাজনকভাবে পরাজিত করেছিল ইংল্যান্ড দল। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের বানানো ১৬৯ রান তাড়া করে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড এবং এরপর মেগা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে তারা শিরোপা জয় করেছিল।

সেমিফাইনালে মোক্ষম চাল চালতে চলেছেন রোহিত শর্মা

Kuldeep Yadav, rohit sharma
Rohit Sharma | Image: Getty Images

২০২২ সালে শিরোপা জয়ের পর তারা তৃতীয় দল হিসেবে দ্বিতীয় বার এই ট্রফির স্বাদ নিলেন। দুই দলের কাছেই যথেষ্ট সুযোগ রয়েছে সেমিফাইনালের বড় মঞ্চে জয়লাভ করে ফাইনালে পৌঁছে যাওয়ার। তবে ফাইনাল যাত্রা অতটাও সহজ হবে না ইংল্যান্ড দলের কাছে। আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে বড় চাল চালতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আমির খান অভিনীত লাগান সিনেমার কাচরার’ মতন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বড় পরিকল্পনা করতে চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তুরুপের তাস হতে চলেছেন ভারতীয় দলের প্রতিভাবান স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। যাকে আজকে রোহিত শর্মা তা ছাড়া আর ভূমিকায় ব্যবহার করতে চলেছেন ভারতীয় দলের প্রতিভাবান স্পিনার কুলদীপ যাদব।

Read More: সেমি ফাইনালের আগেই ছিটকে গেল এই দুর্দান্ত খেলোয়াড়, ব্যাকফুটে টিম ইন্ডিয়া !!

কুলদীপকে তুরুপের তাস হিসাবে ব্যাবহার করবেন রোহিত

Kuldeep Yadav
Kuldeep Yadav | Image: Getty Images

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন কুলদীপ। গ্রুপ পর্যায়ের ম্যাচে খেলার সুযোগ পাননি কুলদীপ তবে সুপার এইট এর ম্যাচ থেকেই খেলার সুযোগ পাচ্ছেন তিনি আপাতত তিন ম্যাচে নিয়েছেন সাত উইকেট নিয়েছেন এবং ওভার পিছু মাত্র ৬.২৫ রান দিয়েছেন। কুলদীপের ফিরকির সামনে ফিকে পড়বে ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধেও দুর্দান্ত বোলিং প্রদর্শন করেছেন কুলদীপ। দুই ম্যাচে তিনি পাঁচটি উইকেট তুলে নিয়েছেন এবং ওভার কিছু ৭.২৫ রান দিয়েছেন ও ২৫ রান দিয়ে পাঁচটি উইকেট ইংল্যান্ডের বিরুদ্ধে নেওয়া তার সব থেকে সফল বোলিং।

Read Also: Kuldeep Yadav: “খেলতে দে ওদের…” বাংলাদেশকে সাপোর্ট করল রোহিত, লাইভ ম্যাচে কুলদীপের লাগালেন ক্লাস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *