Asia Cup

Asia Cup 2025: ইংল্যান্ড সফরে একটানা পাঁচটি টেস্টে মাঠে নামার সুযোগটুকুও পান নি কুলদীপ যাদব (Kuldeep Yadav)। থাকতে হয়েছিলো রিজার্ভ বেঞ্চে। এশিয়া কাপে (Asia Cup 2025) তাঁকে একাদশে ফিরিয়েছেন কোচ গৌতম গম্ভীর। আর হাতে বল পেয়েই যেন জ্বলে উঠেছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ২.১ ওভারে ৭ রানের বিনিময়ে কুলদীপ নিয়েছিলেন ৪ উইকেট। হয়েছিলেন ম্যাচের সেরা। আজ পাকিস্তানের বিপক্ষেও (IND vs PAK) সাফল্য ধরে রাখলেন তিনি। দুবাইয়ের বাইশ গজে আরও একবার বুনলেন ঘূর্ণির জাল। ৪ ওভারের স্পেল আজ সম্পূর্ণ করেছেন চায়নাম্যান স্পিনার। ৪.৫০ ইকোনমি রেটে ১৮ রান খরচ করে তুলে নিয়েছেন আরও ৩টি সাফল্য। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) দুই ম্যাচ মিলিয়ে কুলদীপের (Kuldeep Yadav) উইকেটসংখ্যা দাঁড়ালো সাত। টানা দ্বিতীয় বার ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হলেন তিনিই।

Read More: IND vs PAK ASIA CUP 2025 HIGHLIGHTS: অলরাউন্ড দাপটে কুপোকাত পাকিস্তান, সুপার ফোরের টিকিট পাকা টিম ইন্ডিয়ার !!

১৩তম ওভারের তৃতীয় ডেলিভারিটিতে কুলদীপের (Kuldeep Yadav) বলের গতিবিধি ধরতে না পেরে ক্যাচ তুলে দিয়েছিলেন হাসান নওয়াজ। শূন্যে শরীর ছুঁড়ে দিয়েও সেই বল তালুবন্দী করতে পারেন নি স্পিন তারকা স্বয়ং। কট অ্যান্ড বোল্ড ফসকে যাওয়ার আক্ষেপ অবশ্য বেশীক্ষণ থাকে নি তাঁর মনে। পরবর্তী ডেলিভারিতেই স্যুইপ মারতে গিয়ে ফের ক্যাচ তুলে বসেন নওয়াজ। এবার কোনো ভুল করেন নি অক্ষর প্যাটেল (Axar Patel)। ফিরতে হয় পাক মিডল অর্ডার তারকাকে। ঠিক পরের বলেই ফের মেলে সাফল্য। মহম্মদ নওয়াজের প্যাডে আছড়ে পড়ে কুলদীপের ডেলিভারি। আঙুল তুলতে দেরী করেন নি আম্পয়ার। ১৭তম ওভারে আরও একবার উত্তরপ্রদেশের স্পিনারকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক সূর্যকুমার। হতাশ করেন নি তিনি। পাক ব্যাটিং-এর স্তম্ভ সাহিবজাদা ফারহানকে দেখান সাজঘরের রাস্তা। হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন তিনি।

সাদা বলের দুই ফর্ম্যাট মিলিয়ে এই নিয়ে ষষ্ঠবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তাঁর উইকেট সংখ্যা দাঁড়ালো ১৩তে। এই সাফল্যের ‘সিক্রেট’ কি? খেলা শেষে জানিয়েছেন স্পিন তারকা নিজেই। “খুবই সহজ। কেবল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়। কে ব্যাটিং করছে দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিই। আমার নির্দিষ্ট পরিকল্পনা ছিলোই। সেগুলোকেই স্রেফ কাজে লাগিয়েছি।” স্পেলের শুরু থেকেই বিধ্বংসী হতে চান কুলদীপ। আজ খেলা শেষে জানিয়েছেন, “প্রথম বলটা সবসময়ই উইকেট নেওয়ার মত হয়। ব্যাটার ‘সেট’ হলেও সে তো আমায় প্রথমবারই খেলছে।” টানা দু’টি ম্যাচে পেলেন সেরা ক্রিকেটারের পুরষ্কার। এখানেই থামতে চান না কুলদীপ। বলেছেন, “আমি মনে করি যে আমার এখনও পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। মাঝেমধ্যে মনে হয় আমি অত্যধিক বেশী ভ্যারিয়েশনের চেষ্টা করে ফেলছি।”  

দেখুন কুলদীপের অনবদ্য স্পেলের কিছু ঝলক-

Also Read: Asia Cup 2025: খড়কুটোর মত উড়ে গেলো পাকিস্তান, ৭ উইকেটে জিতে সুপার ফোরে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *