গত সোমবার শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজ। ওভালে দুর্দান্ত জয় দিয়ে বিদেশসফরে ইতি টেনেছে ‘মেন ইন ব্লু।’ এই মুহূর্তে বিসিসিআই-এর ফোকাসে এশিয়া কাপ (Asia Cup 2025)। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সবুজ সংকেত মিলেছে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে। সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। চলবে ২৮ সেপ্টেম্বর অবধি। ভারতের সাথে গ্রুপ-এ’তে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান ও ওমান। তাদের বিরুদ্ধে যথাক্রমে ১০, ১৪ ও ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে টিম ইন্ডিয়া। সংবাদমাধ্যম সূত্রে খবর যে অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াড ঘোষণা করতে পারে বোর্ড। সূর্য, হার্দিকদের মত টি-২০তে যাঁরা নিয়মিত তাঁরা নিঃসন্দেহে থাকবেন দলে। এছাড়া আইপিএল পারফর্ম্যান্সের সৌজন্যেও স্কোয়াডে জায়গা করে নিতে পারেন কয়েকজন।
Read More: বাদ সঞ্জু স্যামসন, ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান !!
দলে ফেরানো হতে পারে ক্রুণাল’কে-

২০১৮ সালে প্রথমবার দেশের জার্সিতে টি-২০ খেলেছিলেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। ১৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ভারতের। ২৪.৬০ গড়ে তাঁর ঝুলিতে ১২৪ রান। এছাড়া ৮.১০ ইকোনমি রেটে নিয়েছেন ১৫টি উইকেটও। আহামরি পারফর্ম্যান্স করতে না পারায় ২০২১-এর শ্রীলঙ্কা সফরের পর বাদ পড়েছিলেন। এরপর চার বছর তাঁর কথা আর ভেবে দেখেন নি নির্বাচকেরা। তাঁর ভাই হার্দিক ভারতের জার্সিতে অপরিহার্য হয়ে উঠলেও মাঠের বাইরেই থাকতে হয়েছে ক্রুণালকে। পরিস্থিতি বদলেছে এবারের আইপিএলের পর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে সাফল্য পেয়েছেন বরোদার তারকা। ১৫ ম্যাচে ১০৯ রান করার পাশাপাশি নিয়েছেন ১৭ উইকেট। গুরুত্বপূর্ণ সময় তাঁর ব্যাটিং ও বোলিং-দুই’ই ম্যাচ জিতিয়েহে আরসিবি’কে। সেই পারফর্ম্যান্সের পুরস্কার পেতে চলেছেন ক্রুণাল। জায়গা পেতে পারেন এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে।
থাকছেন অভিষেক-তিলক, তুরুপের তাস কুলদীপ-

গত কয়েকটি টি-২০ সিরিজে ভারতের হয়ে টি-২০তে ওপেনিং করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। সাফল্যও পেয়েছেন তাঁরা। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-২০ শতরান করেছেন কেরলের সঞ্জু। পাঞ্জাবের অভিষেক তো ইতিমধ্যে আইসিসি র্যাঙ্কিং-এ শীর্ষস্থানেও পৌঁছে গিয়েছেন। এশিয়া কাপেও (Asia Cup 2025) নিজেদের জায়গা ধরে রাখতে চলেছেন তাঁরা। ভাবনায় রয়েছেন তিলক বর্মা’ও (Tilak Varma)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝড় তুলেছিলেন তিনি। এই মুহূর্তে কাউন্টি চ্যাম্পিয়নশিপেও রয়েছেন ভালো ফর্মে। তিন নম্বরে তাঁকে খেলাতে পারেন কোচ গম্ভীর। এছাড়া চারে সূর্যকুমার, পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়াদেরও থাকার সম্ভাবনা। ইংল্যান্ড সফরে টানা পাঁচটি টেস্টে রিজার্ভ বেঞ্চে ছিলেন স্পিনার কুলদীপ যাদব। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীর স্পিন সহায়ক উইকেটে তিনিই হতে পারেন তুরুপের তাস।
বাদ শুভমান-সিরাজ, প্রশ্ন বুমরাহকে নিয়ে-

শুভমান গিল’কে এশিয়া কাপে (Asia Cup 2025) দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার মধ্যে। গতকাল সংবাদসংস্থা পিটিআই’ও জানিয়েছিলো যে তাঁর কথা ভাবছেন বিসিসিআই কর্তারা। কিন্তু এশিয়া কাপ শেষ হওয়ার দিনকয়েকের মধ্যেই শুরু হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। একটানা খেলার ধকল এড়াতে তাই সাদা বলের টুর্নামেন্ট থেকে সরেই দাঁড়াবেন টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। সাদা জার্সিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই মাঠে ফিরতে পারেন তিনি। একই কারণে এশিয়া কাপে সম্ভবত খেলবেন না ওভালে ইংল্যান্ড বধের নায়ক মহম্মদ সিরাজও। তিনিও ফোকাস করতে পারেন লাল বলের ক্রিকেটে। জসপ্রীত বুমরাহকে এশিয়া কাপে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তাঁর ওয়ার্কলোড কিভাবে ম্যানেজ করা হয় তার উপর নির্ভর করছে বুমরাহ’র খেলা বা না খেলা।