বিরাট কোহলি নন, RCB দলের অধিনায়ক হতে চলেছেন ক্রুনাল পান্ডিয়া !! 1

সদ্য সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫’এর (IPL 2025) নিলাম। আসন্ন আইপিএলের জন্য প্রস্তুত প্রতিটি ফ্রাঞ্চাইজি। প্রতিটা দল সর্বাধিক ২৬ জন খেলোয়াড়কে নির্বাচন করবে বলে নিলামে নেমেছিল। তবে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল আসন্ন আইপিএলের জন্য ২২ জন খেলোয়াড়কে শামিল করতে সক্ষম হয়েছে। তবে এবার একবার আরসিবি দলের নির্বাচন নিয়ে সমাজ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে হয়েছে, আরসিবির দল গঠব নিয়ে টিম ম্যানেজমেন্ট বরাবরই চর্চায় থাকে। নিলামের মঞ্চে ফাফ ডু প্লেসিস (Faf Du Plessis), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) বা উইল জ্যাকসের (Will Jacks) মতন খেলোয়াড়দের জন্য RTM কার্ড ব্যবহার করেনি।

নিলামের মঞ্চে কোনো অধিনায়ক কিনলো না RCB

Rc
RCB Team Management | Image: Twitter

নিলামের মঞ্চে একাধিক বিশেষজ্ঞ অধিনায়করা উপস্থিত থাকতেও RCB ম্যানেজমেন্টের পছন্দ হয়নি কাউকেই। এমনকি পছন্দের এবং হোমটাউন বয় কেএল রাহুলকে (KL Rahul) শামিল করেনি ব্যাঙ্গালুরু ফ্রাঞ্চাইজি। যে কারণে আরসিবির অধিনায়ক কে হবেন সেই প্রশ্নটা ঘোরাফেরা করছে। বিরাট কোহলি (Virat Kohli) জাতীয় দলের সঙ্গে আরসিবির অধিনায়কত্ব ছেড়েছিলেন। বিরাট দায়িত্ব ছাড়াই পর ২০২২ সালের মেগা নিলামে ফাফ ডু প্লেসিসকে কেনে RCB টিম ম্যানেজমেন্ট এবং তার উপরেই গুরুদায়িত্ব তুলে দেয়। অধিনায়ক বদলে গেলেও দলের সাফল্য আসেনি।

ক্রুনাল পান্ডিয়া হতে পারেন RCB’র নতুন ক্যাপ্টেন

বিরাট কোহলি নন, RCB দলের অধিনায়ক হতে চলেছেন ক্রুনাল পান্ডিয়া !! 2

তবে এবার মেগা নিলামের আগে ফাফ ডু প্লেসিসকে (Faf Du Plessis) ছেড়ে দেওয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে দল। ভক্তরা ভেবেছিল টিম ম্যানেজমেন্ট আগে করা ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে নতুন দল গঠন করবে এবং বিশেষ করে অভিজ্ঞ একজন অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দেবে। কিন্তু সেটা হয়নি। RCB এবার যাদের দলে শামিল করেছর তাদের মধ্যে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে ক্রুনাল পান্ডিয়ার (Krunal Pandya)। আগে তিনি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস দলকে নেতৃত্ব দিয়েছেন। ৬টি আইপিএল ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ক্রুনাল, যার মধ্যে দলকে ৩ বার জিতিয়েছেন এবং ২ বার পরাজিত হতে হয়েছে। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটেও তিনি তার দলকে নেতৃত্ব দিয়েছেন। আপাতত সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি বারোদার হয়ে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বেই হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) খেলতে দেখা যাচ্ছে।

Read Also: IPL 2025: সিরাজকে দলে ফেরাতে সাফ ‘না’ RCB’র, রেকর্ড মূল্যে গেলেন গুজরাত টাইটান্সে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *