কামাল রাশিদ খান,বিতর্কিত এই অভিনেতা পরিচিত কেআরকে’নামে।প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন তিনি নানান বিতর্কিত টুইট করার মধ্যে দিয়ে।এবার তার নিশানায় ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ কাছে চেন্নাই সুপার কিংসের হারের পর টুইট করেছিলেন তিনি।
এদিনের হারের মধ্যে দিয়ে এবারের আইপিএলে হারের হ্যাটট্রিক পূর্ণ করলো চেন্নাই সুপার কিংস।প্রসঙ্গত, ২০১৪ সালের পর এই প্রথমবার আইপিএলে পর পর তিন ম্যাচে হারের মুখোমুখি হলো চেন্নাই দল।দল ম্যাচ হারলেও শেষ অবধি ক্রিজে ছিলেন ধোনি।যদিও তার অপরাজিত ৪৭ রানের ইনিংস জয় এনে দিতে পারেনি তার দলকে।চেন্নাই ম্যাচ হারে সাত রানে।।
স্বভাবতই বড়ো শট খেলার আগে ক্রিজে নিজেকে সেট করতে বেশ খানিকটা সময় নিলেন ধোনি।যদিও ম্যাচের শেষের দিকে চালিয়ে খেলা শুরু করেন তিনি।সর্বস্ব দিয়ে চেষ্টা করলেও শেষ অবধি জয় এনে দিতে পারেনি মাহি।এমনকি চেজ করাকালীন প্রায়শই হাপিয়ে উঠছিলেন মাহি।দুবাইয়ের গরমে কাহিল হয়ে পড়েন।
বেশ কিছু বার কোমরে হাত দিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় অবসন্ন চেহারার মাহিকে।নেটপাড়ার একাংশের মুখে তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা শোনা গেলেও ,তার খেলায় খুশি নন কেআরকে।টুইট করে ‘ক্যাপ্টেন কুল’কে তীব্র ভৎসর্না করেছিলেন তিনি।
তিনি লেখেন, ভাই ধোনি, চুল কালো করলেই কেউ যুবক হয়ে যায়না।দুই রান দৌড়ে নিতে গিয়ে শ্বাস নিতে সমস্যা হচ্ছে তোমার,যেটা সাধারণত বয়সকালে হয়ে থাকে সবার সাথে।কিন্তু কে বলেছে বয়সকালে খেলে নিজের সন্মান নষ্ট করতে।আমরা আপনার ভক্ত,তাই এমনটা দেখতে একেবারেই ভালো লাগে না ।সন্মানের সাথে সরে পড়ুন “!