ভারত অধিনায়ক মিতালি রাজকে চূড়ান্ত অপমান করলেন বলিউডের এই অভিনেতা 1

শেষ ২০০৫ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সেবারে ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে পরাজয় স্বীকার করেছিলেন মিতালি রাজরা। অনেকেই ভেবেছিলেন এবারে বোধহয় দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে। বাস্তবে অবশ্য উল্টোটাই ঘটলো। ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিয়ে মিতালি রাজদের মাত্র ৯ রানে ফাইনালে হারিয়ে চারবারের মতো বিশ্বকাপ ট্রফির শিরোপা জিতলেন ব্রিটিশ দলের মহিলা ক্রিকেটাররা। লর্ডসের মাটিতে ভারত ফাইনালে হার স্বীকার করলেও, গোটা প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্যান্স করে গোটা ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন মিতালি, ঝুলন, দীপ্তি, হরমনপ্রীতরা। যার ফলে তাঁদেরকে গোটা বিশ্বের বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছায় ভাসিয়ে দিলেন। যদিও তাঁদের মধ্যে একজন ভারতের এই মহিলা ব্রিগেডের পাশাপাশি দলনায়ক মিতালি রাজের দিকে সরাসরি আঙুল তুললেন। তিনি কামাল রসিদ খান।

এবারের বিশ্বকাপে ভারতের মহিলা দল যেভাবে একের পর এক ম্যাচ খেলে প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন এবারেই মিতালি রাজদের হাতে বিশ্বকাপ ট্রফি উঠবে। কিন্তু সামান্যের জন্য বিশ্বকাপ ট্রফি ভারতীয় মহিলা ক্রিকেট দলের হাত থেকে ফস্কে যাওয়ায় মন খারাপ গোটা দেশের ক্রিকেট সমর্থকদের। আর এমন একটা সময় কাটা ঘা’য়ে নুনের ছিটে দেওয়ার মতো বলিউড আচরণ করে অভিনেতা কামাল রসিদ খান জানিয়ে দেন, ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং তাদের অধিনায়ক মিতালি রাজ ম্যাচ ফিক্সিং করেছেন। বিশ্বকাপ ফাইনালে মিতালি রাজের রান আউট হওয়া নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। সোশ্যাল নেটওয়ার্ক সাইট ট্যুইটারে কেআরকে লেখেন, ‘মিতালি রাজ যেভাবে আউট হলেন, সেটা দেখে মনে হচ্ছে, ম্যাচ ফিক্সিং হয়েছে। উনি কিভাবে জোর করে আউট হলেন? এটা অভাবনীয় একটা ঘটনা।’

বলিউডের এই অখ্যাত অভিনেতাটি এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হার স্বীকারের পর গর্জে উঠতে দেখা গিয়েছিল। সেবারেও তিনি ভারত নেতা বিরাট কোহলির ট্রফি জয়ের ইচ্ছা এবং নেতৃত্বের দিকে আঙুল তুলেছিলেন। স্বাভাবিকভাবে রবিবার লর্ডসে ইংল্যান্ডের মহিলা দলের কাছে ভারতের মহিলা দল ফাইনালে হেরে যাওয়ার পর অনেকেই ভাবছিলেন, এবার হয়তো কেআরকে কিছু বলবেন। যেমন ভাবনা, তেমন কাজ। ভাবতে না ভাবতেই ট্যুইটারে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে ফের বিতর্কীত মন্তব্য করে বসলেন তিনি। গোটা ভারতীয় মহিলা দলের পাশাপাশি অধিনায়ক মিতালি রাজকেও চূড়ান্তভাবে অপমান করলেন কামাল রসিদ খান। তার অনেক আগেই অবশ্য তিনি আরও একটি ট্যুইট করেছিলেন ইংল্যান্ডের সুন্দরী ক্রিকেটার সারাহ টেলরকে উদ্দেশ্য করে। সেখানে তিনি লিখেছিলেন, ‘প্রিয় সারাহ টেলর, তুমি সত্যি সুন্দরী, হট এবং আকর্ষণীয়। আমি চাই না তুমি আউট হয়ে যাও। কিন্তু তোমাকে আউট হতেই হবে, কারণ আমি চাই আমার দেশের মেয়েরা জিতুক।’

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *