মুম্বই: মহিলা ক্রিকেট নিয়ে কথা বলতে গেলেই যাঁর নাম ওপরের সারিতে চলে আসে তিনি সারাহ টেলর। পুরো নাম সারাহ জেন টেলর। উইকেটরক্ষক কাম ডানহাতি টপ-অর্ডার এই ব্যাটসম্যান ইংল্যান্ডের জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য। ১৯৮৯ সালের ২০মে লন্ডনে জন্মগ্রহণ করা এই ব্রিটিশ মহিলা ইংল্যান্ড জাতীয় দল ছাড়াও খেলেছেন ইংল্যান্ড ডেভলাপমেন্ট দল এবং রুবিস ক্লাবের হয়ে। এছাড়া […]