IND vs AUS 4th Test: “একাই ডুবিয়ে এলো…” আশা জাগিয়েও ব্যর্থ বিরাট, জোড়া ধাক্কায় মাথায় হাত নেটজনতার !! 1

IND vs AUS: গতকাল মেলবোর্নের মাঠে স্যাম কনস্টাসের (Sam Konstas) সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলীয় ক্রিকেটমহলের চোখের বালি হয়ে উঠেছিলেন ভারতীয় মহাতারকা।কটূক্তি, সমালোচনার একের পর এক তীর ধেয়ে এসেছিলো তাঁর দিকে। ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এর মত সংবাদপত্র তো ক্রীড়া বিভাগের প্রথম পাতায় বিরাটকে ‘ক্লাউন’ বলেও কটাক্ষ করেছিলো। যাবতীয় তীর্যক মন্তব্য, তীক্ষ্ণ সমালোচনার উত্তর দেওয়ার সুবর্ণ সুযোগ ছিলো কোহলির সামনে। প্রস্তুত ছিলো মঞ্চ’ও। মেলবোর্নে আজ একটা বড় রানের ইনিংস মুখ বন্ধ করে দিতে পারত অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের। আশাও জাগিয়েছিলেন তিনি। টেকনিকে পরিবর্তন এনেছিলেন, চোখেমুখে ধরা পড়ছিলো বাড়তি মনোযোগ। কিন্তু দিনের শেষে ‘ভিলেন’ হয়েই মাঠ ছাড়তে হলো বিরাটকে (Virat Kohli)।

চা পানের বিরতির ঠিক আগে উইকেট হারান কে এল রাহুল। তৃতীয় সেশনের শুরুতে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিয়ে মাঠে নামেন বিরাট। চলতি সিরিজে বারবার তাঁর জন্য অফস্টাম্পের বাইরে ফাঁদ পেতেছে অস্ট্রেলিয়া। আজও সেই চেষ্টাই করেন স্টার্ক-কামিন্সরা। কিন্তু ব্যাট তুলে ‘লিভ’ করতে থাকেন কোহলি (Virat Kohli)। কভার ড্রাইভ’কে খেলা থেকে মুছে দিতে পারেন নি। কিন্তু অতিরিক্ত জোরের সাথে বল’কে মারার চেষ্টা থেকে বিরত থাকতেই দেখা গিয়েছিলো তাঁকে। চেষ্টা করছিলেন টাইমিং-এ জোর দেওয়ার। সাথে পুল, ফ্লিকের মত শট’ও একে একে বেরোতে থাকে তাঁর অস্ত্রাগার থেকে। যশস্বীর সাথে পার্টনারশিপ ১০০ পেরোনোয় উৎসাহ বেড়েছিলো সমর্থকদের। দ্বিতীয় দিনের শেষে তাঁদের জুটি অপরাজিত থাকবে, আশায় ছিলো তাঁরা। কিন্তু কোহলির জোড়া সিদ্ধান্তেই ঘনালো বিপদ।

Read More: IND vs AUS 4th Test: “স্বার্থপরতার চূড়ান্ত…” কে এল রাহুলের হাতছাড়া ওপেনিং স্লট, নেটদুনিয়ায় ভিলেন রোহিত শর্মা !!

ক্ষোভ জমেছে বিরাটের বিরুদ্ধে-

Yashasvi Jaiswal and Virat Kohli | IND vs AUS | Image: Getty Images
Yashasvi Jaiswal and Virat Kohli | Image: Getty Images

৪১তম ওভারের শেষ ডেলিভারিটিকে মিড অনে ঠেলে দিয়ে এক রান নেওয়ার উদ্দেশ্যে দৌড়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সতীর্থের ‘কল’-এর উপর ভরসা না রেখে পিছনে তাকান বিরাট । তাতেই নষ্ট হয় গুরুত্বপূর্ণ কিছু সেকেন্ড। শেষমেশ নন-স্ট্রাইকার প্রান্তেই ফিরে আসেন কোহলি (Virat Kohli)। অনেক খানি এগিয়ে আসা যশস্বীর সামনে আর সুযোগ ছিলো না ফিরে যাওয়ার। কামিন্সের থ্রো দস্তানাবন্দী করে উইকেট ভেঙে দেন অ্যালেক্স ক্যারি। ৮২ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এই অনভিপ্রেত ঘটনার পরেই হয়ত ফোকাস নড়ে গিয়েছিলো বিরাটের। গোটা ইনিংস জুড়ে যে ভুল তিনি করেন নি একবারও, ফের সেটাই করে বসেন বোল্যান্ডের (Scott Boland) বিরুদ্ধে। পঞ্চম স্টাম্পের লাইনে থাকা বলে বাড়িয়ে দেন ব্যাট। লাল রঙের কুকাবুরা তাঁর ব্যাটের কোণা স্পর্শ করে খুঁজে নেয় ক্যারির দস্তানা।

৩৬ রান করেই থামতে হলো কোহলিকে (Virat Kohli)। যেভাবে যশস্বীকে কার্যত আউট করানোর পর নিজেও ক্রিজ ছাড়লেন কয়েক বলের ব্যবধানে, তাতে স্বভাবতই অখুশি নেটজনতা। তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। ‘একা হাতেই দলকে ডুবিয়ে দিলো বিরাট,’ লিখেছেন অনেকেই। ‘কি প্রয়োজন ছিলো এভাবে উইকেটটা ছুঁড়ে আসার?’ প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ‘আপনি মহাতারকা হতে পারেন, কিন্তু জবাবদিহি আপনাকে করতেই হবে,’ মন্তব্য আরও একজনের। ‘যশস্বীর শতরানটা বিরাটের জন্যই হাতছাড়া হলো,’ আওয়াজ তুলেছেন অনুরাগীরা। ‘সেট ব্যাটারকে আউট করানোর পর অন্তত ইনিংসটা তো এগিয়ে নিয়ে যেতে পারত,’ আক্ষেপ বেড়েছে সোশ্যাল মিডিয়ার। শেষ বেলায় পরপর তিন উইকেট হারিয়েছে ভারত। ধসের পিছনে ‘বিরাট ব্যর্থতা’ই দেখছে নেটমাধ্যম।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 4th Test: “কোহলি ইজ আ **##$$…” উত্তাল মেলবোর্নের গ্যালারি, লড়তে তৈরি ,বোঝালেন বিরাট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *