Virat kohli, ANANYA
Virat Kohli | Image: Getty Images

Virat Kohli: দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন রোহিত শর্মা। লিখেছেন, “সকলকে জানাতে চাই যে আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে অত্যন্ত সম্মানের। এত বছর ধরে নিরন্তর ভালোবাসা ও সমর্থন যোগানোর জন্য ধন্যবাদ।” গত বছরই আন্তর্জাতিক টি-২০কে বিদায় জানিয়েছিলেন রোহিত। টেস্ট থেকেও সরে দাঁড়ালেন এবার। তবে ওয়ান ডে’তে যে এখনও দেশের প্রতিনিধিত্ব করবেন তা ঐ সোশ্যাল মিডিয়া পোস্টেই জানিয়েছেন তিনি। ফোকাসে যে ২০২৭-এর বিশ্বকাপ তা দিনের আলোর মত স্পষ্ট। রোহিত বিদায়ের ধাক্কা সামলে ওঠার আগেই ফের বড়সড় চমকের সম্মুখীন ভারতের ক্রিকেটজনতা। খবর মিলেছে যে লাল বলকে বিদায় জানাচ্ছেন বিরাট কোহলিও (Virat Kohli)।

Read More: IND vs ENG: রোহিত পরবর্তী টেস্ট অধিনায়ক বেছে নিলো বোর্ড, প্রকাশ্যে ইংল্যান্ড সফরের স্কোয়াড !!

টেস্ট খেলতে চান না কোহলি-

Virat Kohli | Image: Twitter
Virat Kohli | Image: Twitter

গত বছরের জুনে রোহিতের (Rohit Sharma) সাথেই আন্তর্জাতক টি-২০ থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সংবাদমাধ্যম সূত্রে খবর যে এবার টেস্ট কেরিয়ারেও ইতি টানতে চান তিনি। ইতিমধ্যেই সরে দাঁড়ানোর সংকল্প বিসিসিআই-কে জানিয়ে দিয়েছেন ভারতীয় মহাতারকা। তবে আসন্ন ইংল্যান্ড সফরের কথা ভেবে বোর্ড কর্মকর্তারা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন বলে খবর। অশ্বিন সরে দাঁড়িয়েছেন গত বছরের ডিসেম্বরে। সম্প্রতি অবসর নিয়েছেন রোহিত’ও। বিরাটের (Virat Kohli) না থাকা যে শূন্যতা সৃষ্টি করবে ভারতীয় স্কোয়াডে তা এই মুহূর্তে পূরণ করা কঠিন হবে বলে মনে করছে ক্রিকেট নিয়ামক সংস্থা। পাশাপাশি ইংল্যান্ড সফরে (IND vs ENG) তাঁর অভিজ্ঞতাও প্রয়োজন বলে অভিমত তাঁদের। কোহলি শেষমেশ মত বদলান নাকি অনড় থাকেন অবস্থানে, নজর থাকবে সেদিকেই।

সাম্প্রতিক অতীতে ওয়ান ডে ফর্ম্যাটে সাফল্য পেলেও টেস্টে আহামরি নয় বিরাট কোহলির (Virat Kohli) পরিসংখ্যান। গত ২৪ মাসে লাল বলের ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৩২.৫৬। ঘরের মাঠে বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের মুখ দেখেন নি তিনি। অস্ট্রেলিয়া সফরের শুরুটা করেছিলেন পার্‌থ-এ শতরান করে। কিন্তু বাকি টেস্টগুলিতে সাফল্যে পান নি তিনি। অফস্টাম্পের বাইরের বলে ফিরে এসেছে দুর্বলতা। কামিন্স, হ্যাজেলউড, স্টার্ক, বোল্যান্ডদের বিরুদ্ধে বারবার তাঁকে দেখা গিয়েছিলো স্লিপ বা উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে। ছন্দে ফেরার লক্ষ্য এই বছরের গোড়ায় একটি রঞ্জি ম্যাচও খেলেছিলেন বিরাট (Virat Kohli)। সেখানেও আসে নি কাঙ্ক্ষিত সাফল্য। নিরন্তর ব্যর্থতাই অবসরের কথা ভাবতে বাধ্য করেছে তাঁকে, মত বিশেষজ্ঞমহলের।

বিরাট কোহলির টেস্ট কেরিয়ার-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেক হলেও টেস্ট ক্যাপের জন্য বছর তিনেক অপেক্ষা করতে হয়েছিলো বিরাট কোহলিকে (Virat Kohli)। ২০১১ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর। ১২৩ টেস্ট ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৯২৩০ রান। কেরিয়ারের সেরা সময়ে লাল বলের খেলায় তাঁর গড় পৌঁছেছিলো ৫৫.১০। কিন্তু গত কয়েক বছরের ব্যর্থতা তা নামিয়ে এনেছে ৪৬.৮৫-এ। ৩০টি শতরান রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে ৭টি দ্বিশতকও। সর্বোচ্চ ২৫৪*। ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ টেস্ট শতকের মালিক তিনি। শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সুনীল গাওস্করের পরেই রয়েছেন বিরাট (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজে ৪টি শতরান করার অনন্য নজির রয়েছে তাঁর। এছাড়া অর্ধশতক করেছেন ৩১টি। ভারতের সফলতম টেস্ট অধিনায়ক কোহলি। তাঁর নেতৃত্বে ৬৮টি টেস্টের মধ্যে ৪০টি জিতেছে টিম ইন্ডিয়া।

Also Read: IPL বন্ধ হতেই RCB ছাড়ছেন এই তারকা ক্রিকেটার, বললেন ধন্যবাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *