kohli-rohit-have-to-play-for-india-a

গত বছর টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। মাসখানেক আগে তাঁরা সরে দাঁড়িয়েছেন টেস্ট থেকেও। দুই মহারথীর ফোকাসে এখন শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেট। ২০২৩-এ ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া হয়েছিলো তাঁদের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাজিমাত করে গিয়েছিলো প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও প্রলেপ পড়ে নি সেই ক্ষততে। ক্রিকেট ব্যাট তুলে রাখার আগে ২০২৭-এ ওয়ান ডে বিশ্বকাপ ট্রফিটিই হাতের মুঠোয় ধরতে মরিয়া কিংবদন্তি তারকাদ্বয়। সেই লক্ষ্যেই এগোতে চান তাঁরা। ইতিমধ্যে ৩৮ পেরিয়েছেন রোহিত, কোহলিও (Virat Kohli) ৩৬ স্পর্শ করবেন আগামী নভেম্বরে। বিশ্বকাপ পরিকল্পনায় তাঁরা আদৌ থাকবেন কিনা তা নিয়েই দিনকয়েক আগে শুরু হয়েছিলো গুঞ্জন। তবে সূত্রের খবর যে তাঁদের ম্যাচ ফিট রাখতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে বোর্ড।

Read More: অস্ট্রেলিয়া সিরিজের আগে ‘ফ্লপ’ শ্রেয়স আইয়ার, প্রশ্ন উঠে গেলো নেতৃত্ব পাওয়া নিয়ে !!

ভারত-এ’র হয়ে খেলবেন দুই তারকা-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

টেস্ট ও টি-২০ খেলছেন না বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৫-এর অক্টোবর থেকে ২০২৭-এর জানুয়ারি অবধি ২৪টি মাত্র একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে ‘মেন ইন ব্লু’র। এত কম সংখ্যক ম্যাচ খেলে বিশ্বকাপের জন্য আদৌ প্রস্তুত হওয়া সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান বোর্ড কর্তারা। তাই রো-কো জুটিকে ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে রাখতে বিশেষ পরিকল্পনা নিচ্ছেন তাঁরা। সামনেই রয়েছে ভারত-এ বনাম অস্ট্রেলিয়া-এ’র (India-A vs Australia-A) ওয়ান ডে সিরিজ। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর রয়েছে তিনটি ম্যাচ। সেখানে যুব দলের জার্সিতে দেখা যাবে দুই কিংবদন্তিকে। ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে পারেন রোহিত (Rohit Sharma) ও কোহলি (Virat Kohli)। ডিসেম্বর-জানুয়ারিতে খেলতে পারেন বিজয় হাজারে ট্রফি।

গত মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) শেষবার ভারতীয় সিনিয়র দলের জার্সিতে মাঠে নেমেছিলেন রোহিত ও বিরাট (Virat Kohli)। আইপিএলেও দেখা গিয়েছে তাঁদের। এরপর তিন মাস কোনো রকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন নি তাঁরা। অগষ্টে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে’তে প্রত্যাবর্তন ঘটানোর সুযোগ ছিলো তাঁদের কাছে। কিন্তু কূটনৈতিক কারণে সফর ভেস্তে যাওয়ায় দীর্ঘায়িত হয় মাঠে ফেরার অপেক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) আরও একবার ‘মেন ইন ব্লু; একাদশে দেখা যাবে রো-কো জুটিকে। পার্‌থ, অ্যাডিলেড ও সিডনিতে খেলবেন তিনটি ওয়ান ডে। ক্যাঙারুর দেশে উড়ে যাওয়ার আগে অস্ট্রেলিয়া-এ’র (Aus-A) বিরুদ্ধে কানপুরের বাইশ গজে ফর্ম ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন তাঁরা।

ফিটনেস পরীক্ষায় পাস রোহিত-বিরাট-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

বিরাট (Virat Kohli) ও রোহিতের (Rohit Sharma) বয়স নিয়ে আলোচনা চলছে ক্রিকেটমহলে। কিন্তু ৩৯ বা ৩৬ ছুঁইছুঁই বয়সেও মাঠে নামতে তাঁরা যে শারীরিক ভাবে সম্পূর্ণ প্রস্তুত তা বুঝিয়ে দিয়েছেন দু’জনেই। গত সপ্তাহে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস টেস্টের আয়োজন করেছিলো বিসিসিআই। সহজেই তা পাস করেছেন রোহিত। বহুচর্চিত ব্রঙ্কো টেস্ট দিতে হয় নি তাঁকে। তবে ইয়ো ইয়ো টেস্টে উত্তীর্ণ হতে কোনো সমস্যা হয় নি ভারতীয় ওয়ান ডে অধিনায়কের। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সেখানেই ভারতীয় বোর্ডের তত্ত্বাবধানে ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন তিনি। উত্তীর্ণ হয়েছেন বিরাট’ও। তবে কোচ গৌতম গম্ভীর যেখানে তারকা সংস্কৃতির অবসান ঘটিয়ে দলীয় সংহতিকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন সেখানে তাঁকে আলাদা পরীক্ষা দেওয়ার সুযোগ কেন দেওয়া হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Also Read: প্রকাশ্যে এলেন অভিষেক শর্মার সুন্দরী কাশ্মীরি প্রেমিকা, সৌন্দর্যে পিছনে ফেলেছেন অনুষ্কা-সারাকেও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *