২০০৮ সালে ডাম্বুলার মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো বিরাট কোহলির (Virat Kohli)। এরপর ক্রমেই উপরের দিকে উঠেছে তাঁর কেরিয়ার গ্রাফ। রানের পাহাড়ে চড়েছেন দিল্লীর ক্রিকেটার। তরুণ তুর্কি থেকে হয়ে উঠেছেন কিংবদন্তি। ব্যাট হাতে পেরিয়ে গিয়েছেন ২৫০০০ রানের মাইলস্টোন। ৮০টি আন্তর্জাতিক শতরানের মালিক তিনি। টেস্ট, ওডিআই ও টি-২০, তিন ফর্ম্যাটেই র্যাঙ্কিং-এর শীর্ষে পৌঁছানো বিরল ব্যাটারদের মধ্যে তিনি একজন। এছাড়া রিকি পন্টিং ও ম্যাথু হেডেন ছাড়া এই কৃতিত্ব নেই আর কারও। গতকাল, অর্থাৎ ১৬ অগস্ট ছিলো তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ষোলোতম বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া ভরেছিলো ভক্তদের উষ্ণ শুভেচ্ছাবার্তায়। বিশেষ মুহূর্ত উদ্যাপনের জন্য এক বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করেছিলো স্টার স্পোর্টস। সেখানেই মনের জানলা খুললেন মহাতারকা।
Read More: IPL 2025: নতুন মেন্টরের সন্ধানে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, রেডারে রয়েছেন এই কিংবদন্তি তারকা !!
মুম্বই নয়, কলকাতাই পছন্দ কোহলি’র-

স্টার স্পোর্টসের তরফে যে র্যাপিড ফায়ার সেগমেন্ট রাখা হয়েছিলো কোহলির (Virat Kohli) জন্য সেখানে নানা বিষয়ে নিজের পছন্দ জানান ক্রিকেট সুপারস্টার। আইপিএলের আঙিনায় কাদের মুখোমুখি হওয়া তিনি উপভোগ করেন? প্রশ্ন রাখা হয়েছিলো বিরাটের সামনে। বিকল্প হিসেবে দেওয়া হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও কলকাতা নাইট রাইডার্সের নাম। রোহিত শর্মা’র মুম্বই নয়, বরং কলকাতা’কে (KKR) বেছে নেন তিনি।২০০৮ সালে কলকাতা বনাম বেঙ্গালুরু দ্বৈরথ দিয়েই শুরু হয়েছিলো আইপিএলের পথচলা। সেই ‘আইকনিক’ প্রতিদ্বন্দ্বীতা যে বিরাটের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে তা তাঁর মন্তব্য থেকে স্পষ্ট। পরিসংখ্যান বলছে দুই দলের বিরুদ্ধেই কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই হয় তুল্যমূল্য। আইপিএলের সতেরো মরসুমে মুম্বইয়ের বিরুদ্ধে ৩৩টি ম্যাচ খেলেছে আরসিবি। হেরেছে ১৯টিতে। জয় ১৪। আর কলকাতার বিরুদ্ধে ৩৪ ম্যাচে ২০টি হেরেছে তারা। জিতেছে ১৪টিতে।
পছন্দের ক্রিকেটারের নাম জানালেন কোহলি-

এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বিরাট কোহলিকে (Virat Kohli) যখনই তাঁর পছন্দের ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়েছে তিনি শচীন তেন্ডুলকরের কথা বলেছেন। নব্বইয়ের দশকে শচীনকে দেখেই ব্যাট হাতে তুলে নিয়েছিলেন বলেও জানান কোহলি। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের সময় পছন্দের ব্যাটারদের তালিকায় স্থান দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসকেও। কিন্তু স্টার স্পোর্টসের র্যাপিড ফায়ার সেগমেন্টে অন্য উত্তর দিতে দেখা গেলো তাঁকে। সঞ্চালক তাঁর সামনে পছন্দের ক্রিকেটার হিসেবে শচীনের নাম’ই উল্লেখ করেন নি। বিকল্প হিসেবে দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও এবি ডিভিলিয়ার্সের (AB De Villiers) নাম। জাতীয় দলের সিনিয়র ধোনি ও আইপিএল সতীর্থ এবিডি’র মধ্যে তফাৎ করতে পারেন নি বিরাট। খানিক হেসে জানান ‘দুজনেই।’ প্রসঙ্গত এর আগে সেরা ব্যাটিং পার্টনার হিসেবে ধোনি ও এবি’কেই বেছেছিলেন তিনি।
পছন্দের খুঁটিনাটি জানালেন বিরাট-

আন্তর্জাতিক কেরিয়ারের ষোলো বছর পূর্তি উপলক্ষ্যে মোট ষোলোটি প্রশ্ন রাখা হয়েছিলো বিরাট কোহলির (Virat Kohli) সামনে। পছন্দের আইপিএল প্রতিপক্ষ ও পছন্দের ক্রিকেটার ছাড়াও তাঁর কাছে পছন্দের শট, পছন্দের গায়ক, পছন্দের টিভি শো’র ব্যপারে জানতে চাওয়া হয়েছিলো। অকপটেই জবাব দেন তিনি। কভার ড্রাইভ ও ফ্লিকের মধ্যে কভার ড্রাইভকেই নিজের পছন্দের শটের তকমা দেন বিরাট। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ও ভারতের চিন্নাস্বামীর মধ্যে দ্বিতীয়টিকেই নিজের পছন্দের ভেন্যু হিসেবে বেছে নেন। সবচেয়ে মজাদার সতীর্থ কে? প্রশ্ন রাখা হয়েছিলো তাঁর সামনে। বিকল্প হিসেবে ছিলেন ক্রিস গেইল ও যুজবেন্দ্র চাহাল। উত্তর দেওয়ার সময় হেসে ফেলেন বিরাট (Virat Kohli)। বলেন, “খুবই কাছাকাছি দু’জনে। কিন্তু গেইল।” পছন্দের শহর হিসেবে দিল্লীর থেকে মুম্বইকে এগিয়ে রাখায় চমকেছেন অনেকে। গুরদাস মান ও অরিজিৎ সিং-এর মধ্যে পছন্দের তালিকায় উপরে রেখেছেন জিয়াগঞ্জের তারকাকে।
দেখে নিন সম্পূর্ণ প্রশ্নোত্তর পর্ব-
Celebrating 16 glorious years of Virat Kohli in international cricket!
Join us, as we ask @imVkohli about his favorite cricketer, TV show, singer, and 16 other exciting questions in a fun, rapid-fire round to celebrate #16YearsOfVirat! #KingKohli #16YearsOfVirat #ViratKohli pic.twitter.com/S8kJ0x61ws
— Star Sports (@StarSportsIndia) August 18, 2024