গত রবিবার বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিলো দক্ষিণ আফ্রিকার। ছন্দে থাকা প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের ম্যাচটিকে ‘গেম অফ দ্য টুর্নামেন্ট’ আখ্যা দিচ্ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। রবিবার, অর্থাৎ ৫ তারিখ ছিলো বিরাট কোহলির (Virat Kohli) ৩৫ তম জন্মদিন। যা ম্যাচ ঘিরে আমজনতার আগ্রহ বাড়িয়েছিলো অনেকগুণ। গোটা স্টেডিয়াম প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলে নি। ‘সিটি অফ জয়’-এর দর্শকদের রিটার্ন গিফট দিতে ভোলেন নি কোহলিও (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছেন দুরন্ত শতরান। তাঁর ১২১ বলে ১০১ নট-আউটের ইনিংস কঠিন পিচে ভারতকে পৌঁছে দিয়েছে ৩২৬ রানে। এরপর বুমরাহ-শামি-জাদেজাদের বোলিং মাস্টারক্লাস প্রোটিয়াদের ৮৩ রান বেঁধে রাখে। ২৪৩ রানে জিতে লীগ তালিকার শীর্ষে নিজেদের অবস্থান পাকা করে ফেলেছে ভারত।
১০১ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন কোহলি (Virat Kohli)। ৪৮তম শতরান এসেছিলো বাংলাদেশের বিরুদ্ধে। এরপর নিউজল্যান্ডের বিরুদ্ধে আউট হন ৯৫ রানে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৮ রান করে আউট হয়েছিলেন। শতরানের দোরগোড়ায় পৌঁছেও ফিরতে হয়েছিলো খালি হাতে। ক্রিকেট বিধাতা যেন নিজের হাতে লিখছিলেন কোহলির (Virat Kohli) বীরকাব্য। যে ইডেনে বছর ১৪ আগে বিরাট নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারের প্রথম শতরানটি পেয়েছিলেন, সেখানেই নিজের ৩৫তম জন্মদিনে ৪৯তম শতরানের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। এতদিন একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ৪৯ শতরানের রেকর্ড ছিলো শচীন তেন্ডুলকরের। ৪৫২ ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন ‘মাস্টার ব্লাস্টারের’। ২৮৯ ম্যাচ খেলেই তাঁর সাথে একই আসনে বসে পড়লেন ক্রিকেটের ‘মডার্ন মাস্টার।’
Read More: World Cup 2023, NZ vs SL, Match-41, Highlights: চার ম্যাচের পর জয়ের মুখ দেখলো নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথে কিউইরা !!
ইডেনে বসছে বিরাট কোহলির ছবি-

বিরাটের জন্মদিন বিশেষ করে রাখতে নানান কর্মসূচির আয়োজন করেছিলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। কথা ছিলো আতসবাজি, লেসার আলোর প্রদর্শনীর দ্বারা দর্শকদের মনোরঞ্জন করা হবে। বিশেষ কেক কাটবেন কোহলি (Virat Kohli)। গ্যালারিতে ৭০০০০ জনতার মাঝে বিতরণ করা হবে বিরাট কোহলির মুখোশ। বিসিসিআই-এর আপত্তিতে এর অধিকাংশই অবশ্য করা যায় নি। কেবল কেক কেটেছেন কোহলি (Virat Kohli)। তাঁর হাতে বিশেষ স্মারক তুলে দেন সিএবি প্রধান স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। লেসার শো, আতসবাজির কারিকুরি আয়োজন করা না গেলেও এবার বিরাট কোহলির জন্য বিশেষ সম্মাননার ব্যবস্থা করছে বাংলার ক্রিকেট বোর্ড।
প্রধান ফটক দিয়ে ইডেনে প্রবেশের সময় মাথা তুললে দেখা যায় বেশ কিছু বিশেষ মুহূর্তের ছবি। এর মধ্যে অধিকাংশের সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে রয়েছে ক্রিকেটের নন্দনকানন। যেমন রয়েছে কপিল দেবের নেতৃত্বে ভারতের ১৯৮৩’র বিশ্বকাপ জয়, তেমনই শোভা পাচ্ছে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের সেই অমর জুটি, যা ভারতীয় ক্রিকেটকে এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছিলো। দীর্ঘ কেরিয়ারে ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শতরানের সংখ্যা ১টি। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে এসেছিলো তা। বাংলার ক্রিকেটের মহারাজের পাশেই এবার বসছে ‘কিং কোহলি’র ছবিও। ইডেনের সামনে দিয়ে গোষ্ঠ পাল সরণির দিকে হেঁটে গেলে এবার থেকে চোখে পড়বে ৪৯তম ওডিআই শতরানের পর ব্যাট উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিরাট (Virat Kohli)। মুখের দৃপ্ত আত্মবিশ্বাস যেন জানান দিয়ে যাবে, ‘রাজার রাজত্বে আপনাকে স্বাগত।’