ষোলো কলা পূরণ বিরাট কোহলি’র, প্রমাণ করলেন কেন তিনি বাইশ গজের ‘কিং’ !! 1

নিঃসন্দেহে গত এক-দেড় দশক ধরে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি (Virat Kohli)। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) যখন অবসর নিয়েছিলেন, তখন তাঁর উত্তরসূরি কে হবেন সেই নিয়েই শুরু হয়েছিলো গবেষণা। কিন্তু কিছুদিনের মধ্যেই কোহলি (Virat Kohli) বুঝিয়ে দিয়েছিলেন যে মায়েস্ত্রোর শূন্য আসন ফাঁকা থাকবে না বেশীদিন। শচীনের ছায়া থেকে বেরিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় খুঁজে নিতে বেশীদিন অপেক্ষা করতে হয় নি তাঁকে। অনবদ্য পারফর্ম্যান্স করে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন অনুরাগীদের হৃদয়ে। টেস্ট, ওডিআই হোক বা টি-২০, তিন ফর্ম্যাটেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ভক্তদের থেকে আদায় করে নিয়েছেন ‘কিং কোহলি’ ডাকনাম।

বছর ৩৫-এর কোহলির (Virat Kohli) সংগ্রহে এই মুহূর্তে ৮৮৪৮ টেস্ট রান। ১০০’র বেশী টেস্ট খেলে ফেলেছেন ইতিমধ্যে। ওডিআই-তে ২৯৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১৩৯০৬ রান। আর টি-২০তে ১২৫ ম্যাচে করেছেন ৪১৮৮। তিন ফর্ম্যাটে শতরানকারী ভারতীয় ক্রিকেটারের সংখ্যা মাত্র ৫। তার মধ্যে একজন বিরাট। ভারতীয় ক্রিকেটে ফিটনেস নিয়ে বিপ্লব আনার কাণ্ডারীও বলা হয় তাঁকে। অধিনায়ক হিসেবে শরীরী ভাষার মধ্যে যে আগ্রাসনকে তিনি স্থান দিয়েছিলেন, তা টিম ইন্ডিয়াকে (Team India) এগিয়ে নিয়ে গিয়েছিলো অনেক দূর। প্রথম অধিনায়ক হিসেবে তিনিই অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে পরাজিত করে ভারতকে টেস্ট সিরিজ এনে দিয়েছিলেন। ২০০৮ সালের ১৮ অগস্ট হারারের মাঠে যে কুঁড়ি ফুটেছিলো, ষোলো বছর সম্পূর্ণ করে আজ তা পরিণত হয়েছে মহীরুহে।

Read More: বাংলাদেশ সিরিজের আগে অবসরের ঘোষণা করলেন অশ্বিন, এই দলের বিরুদ্ধে খেলবেন শেষ ম্যাচ !!

কোহলির উল্লেখযোগ্য রেকর্ড সমূহ-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images
  • টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০ মিলিয়ে ২১ বার সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন বিরাট কোহলি (Virat Kohli)। যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।
  • একমাত্র ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপে একাধিক বার টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতেছেন।
  • একমাত্র ক্রিকেটার হিসেবে টি-২০ ও ওডিআই, দুই বিশ্বকাপেই সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন।
  • আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ শতরানের মালিক তিনি। ৮০টি শতরান রয়েছে তাঁর। শীর্ষে শচীন তেন্ডুলকর। তাঁর ঝুলিতে রয়েছে ১০০ টি আন্তর্জাতিক শতক।
  • ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৭টি দ্বিশতক করেছেন তিনি।
  • ভারতের দ্বিতীয় সফলতম ওডিআই ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। ২৯৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১৩৯০৬ রান। শীর্ষে শচীন তেন্ডুলকর।
  • রিকি পন্টিং ও ম্যাথু হেডেনের পর কোহলি তৃতীয় ব্যাটার যিনি আইসিসি র‍্যাঙ্কিং-এ তিন ফর্ম্যাটেই শীর্ষস্থানে পা রেখেছেন।
  • ভারতের হয়ে জিতেছেন ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-২০ বিশ্বকাপ। মাত্র গুটিকয় খেলোয়াড়ের এই ত্রিমুকুট জয়ের কৃতিত্ব রয়েছে।
  • কোহলির অভিষেকের পর বিশ্বক্রিকেটে তাঁর চেয়ে বেশী শতক, অর্ধশতক, দ্বিশতক, আন্তর্জাতিক রান, ওডিআই রান কেউ করতে পারেন নি। আইসিসি প্রতিযোগিতাতেও সর্বোচ্চ রান তাঁরই, অ্যাওয়ার্ডের সংখ্যায় পিছনে ফেলেছেন বাকিদের। ম্যাচ ও সিরিজ সেরা হওয়ার ক্ষেত্রেও সবার উপরে বিরাট।

শুভেচ্ছা জানালেন জয় শাহ-

Virat Kohli and Jay Shah | Image: Twitter
Virat Kohli and Jay Shah | Image: Twitter

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির (Virat Kohli) ষোলো বছর পূর্তি উপলক্ষ্যে উৎসবের আবহ ক্রিকেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় প্রিয় খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন অগণিত ভক্ত। দেড় দশকের বেশী সময় ধরে যেমন ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করে চলেছেন তিনি, আগামীতেও সেই ব্যাটিং বিক্রম জারি থাকুক, প্রার্থনা অনুরাগীদের। শুভেচ্ছাবার্তা এসেছে বিসিসিআই সভাপতি জয় শাহের (Jay Shah) তরফ থেকেও। তিনি এক্স (পূর্বতন ট্যুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “ষোলো বছর আগে আজকের দিনে ১৯ বর্ষীয় বিরাট কোহলি আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছিলেন প্রথমবার। সূচনা হয়েছিলো এক কিংবদন্তির কেরিয়ারের। ‘কিং’কে আন্তর্জাতিক ক্রিকেটে ষোলো বছর পূরণের অনেক অনেক শুভেচ্ছা।”

দেখে নিন জয় শাহের পোস্ট’টি-

Also Read: IPL শুরুর আগেই ভোলবদল CSK-র, এই নতুন নামে পরিচিতি পাবে দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *