kohli-lean-patch-is-hurting-team-india
Virat Kohli | Image: Getty Images

চেপক স্টেডিয়ামে টিম ইন্ডিয়া (Team India) লড়ছে বাংলাদেশের বিরুদ্ধে। এখনও পর্যন্ত চালকের আসনেই রয়েছে ‘মেন ইন ব্লু।’ তাদের ইনিংস শেষ হয়েছে ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ আটকে গিয়েছে ১৪৯-এই। ২২৭ রানে এগিয়ে থাকার পরেও প্রতিপক্ষকে ফলো-অন করান নি রোহিত শর্মা (Rohit Sharma)। ইনিংসের ব্যবধানে জয়ের হাতছানি এড়িয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দল। দিনের সমাপ্তির আগে স্কোরবোর্ডে ৮১ রান। তিন উইকেট হারিয়েছে তারা। প্রথম ইনিংসের মতই ব্যর্থ হয়েছেন অধিনায়ক রোহিত। ফিরে গিয়েছেন যশস্বী জয়সওয়াল’ও। দিন শেষের আগেই সাজঘরমুখো বিরাট কোহলিও। টপ-অর্ডারের ব্যর্থতার মধ্যে আলাদা করে নজর কেড়ে নিয়েছে বিরাটের (Virat Kohli) রান খরা। তাঁর হতশ্রী পারফর্ম্যান্স উৎকন্ঠা বাড়িয়েছে অনুরাগীদের।

Read More: “বাঘেরা সবাই বন্দি…” ১৪৯ রানের মাথায় শেষ হলো বাংলাদেশ দলের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

দলের বোঝা হয়ে দাঁড়িয়েছেন বিরাট-

Virat Kohli | Team India | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

গত কয়েক মাস ধরেই অফ ফর্মের কাঁটায় বিদ্ধ বিরাট কোহলি (Virat Kohli)। টি-২০ বিশ্বকাপে কেরিয়ারে প্রথমবার চারটি ম্যাচে দশ পেরোতে ব্যর্থ হন তিনি। একমাত্র ফাইনালে করা মন্থর ৭৬ রানের ইনিংসটি ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্য পান নি। একই ছবি দেখা গিয়েছিলো শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেও। তিনটি ম্যাচ খেলেন বিরাট। রান পান নি একটিতেও। স্পিনের বিরুদ্ধে দুর্বলতা ধরা পড়েছে তাঁর। আশা করা হয়েছিলো যে বিরতির পর তরতাজা হয়ে বাংলাদেশের বিপক্ষে যখন টিম ইন্ডিয়াতে (Team India) ফিরবেন তিনি, তখন তাঁকে পাওয়া যাবে সেরা ছন্দে। কিন্তু অনুরাগীদের সেই স্বপ্নও পূরণ হয় নি এখনও। চেন্নাইয়ের মাঠে দুই ইনিংসেই রান খরা ভুগিয়েছে তাঁকে।

অফ স্টাম্পের বাইরের বলে কোহলির (Virat Kohli) দুর্বলতা বহু দিনের। ইংল্যান্ডের মাঠে তাঁকে ড্রাইভ করতে বাধ্য করিয়ে বহুবার উইকেট তুলে নিয়েছেন অ্যান্ডারসন-ব্রড’রা। চেন্নাইতে প্রথম ইনিংসে একই পরিকল্পনা নিতে দেখা গেলো হাসান মাহমুদ’কে (Hasan Mahmud)। সিক্সথ-সেভেন্থ স্টাম্প বরাবর লাইন বজায় রেখেছিলেন তরুণ পেসার। পাতা ফাঁদে পা দিয়ে ড্রাইভ করতে গিয়েছিলেন বিরাট। ধরা পড়েন উইকেটরক্ষক লিটন দাসের (Litton Das) হাতে। দ্বিতীয় ইনিংসে মেহদী হাসান মিরাজের বলে লেগ বিফোর হন তিনি। দুর্ভাগ্যজনক সিদ্ধান্তের শিকার টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। বল ব্যাটে লাগা সত্ত্বেও আউট ঘোষণা করেন আম্পায়ার। রিভিউ করান নি কোহলি। ফিরে যান সাজঘরে।

কোহলিকে নিয়ে সমস্যায় টিম ইন্ডিয়া-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

চেন্নাইতে বিরাটের ব্যাট থেকে প্রথম ইনিংসে এসেছে ৬ রান। আর দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন মাত্র ১৭। টানা ব্যর্থতায় ভুগতে থাকা মহাতারকাকে নিয়ে আপাতত বেশ চিন্তায় দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। সুপারস্টারকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত যে সহজ নয় তা জানে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। কারণ এখনও তাঁর বিকল্প হয়ে ওঠার মত কাউকে পায় নি টিম ইন্ডিয়া (Team India)। সামনেই রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি টেস্ট ম্যাচ। এই সময়ে নতুন কাউকে ভারতীয় দলের মিডল অর্ডারে জায়গা দিলে তাঁর পক্ষে মানিয়ে নেওয়াও বেশ কঠিন হতে পারে। ফলে ফর্ম হারানো কোহলিকেই আপাতত বয়ে বেড়াতে হচ্ছে দল’ক। তবে বর্ডার-গাওস্কর ট্রফিই (BGT) হয়ত শেষ সুযোগ হতে চলেছে তাঁর সামনে। রান না পেলে ছেঁটে ফেলতে বাধ্য হবে টিম ম্যানেজমেন্ট।

Also Read: লিটন আউট হতেই ভেঙে পড়লেন বাংলাদেশি সমর্থক, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *