একসময় ছিলেন সতীর্থ। আজ ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) রয়েছেন কোচের ভূমিকায়। আর বিরাট কোহলি (Virat Kohli) এখনও ব্যাট হাতে দলের অন্যতম ভরসা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ধাক্কা দিয়েছে দুজনকেই। সাফল্যের সন্ধান পেয়েও তাকে হাতের মুঠোয় ধরতে না পারার আক্ষেপ রয়েছে দুজনেরই। কিন্তু বিগত দিনের ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগোনোই এখন লক্ষ্য তাঁদের। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতীয় দলের। তারপর রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023), এবং অবশ্যই একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023)। ওভালে খেতাব হাতছাড়া হলেও ২০২৩-এর শেষটা সাফল্যের সোনালী আভা গায়ে মেখেই করতে চান দুজনে।
ডোমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে নস্টালজিক দুই কিংবদন্তিই। ২০১১ সালে যখন শেষবার ভারত এখানে খেলেছিলো, ক্রিকেটজীবনের সায়াহ্নে এসে দাঁড়ানো রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ততদিনে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতায় ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন। আর লাল বলের খেলায় তখন সদ্য আন্তর্জাতিক স্তরে হাতেখড়ি হয়েছে বিরাটের (Virat Kohli)। কেমন ছিলো সেই সময় তাঁদের সিনিয়র-জুনিয়রের রসায়ন? ব্যাট হাতে তরুণ বিরাটকে দেখে কি মনে হয়েছিলো দ্রাবিড়ের? বিসিসিআই-কে এক সাক্ষাৎকারে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন দু’জনে।
Read More: কোনো অবস্থাতেই পাকিস্তানে পা রাখবে না টিম ইন্ডিয়া, জল্পনায় জল ঢাললো BCCI !!
ডোমিনিকায় স্মৃতি-রোমন্থন দ্রাবিড়-কোহলির-

২০১১ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তখনই প্রথম ‘দ্য ওয়ালের’ সান্নিধ্যে আসার সুযোগ পান তিনি। তরুণ ব্যাটারকে দেখেই রাহুল (Rahul Dravid) বুঝেছিলেন ভারতীয় ক্রিকেটে এক ‘বিশেষ প্রতিভা’র আবির্ভাব ঘটেছে। বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। বিরাটের প্রশিংসা করে রাহুল বলেন, “আমার মনে আছে, ওটা বিরাটের প্রথম টেস্ট সিরিজ ছিলো। একদিনের ক্রিকেটে দারুণ পারফর্ম করলেও তখন ও টেস্টে নিজের পায়ের তলায় মাটি শক্ত করার চেষ্টায় ছিলো। কিন্তু দেখে বোঝা যেত যে ওর মধ্যে বিশেষ প্রতিভা রয়েছে, এবং ও লম্বা রেসের ঘোড়া হবে।”
দিনকয়েক আগে কোচের সাথে একটি ছবি পোস্ট করে ইন্সটাগ্রামে বিরাট (Virat Kohli) লেখেন, “২০১১ সালে শেষ যখন ভারত ডোমিনিকায় খেলেছিলো, সেই দলের দুই সদস্যই কেবল এখন উপস্থিত।” বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারেও কোচ দ্রবিড়কে ধন্যবাদ জানিয়েছেন কোহলি (Virat Kohli)। অগ্রজের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, “আমি ভাগ্যবান যে ২০১১-এর স্কোয়াডে থাকতে পেরেছিলাম। আমি কল্পনাও করতে পারতাম না যে যেখানে আমার (টেস্ট কেরিয়ার) শুরুটা হয়েছিলো , সেখানেই আবার ফিরে আসতে পারবো।” গত বারো বছরে ক্রিকেটের তিন ফর্ম্যাটে বিরাটের (Virat Kohli) দুর্দান্ত সব কৃতিত্বের জন্য তাঁকে শুভেচ্ছা জানান দ্রাবিড় (Rahul Dravid)। ২০১১-এর সফর প্রসঙ্গ টেনে এনে মস্করার ঢঙে বলেন, “এখন আমি নতুন কোচ হিসেবে যাত্রা শুরু করছি। বলা যায় ভূমিকাটা উলটে গিয়েছে এখন।”
দেখে নিন সেই বিশেষ সাক্ষাৎকার’টি-
2️⃣0️⃣1️⃣1️⃣ – Team members
2️⃣0️⃣2️⃣3️⃣ – Head Coach & Batter
12 years on Rahul Dravid & Virat Kohli reminisce some special Dominica memories 😊#TeamIndia | #WIvIND | @imVkohli pic.twitter.com/HRkBLS2Lam
— BCCI (@BCCI) July 12, 2023
টেস্টে চালকের আসনে ভারত-

ডোমিনিকায় প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনেকটা এগিয়ে রয়েছে ভারতীয় দল। সদ্যই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে খালি হাতে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। মনে করা হয়েছিলো ভারতের বিরুদ্ধে নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে তারা। কিন্তু উইন্ডসর পার্কে ম্যাচ যত গড়ালো, ততই পরিষ্কার হলো উইন্ডিজ ক্রিকেটের কঙ্কালসার ছবিটা। ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্সদের উত্তরসূরিরা ভারতের বিরুদ্ধে নূন্যতম প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারলেন না গতকাল। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kriagg Braithwaite)। স্পিনের ঘূর্ণিতে ব্যাটারদের রীতিমত নাজেহাল করলেন অশ্বিন (Ravichandran Ashwin)। ঘরের মাঠে ক্যারিবিয়ান ইনিংস থামলো মাত্র ১৫০ রানে।
ওপেন করতে নেমে সাবধানী ব্যাটিং করছিলেন ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul)। প্রথম ঝটকা দেন অশ্বিন। চন্দ্রপলকে ফেরান তিনি। এরপর তাঁর শিকার হন ব্রেথওয়েট। প্রথম ইনিংসে ৬০ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন তিনি। ৩ উইকেট জাদেজার (Ravindra Jadeja)। বাকি দুইটি গিয়েছে শার্দুল ঠাকুর (Shardul Thakur) এবং মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ঝুলিতে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান অভিষেককারী অ্যালিক অ্যাথানাজের (Alick Athanaze) ৪৭। জবাবে ব্যাট করতে নেমে ভারত শেষ করেছে বিনা উইকেটে ৮০ রানে। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৪০*) এবং রোহিত শর্মা (৩০*)।