kohli-doubtful-pant-set-to-play-ranji

অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাঁকে। পাঁচ টেস্টের নয় ইনিংসের মধ্যে বিরাট আউট হয়েছেন আটবার। সেই আটবারই পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের বলে খোঁচা দিয়ে বা ড্রাইভ করতে গিয়ে ধরা পড়েছেন উইকেটরক্ষকের দস্তানায় বা অন্যান্য স্লিপ ফিল্ডারদের হাতে। ২৩.৭৫ গড়ে করেছেন মাত্র ১৯০ রান। পার্‌থ-এর ১০০* রানের ইনিংসটিকে বাদ দিলে আরও হতশ্রী দেখায় তাঁর পরিসংখ্যান। বিরাটের (Virat Kohli) পারফর্ম্যান্সে কপালে ভাঁজ বিসিসিআই-এর। ছন্দে ফিরতে অন্যান্য তারকাদের মত তাঁকেও দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ। বোর্ডের পরামর্শ মেনে দিল্লীর জার্সিতে আসন্ন রঞ্জি ট্রফি (Ranji Trophy) ম্যাচে কোহলি নামেন কিনা সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটজনতা।

Read More: IPL 2025: দিল্লী ক্যাপিটালসের নেতৃত্বে পাচ্ছেন না KL রাহুল, ফ্র্যাঞ্চাইজির পছন্দ এই তারকা ক্রিকেটার !!

কোহলি নিয়ে ধোঁয়াশা, নেতৃত্বে পন্থ-

Virat Kohli and Rishabh Pant | Image: Getty Images
Virat Kohli and Rishabh Pant | Image: Getty Images

আগামী ২৩ জানুয়ারি রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামার কথা দিল্লীর। পরবর্তী পর্বে পৌঁছনোর জন্য এই ম্যাচ কার্যত ‘মাস্ট উইন’ সাত বারের চ্যাম্পিয়নদের জন্য। ইতিমধ্যেই ৩৮ জন ক্রিকেটারকে নিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন শিবির। এঁদের মধ্যে থেকেই সৌরাষ্ট্র ম্যাচের স্কোয়াড বেছে নেওয়ার কথা গুরশরণ সিং-এর নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। অতিরিক্ত তিন জন তারকার নাম’ও জুড়ে দেওয়া হয়েছে সম্ভাব্যের তালিকায়। তাঁরা-বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ (Rishabh Pant) ও হর্ষিত রাণা (Harshit Rana)। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে রয়েছেন হর্ষিত। ফলে তাঁর পক্ষে সম্ভব হবে না রঞ্জি খেলা। সূত্রের খবর বিরাট আদৌ খেলবেন কিনা তা নিয়ে এখনও অন্ধকারে দিল্লী ক্রিকেট সংস্থার। একমাত্র সবুজ সংকেত মিলেছে ঋষভ পন্থের খেলার ব্যাপারে।

“আগামীকাল (১৭ জানুয়ারি) বিকালে একটা নির্বাচনী বৈঠক আয়োজিত হওয়ার কথা রয়েছে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সম্ভবত ঋষভ পন্থের নামই অধিনায়ক হিসেবে ঘোষিত হবে,” সংবাদমাধ্যমকে জানিয়েছেন ডিডিসিএ (দিল্লী ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন)-এর এক কর্তা। বিরাটের (Virat Kohli) খেলা নিয়ে কোনো রকম নিশ্চয়তা দিতে পারেন নি তিনি। প্রসঙ্গত ২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফি খেলেছিলেন কোহলি। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩। যদি আগামী ম্যাচটি খেলেন তিনি, তাহলে ১৩ বছর পর প্রত্যাবর্তন ঘটাবেন ঘরোয়া ক্রিকেটের আঙিনায়। সেই সম্ভাবনা খুব ক্ষীণ বলেই মনে করছে ক্রিকেটমহল। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর অনুশীলনে দেখা যায় নি তাঁকে। বরং বৃন্দাবনে প্রেমানন্দ বাবা’র আশ্রমে সপরিবার দেখা গিয়েছে কোহলি’কে (Virat Kohli)।

রঞ্জি খেলতে পারেন রোহিত-যশস্বী-

Rohit Sharma | Image: Instagram
Rohit Sharma During Match Simulation | Image: Instagram

বিরাট কোহলির মত রোহিত শর্মার’ও (Rohit Sharma) রঞ্জি ট্রফি খেলা নিয়ে চলছে জল্পনা। পুনের মাঠে ২৩ তারিখ থেকে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। সেখানে খেলতে পারেন রোহিত। অস্ট্রেলিয়ার ব্যর্থতার পর বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে অনুশীলন করতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়া অধিনায়ককে। মুম্বই দলের সাথে একটি ম্যাচ সিমুলেশনেও অংশ নেন তিনি। যদিও ১৬ রানের বেশী করতে পারেন নি। রঞ্জি খেলতে পারেন যশস্বী জয়সওয়াল’ও (Yashasvi Jaiswal)। বর্ডার-গাওস্কর ট্রফিতে নজর কাড়ার পর দেশে ফিরেই ঘরোয়া ক্রিকেটের প্রস্তুতিতে লেগে পড়েছেন তিনি। রাহানে-শ্রেয়স-শার্দুলদের সাথে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামতে পারেন বাম হাতি ওপেনার। কুড়ি-বিশের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের স্কোয়াডে নেই যশস্বীও, ফলে দুজনের কারওই ঘরোয়া ক্রিকেট খেলতে কোনো বাধা নেই।

Also Read: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টনক নড়লো BCCI-এর, টিম ইন্ডিয়ার দায়িত্ব নিচ্ছেন নয়া কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *