kohli-and-salt-to-open-in-ipl-2025

IPL 2025: সতেরো বছর আইপিএলে (IPL) অংশ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চার বার খেলেছে ফাইনাল’ও। কিন্তু এখনও একবার ট্রফির স্বাদ পায় নি তারা। আঠারোতম মরসুমে অধরা মাধুরী স্পর্শ করতে মরিয়া ফ্র্যাঞ্চাইজি। সেই কারণেই গত বছরের স্কোয়াডে প্রায় আমূল পরিবর্তন এনেছে তারা। বিসিসিআই-এর তরফ থেকে রিটেনশন ও আরটিএম কার্ডের মাধ্যমে মোট ছয়জনকে ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু কোহলি (Virat Kohli), পতিদার ও যশ দয়াল (Yash Dayal) ছাড়া কাউকেই ‘রিটেন’ করে নি বেঙ্গালুরু। ব্যবহার করে নি আরটিএম-ও। মেগা নিলাম থেকে ১১.৫০ কোটিতে দলে নিয়েছে ফিল সল্টকে। এছাড়া জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারের মত তারকার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে। জেকব বেথেলের মত আগামী দিনের সুপারস্টারের উপরেও করেছে বিনিয়োগ। সাফল্যের আশায় প্রহর গুণছেন সমর্থকেরা।

Read More: CT 2025: আফগানদের বয়কটের হুমকি দক্ষিণ আফ্রিকার, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের অচলাবস্থা !!

কোহলি-সল্ট জুটি নিয়ে আশাবাদী RCB-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

২০২২ থেকে ২০২৪ অবধি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নেতৃত্বভার সামলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি (Faf du Plessis)। কিন্তু তাঁকে রিটেন করার পথে হাঁটে নি ফ্র্যাঞ্চাইজি। মেগা নিলামে দু প্লেসি নাম লিখিয়েছেন দিল্লীতে (DC)। ফলে এই মুহূর্তে শূন্যতা রয়েছে আরসিবি’র অধিনায়ক পদে। কে পূরণ করবেন সেই শূন্যস্থান? ক্রিকেটদুনিয়ায় চলছে জল্পনা। স্কোয়াডে রয়েছেন রজত পতিদার (Rajat Patidar), লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট’রা (Phil Salt)। কিন্তু বড় মঞ্চে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই কারও। ফলে ফের একবার কোহলির (Virat Kohli) অধিনায়ক পদে ফেরার ভালো সম্ভাবনা রয়েছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। স্পোর্টস তক’কে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। হেঁয়ালি জিইয়ে রেখেছেন তিনি। দেন নি স্পষ্ট উত্তর।

অধিনায়ক প্রসঙ্গে শেভ্রন কিংবদন্তির বক্তব্য, “আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সত্যিটা জানার জন্য। একটা নতুন যুগের সূচনা হতে চলেছে। তিন বছরের একটা চক্র শুরু হচ্ছে এবার।” আগামী আইপিএলে (IPL) বিরাটের ব্যাটিং পজিশন কিন্তু বিনা দ্বিধায় ফাঁস করেছেন ফ্লাওয়ার। বলেন, “দুটো বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করেছিলাম। সেই কারণেই শক্তিশালী ব্যাটারদের উপর বিনিয়োগ করেছি। আমাদের সম্ভাব্য এগারোর দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন ফিল সল্ট, যিনি কিনা আগ্রাসী ব্যাটিং-এর জন্য সুবিদিত, তিনি ওপেনিং-এ বিরাট কোহলির সঙ্গী হতে পারেন।” এর আগে দু প্লেসি-কোহলি (Virat Kohli) জুটি সাফল্য পেয়েছিলেন আরসিবি জার্সিতে, সল্ট-কোহলি কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকবে সকলের।

ট্রাম্প কার্ড হতে পারেন পতিদার-

Rajat Patidar | IPL | Image: Getty Images
Rajat Patidar | Image: Getty Images

গত তিন আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রানের সিংহভাগটাই করেছিলেন দু প্লেসি ও বিরাট কোহলি (Virat Kohli)। এবার আর কোনো এক বা দুই জনের উপর নির্ভর করে থাকতে রাজী নয় ফ্র্যাঞ্চাইজি। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার’ও জানিয়েছেন সেই কথাই। স্পোর্টস তক’কে দেওয়া সাক্ষাৎকারে শক্তিশালী মিডল অর্ডারেরও একটা আভাস তিনি দিয়ে রেখেছেন অনুরাগীদের। মধ্যপ্রদেশের তারকা রজত পতিদারের উপর বিশেষ দায়িত্ব থাকবে, স্পষ্ট করেছেন তিনি। জানান, “লোয়ার অর্ডারে রজত পতিদার থাকবে। ও আমাদের হয়ে গত বছর দারুণ খেলেছে। ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত ফর্মে রয়েছে। এছাড়া লিয়াম লিভিংস্টোন রয়েছে। লোয়ার অর্ডারে টিম ডেভিডের যোগদান’ও গুরুত্বপূর্ণ হতে পারে। ও আমাদের পরিকল্পনার খুব গুরুত্বপূর্ণ অংশ।” উইকেটরক্ষক হিসেবে খেলবেন জিতেশ শর্মা, জানিয়েছেন ফ্লাওয়ার।

Also Read: IPL 2025: শুভমানের সাথে জুটি বাঁধছেন বাটলার, গুজরাতের বোলিং শক্তি ভয় ধরাচ্ছে প্রতিপক্ষদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *