ক্রিকেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে বিরাট কোহলির (Virat Kohli) অফ ফর্ম। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS) টেস্ট সিরিজ খেলছেন তিনি। কিন্তু চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। অফ স্টাম্পের বাইরের লেন্থ বরাবরই তাঁর কাছে ‘অ্যাকিলিসের গোড়ালি।’ এবারও সেখানেই ফাঁদ পাতছেন প্রতিপক্ষ বোলাররা। আর সেই ফাঁদে পাও দিচ্ছেন বিরাট (Virat Kohli)। চলতি সফরে ছয় ইনিংস খেলেছেন তিনি। আউট হয়েছে পাঁচ বার। প্রত্যেকবারই অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে হয় স্লিপ অথবা উইকেটরক্ষকের হাতে ধরা পড়েছেন ডান হাতি ব্যাটার। নামের পাশে রান’ও নেই বিশেষ। একমাত্র পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংস বাদে অস্ট্রেলিয়ায় এবার তাঁর যা পারফর্ম্যান্স তাতে খুশি নন সমর্থকেরা। লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানান বিরাট (Virat Kohli), আসছে আর্জি।
Read More: IND vs AUS 4th Test: “রোহিত ভুল করেছে…” ওপেনিং বিতর্কে রাহুলের পাশেই মঞ্জরেকর, দুষলেন ভারত অধিনায়ককে !!
কোহলির ব্যাটিং ব্যর্থতা নতুন নয়-
পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে যে টেস্টে বিরাটের (Virat Kohli) ব্যর্থতা নতুন কিছু নয়। বরং দীর্ঘসময় ধরে চলে আসছে তা। পেস এবং স্পিন-দুইয়ের বিপক্ষেই বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাঁকে। ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ৩৮টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। মাত্র ৩১.৭৪ গড়ে এই সময়কালে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২০০০ রান। শতরানের সংখ্যা মাত্র তিনটি। এই পাঁচ বছরের মধ্যে চার বার তো ব্যাটিং গড় থেকেছে ৩০-এর নীচে। একবার তা নেমে গিয়েছিলো ২০’র নীচে। কেবলমাত্র ২০২৩-এ ঘুরে দাঁড়ানোর খানিক ইঙ্গিত দেখা গিয়েছিলো বিরাটের (Virat Kohli) ব্যাটে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে সফল হয়েছিলেন তিনি। রান পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মাটিতেই। ৮ টেস্টে ৫৫.৯১ গড়ে ৬৭১ রান না এলে আরও হতশ্রী দেখাত তাঁর পাঁচ বছরের পরিসংখ্যান।
ধারাবাহিক ব্যর্থতার প্রভাব পড়েছে বিরাট কোহলির (Virat Kohli) কেরিয়ার পরিসংখ্যানেও। ৮১তম টেস্ট ম্যাচে তাঁর ব্যাটিং গড় ছিলো ৫৫.১০। কমতে কমতে ১২২তম টেস্টে এসে তা দাঁড়িয়েছে ৪৭.৪৩-এ। আধুনিক ক্রিকেটের ফ্যাব ফোর বলা হয় ভারতের কোহলি, ইংল্যান্ডের জো রুট (Joe Root), অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith) ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে (Kane Williamson)। টেস্ট শতরানের দৌড়েও বাকি তিন জনের থেকে পিছিয়ে পড়েছেন বিরাট। ২০২০-এর শেষে ২৭টি শতক ছিলো ভারতীয় মহাতারকার নামের পাশে। রুটের সংগ্রহে ছিলো ১৭টি। স্মিথ ও উইলিয়ামসনের ঝুলিতে ছিলো যথাক্রমে ২৬ ও ২৩টি শতরান। শেষ চার বছরে ১৯টি শতরান করেছেন রুট, উইলিয়ামসন করেছেন ১০টি শতরান। স্মিথ তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেছেন ৮ বার। সেখানে কোহলির (Virat Kohli) শতকের সংখ্যা মাত্র ৩।
আশাহত করেছেন রোহিত শর্মা’ও-
বিরাটের পাশাপাশি ভারতের ব্যাটিং-এর অন্যতম স্তম্ভ বলা চলে রোহিত শর্মাকে (Rohit Sharma)। নিয়মিত হতাশ করেছেন তিনিও। ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে আহামরি নয় তাঁর পরিসংখ্যান’ও। ৩৫টি টেস্ট এই সময়কালে খেলেছেন হিটম্যান। ৩৬.৪৫ গড়ে তাঁর সংগ্রহ ২১৫১ রান। হোম গ্রাউন্ড ও অ্যাওয়ে গ্রাউন্ডে রোহিতের ব্যাটিং-এ আকাশপাতাল তফাৎ চোখে পড়েছে। গত চার বছরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইন্ডসর পার্কে দুটি শতরান ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস রোহিত খেলতে পারেন নি দেশের বাইরে। সম্প্রতি ঘরের মাঠেও দাপট কমে এসেছে তাঁর। বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে চরম হতাশ করেছেন। রান পাচ্ছেন না অস্ট্রেলিয়া সিরিজেও। তাঁরও লাল বলের ক্রিকেটে মেয়াদ আর কতদিন তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।