২০১২ সালে শেষবার দিল্লীর জার্সিতে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। উত্তরপ্রদেশের বিরুদ্ধে গাজিয়াবাদের মাঠে দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ১৪ ও ৪৩ রান। এরপর ১৩ বছর কেটে গেলেও আর ঘরোয়া ক্রিকেটের আঙিনায় দেখা যায় নি টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকাকে। তবে সম্প্রতি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল মুখ থুবড়ে পড়ার পর কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। রীতিমত নির্দেশিকা জারি করে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন রজার বিনি’রা (Roger Binny)। এই নয়া নির্দেশিকা সামনে আসার পরেই জল্পনা সৃষ্টি হয়েছিলো কোহলির রঞ্জি প্রত্যাবর্তনের। আগামী ২৩ তারিখ থেকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামছে দিল্লী। সেই ম্যাচের প্রাথমিক স্কোয়াডে নাম’ও ছিলো তাঁর। কিন্তু শেষমেশ মাঠে নামা হচ্ছে না বিরাটের (Virat Kohli)। চোটের জন্য ছিটকে যাচ্ছেন তিনি।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বেকায়দায় দল, জেল হলো বিশ্বকাপ জয়ী অধিনায়কের !!
আপাতত রঞ্জি খেলছেন না কোহলি-
সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের জন্য ঋষভ পন্থ (Rishabh Pant), বিরাট কোহলি (Virat Kohli) ও হর্ষিত রাণা’কে (Harshit Rana) দিল্লী স্কোয়াডে কার্যত ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয়েছিলো। ভারতীয় টি-২০ স্কোয়াডে রয়েছেন হর্ষিত। ২২ তারিখ থেকে শুরু হচ্ছে সিরিজ। ফলে আগেই রঞ্জি থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ঋষভ (Rishabh Pant) জানিয়েছেন যে তিনি খেলতে প্রস্তুত। ডিডিসিএ-র তরফে তাঁকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হলেও রাজী হন নি তারকা উইকেটরক্ষক-ব্যাটার। ধোঁয়াশা ছিলো বিরাট কোহলির (Virat Kohli) খেলা নিয়ে। গতকাল সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা যায় যে ঘাড়ে চোট থাকলেও চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারেন বিরাট (Virat Kohli)। ২১ ও ২২ তারিখ দিল্লী স্কোয়াডের সাথে অনুশীলনের নামবেন তিনি, দাবী করা হয়েছিলো এক রিপোর্টে। কিন্তু আজ নস্যাৎ হলো সেই তত্ত্ব।
রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) মাঠে নামার কোনো রকম সম্ভাবনা নেই, জানা গিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো সূত্রে। ঘাড়ের চোটের বিষয়টি ইতিমধ্যে বিসিসিআই-এর চিকিৎসকদেরও জানিয়ে দিয়েছেন তারকা ক্রিকেটার। খবর মিলেছে যে অস্ট্রেলিয়া সফর (IND vs AUS) শেষ হওয়ার তিন দিন পর অর্থাৎ ৮ জানুয়ারি ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন অবধি নিয়েছিলেন কোহলি (Virat Kohli)। কিন্তু এখনও সম্পূর্ণ ফিট নন তিনি। যার ফলে সৌরাষ্ট্র ম্যাচ খেলার ঝুঁকি নিতে চান না তিনি। রাজকোটে না খেললেও চলতি মরসুমে অন্তত একটি রঞ্জি ম্যাচ খেলার সুযোগ থাকছেই বিরাটের সামনে। ৩০ তারিখ রয়েছে দিল্লীর শেষ গ্রুপ ম্যাচটি। যদি তার আগে সম্পূর্ণ ফিট হয়ে ওঠেন কোহলি (Virat Kohli), তাহলে নামতে পারেন মাঠে।
চোটের কারণে নেই কে এল রাহুল’ও-
রঞ্জি খেলতে পারছেন না কে এল রাহুল’ও (KL Rahul)। ২৩ তারিখ থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাবের মুখোমুখি হওয়ার কথা কর্ণাটকের। সেই ম্যাচে খেলার সম্ভাবনা ছিলো তারকা ব্যাটারের। কিন্তু চোটের কারণে ছিটকে যাচ্ছেন তিনি। বিসিসিআই-কে রাহুল (KL Rahul) জানিয়েছেন যে কনুইতে হাল্কা চোট রয়েছে তাঁর। ৩০ তারিখে পরবর্তী ম্যাচটি রয়েছে কর্ণাটকেরও। সেখানে তাঁকে পাওয়া যায় কিনা তা নিয়ে রয়েছে কৌতূহল। কোহলি বা রাহুল না খেললেও রঞ্জির তারকা সমারোহে অবশ্য কোনো কমতি থাকছে না। পাঞ্জাবের জার্সিতে ২৩ তারিখ মাঠে নামতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। সৌরাষ্ট্রের হয়ে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। মুম্বইয়ের রঞ্জি দলের সাথে অনুশীলন করেছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে নামার সম্ভাবনা রয়েছে তাঁদেরও।