পরিস্থিতি ও পরিবেশের সাথে মানিয়ে দেওয়ার দুর্দান্ত দক্ষতা রয়েছে কে এল রাহুলের (KL Rahul)। বিভিন্ন সময়ে ব্যাটিং অর্ডারের বিভিন্ন পজিশনে ব্যবহার করা হয়েছে তাঁকে। কখনও ওপেন করেছেন। কখনও খেলেছেন মিডল অর্ডারে। প্রত্যেক ভূমিকাতেই সফল হয়েছেন রাহুল (KL Rahul)। একমাত্র ভারতীয় হিসেবে ব্যাটিং অর্ডারের এক থেকে ছয়-সব পজিশনে কেলেই টেস্ট শতরান রয়েছে তাঁর। টিম কম্বিনেশনের কথা মাথায় রেখে তাঁকে দিয়ে সীমিত ওভারের ফর্মুয়াটে মাঝেমধ্যে উইকেটকিপিং-ও করিয়েছে ‘মেন ইন ব্লু।’ আপত্তি জানান নি কর্ণাটকের ক্রিকেটার। রাহুল (KL Rahul) যে ‘স্পেশ্যাল’, তার প্রমাণ তিনি দিয়েছিলেন আন্তর্জাতিক আঙিনায় প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগেই। রাজ্য দলের হয়ে খেলেছিলেন স্মরণীয় ইনিংস।
Read More: IND vs AUS 5th Test: বাদ পড়ছেন ঋষভ, রোহিতকে নিয়ে প্রশ্নচিহ্ন, সিডনিতে ‘মাস্ট উইন’ ম্যাচে একঝাঁক বদল ভারতীয় একাদশে !!
ট্রিপল সেঞ্চুরি করেন কে এল রাহুল-
২০১৫’র গোড়ায় রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে উত্তরপ্রদেশের মুখোমুখি হয়েছিলো কর্ণাটক (KNTKA vs UP)। বেঙ্গালুরুতে নিজের ‘ঘরের মাঠে’ জাত চিনিয়েছিলেন কান্নুর লোকেশ রাহুল (KL Rahul)। খেলেছিলেন একটি স্মরণীয় ইনিংস। গ্রুপ-এ’র ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন কর্ণাটক অধিনায়ক বিনয় কুমার (Vinay Kumar)। রবিকুমার সমর্থের সাথে ওপেন করতে নেমেছিলেন বছর ২২-এর রাহুল। সমর্থ যখন ১৮ করে ফেরেন সাজঘরে, তখন কর্ণাটকের স্কোরবোর্ডে রান মাত্র ২৯। রবিন উথাপ্পা, মনীশ পাণ্ডে, করুণ নায়ারদের মত প্রতিথযশা ব্যাটাররা সেদিন উত্তরপ্রদেশের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেন নি। কিন্তু ব্যতিক্রম কে এল রাহুল (KL Rahul)। তাঁকে সাজঘরে ফেরানোর উপায় সেদিন খুঁজে পান নি প্রবীণ কুমার, অমিত মিশ্র, কুলদীপ যাদব, ইমতিয়াজ আহমেদরা।
শ্রেয়স গোপাল (৯০), চিদাম্বরম গৌতম (৫৭), আবরার কাজি (১১৭)দের সাথে জুটি বেঁধে কর্ণাটকের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান রাহুল (KL Rahul)। শতক-দ্বিশতকের পর পেরিয়ে যান ত্রিশতরানের গণ্ডীও। শেষমেশ আলি মুর্তাজার বলে মায়াঙ্ক ডাগারের হাতে যখন ধরা পড়েন, তখন তাঁর নামের পাশে ৩৩৭ রান। ৪৭টি বাউন্ডারি হাঁকান রাহুল। মারেন ৪টি ছক্কা’ও। তাঁর দুর্দান্ত ইনিংসের সৌজন্যে কর্ণাটক থামে ৯ উইকেটের বিনিময়ে ৭১৯ রানে। জবাবে ব্যাট করতে নামা উত্তরপ্রদেশ হালে পানি পায় নি। গুটিয়ে গিয়েছিলো ২২০-তে। ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে নামে কর্ণাটক। রাহুল (KL Rahul) ৪৩ করেন দ্বিতীয় ইনিংসে। উত্তরপ্রদেশের পক্ষে চতুর্থ ইনিংসে ম্যাচ জেতা সম্ভব ছিলো না। স্কোরবোর্ডে যখন ৪২/২, তখন অমীমাংসিত ভাবে শেষ হয় ম্যাচ। ৩ পয়েন্ট পায় কর্ণাটক।
দেখুন ম্যাচের স্কোরকার্ড-
কে এল রাহুলের কেরিয়ার পরিসংখ্যান-
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক সম্পূর্ণ করলেন কে এল রাহুল (KL Rahul)। ২০১৪ সালের বক্সিং ডে টেস্টে তিনি প্রথমবার গায়ে চাপিয়েছিলেন দেশের জার্সি। দ্বিতীয় টেস্টেই করেছিলেন শতরান। ২০১৬ সালে সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই প্রথমবার ভারতের হয়ে খেলেন কর্ণাটকের প্রতিভাবান ক্রিকেটার। এক দশকে তিনি টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছেন ৫৭টি ম্যাচে। ৩৪.১০ গড়ে সংগ্রহ ৩২৪০ রান। শতক ৮টি, অর্ধশতক ১৭টি। ৭৭টি একদিনের ম্যাচে রাহুলের ঝুলিতে রয়েছে ২৮৫১ রান। ব্যাটিং গড় ৪৯.১৫। ৭টি শতরান ও ১৮টি অর্ধশতক করেছেন তিনি। টি-২০তে তিনি খেলেছেন ৭২টি ম্যাচ। ৩৭.৭৫ গড়ে করেছেন ২২৬৫ রান। ২টি শতরান করেছেন রাহুল (KL Rahul)। পঞ্চাশের মাইলস্টোন টপকেছেন ২২ বার।।