Kl Rahul
KL Rahul | Image: Getty Images

আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ম্যাচে গুরুতর চোটের কবলে পড়েছিলেন সুপারজায়ান্টস অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। ম্যাচের দ্বিতীয় ওভারেই মাঠ ছাড়তে হয়েছিলো তাঁকে। মার্কাস স্টয়নিসের (Marcus Stoinis) ওভারের শেষ বলকে কভার অংশ দিয়ে বাউন্ডারির দিকে পাঠান বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। মরিয়া হয়ে সেই বলকে তাড়া করেন রাহুল। শেষমেশ অবশ্য প্রতিযোগিতায় বলই জয়লাভ করে।

দৌড়ের সময় দেহের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন নি রাহুল (KL Rahul)। পেশীতে টান ধরে যায় তাঁর। বাউন্ডারির কাছাকাছি এসে যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। ছুটে আসতে হয় ফিজিওকে। রাহুলকে ঘিরে ধরেন তাঁর সতীর্থরা। খানিক শুশ্রুষার পর উঠে দাঁড়ালেও হাঁটতে যে কষ্ট হচ্ছে লক্ষ্ণৌ (LSG) অধিনায়কের তা স্পষ্ট হয়ে গিয়েছিলো তাঁর মুখের অভিব্যক্তি দেখেই। সতীর্থ ও সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় রাহুলকে।

সেই ম্যাচে সবার শেষে ব্যাট করতে নেমেছিলেন লক্ষ্ণৌ অধিনায়ক। দলের হার বাঁচাতে পারেন নি তিনি। পরে চিকিৎসকেরা পরীক্ষা করে নিদান দেন যে হিপ ফ্লেক্সর পেশীতে চোট লেগেছে তাঁর। আইপিএলের বাকি অংশ আর খেলা হয় নি রাহুলের (KL Rahul) । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যে দল ঘোষণা করেছিলো বিসিসিআই, তাতে ছিলো কর্ণাটকের ওপেনারের নাম। কিন্তু চোটের কারণে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালেও মাঠে নামা হয় নি তাঁর। উইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজেও রাহুলকে (KL Rahul) তিন ফর্ম্যাট থেকেই বাদ দিয়ে দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ব্যাটার এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে আদৌ ফিট হবেন কিনা তা নিয়ে উঠেছিলো প্রশ্ন। তবে অনুরাগীদের আশ্বস্ত করলেন স্বয়ং রাহুল। সোশ্যাল মিডিয়ায় জানালেন দ্রুত মাঠে ফিরছেন তিনি।

Read More: World Cup 2023: শেষ হচ্ছে না পাকিস্তানের “নখরা”, বিশ্বকাপে ভারতে আসা নিয়ে শেষমেষ নিল এই সিদ্ধান্ত !!

চোট সারিয়ে মাঠে ফিরছেন রাহুল-

KL Rahul Injury | Image: Getty Images
KL Rahul Injury | Image: Getty Images

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার জন্য ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা ছিলো কে এল রাহুলের (KL Rahul)। কিন্তু আহত হওয়ার পর দলের সাথে নয়, একা একাই ইংল্যান্ড পাড়ি দিতে হয়েছিলো তাঁকে। মে মাসের গোড়ার দিকে থাইতে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। অস্ত্রোপচারের পর দিনকয়েক ইংল্যান্ডে কাটিয়ে দেশে ফিরেছিলেন তিনি। ধীরে ধীরে লড়াই চালিয়ে গিয়েছেন মাঠে ফেরার। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) তত্ত্বাবধানে চলেছে তাঁর রিহ্যাব। সোশ্যাল মিডিয়ায় এনসিএ’তে ফিরে আসার লড়াই চালানোর কথা ঘোষণাও করেছিলেন তিনি। কবে তিনি মাঠে ফিরতে পারবেন সেই বিষয়ে চিকিৎসকেরা এতদিন নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না।

সামনে রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023), একদিনের বিশ্বকাপের (World Cup 2023) মত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। সীমিত ওভারের খেলায় রাহুল কেবল ভারতের নির্ভরযোগ্য বাটার নয়,আহত ঋষভ পন্থের (Rishabh Pant) অনুপস্থিতিতে উইকেটরক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ঈশান কিষণ (Ishan Kishan) বাংলাদেশের বিরুদ্ধে একটি দ্বিশতরান করলেও পাঁচ নম্বরে ব্যাট করে নজর কাড়তে পারেন নি। সেই জন্যই রাহুলের ফিট হয়ে ওঠার জন্য অপেক্ষা করছিলেন ভারতীয় দল। অপেক্ষা করছিলেন সমর্থকেরাও। অবশেষে সুখবর মিললো। আজ এক ইন্সটাগ্রাম পোস্টে রাহুল (KL Rahul) লিখেছেন, “আবার নিজেকে নিজের মত মনে হচ্ছে।” তিনি যে ফিট হয়ে উঠছেন, সেদিকেই ইঙ্গিত ভারতীয় তারকার। অগস্টের ৩১ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৭ তারিখ অবধি চলবে এশিয়া কাপ। তার আগে এনসিএ-র ছাড়পত্র পেলে মহাদেশ সেরা হওয়ার যুদ্ধে টিম ইন্ডিয়ার জার্সিতে নিঃসন্দেহে দেখা যাবে রাহুলকে।

দেখে নিন রাহুলের ইন্সটাগ্রাম পোস্টটি-

KL Rahul | Image: Instagram
KL Rahul | Image: Instagram

কে এল রাহুলের কেরিয়ার পরিসংখ্যান-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

ভারতীয় দলের জার্সিতে কে এল রাহুলের (KL Rahul)  অভিষেক ২০১৪ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে প্রথম বার মাঠে নামেন তিনি। দ্বিতীয় টেস্টেই অনবদ্য শতরান করেন তিনি। কর্ণাটকের ক্রিকেটারকে নিয়ে তখন থেকেই প্রত্যাশা তৈরি হয়েছিলো অনেক। তবে দীর্ঘতম ফর্ম্যাটে সেই প্রত্যাশা পুরোপুরি  পূরণ করতে পারেন নি তিনি। ৪৭ টেস্টে ৭টি শতরান এবং ১৩টি অর্ধশতরান-সহ রাহুলের (KL Rahul)  ঝুলিতে ২৬৪২ রান। ব্যাটিং গড় ৩৩.৪৪। ভারতের হয়ে ৫৪টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৯৮৬ রান। শতরানের সংখ্যা ৫। অর্ধশতক ১৩টি। ব্যাটিং গড় ৪৬-এর কাছাকাছি।

টি-২০ ক্রিকেটে সাম্প্রতিক কালে ফর্মের গ্রাফ পড়তির দিকে হলেও কেরিয়ার পরিসংখ্যান বেশ ভালো রাহুলের (KL Rahul) । টিম ইন্ডিয়ার জার্সিতে ৭২ ম্যাচে ২২৬৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৩৭.৭৫। স্ট্রাইক রেট ১৪০-এর আশেপাশে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি শতরানও রয়েছে তাঁর। অর্ধশতকের সংখ্যা ২২। আইপিএলে দ্রুততম ৪০০০ রান করার রেকর্ড রয়েছে রাহুলের (KL Rahul) । দ্বিতীয় দ্রুততম অর্ধশতকেরও মালিক তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস প্রভৃতি দলের হয়ে খেলে ১১৮ ম্যাচে ৪১৬৩ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৪৬.৭৮।

Also Read: ট্রফি দিতে না পারায় কোচকে ছাঁটাই LSG’র, কেএল রাহুলদের নতুন হেড স্যার হচ্ছেন এই প্রাক্তন অজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *