২০২২-এর টি-২০ বিশ্বকাপে শেষ বার দেশের হয়ে কুড়ি-বিশের ক্রিকেট খেলেছিলেন কে এল রাহুল (KL Rahul)। আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি। ছয় ম্যাচে ২১.৩৩ গড়ে করেছিলেন মাত্র ১২৮ রান। দু’টি অর্ধশতক করেছিলেন ঠিকই। কিন্তু সেগুলি এসেছিলো অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিরুদ্ধে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মত প্রথম সারির দলগুলির বিপক্ষে ১০-এর গণ্ডীও পেরোতে পারেন নি তিনি। ঐ বছর অস্ট্রেলিয়ার মাটিতে সেমিফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছিলো ভারত’কে। সেই ব্যর্থতার নেপথ্যে অন্যতম কারণ হিসেবে রাহুল (KL Rahul) ও রোহিতের ওপেনিং জুটিকে কাঠগড়ায় তুলেছিলেন বিশেষজ্ঞরা। ঐ টুর্নামেন্টের পরেই কুড়ি-বিশের ক্রিকেট থেকে সরানো হয় দু’জনকেই। তবে ২০২৪-এর গোড়ায় অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ঘটান রোহিত। জুনে জেতেন বিশ্বকাপও। তবে দরজা বন্ধই ছিলো রাহুলের জন্য।
Read More: এক নিমেষে আনন্দ পরিণত হচ্ছে বিষাদে, ওভাল টেস্টের একাদশে সুযোগ পাবেন না এই ক্রিকেটার !!
বদলেছে পরিস্থিতি, টি-২০তে ফিরছেন রাহুল-

তিন বছর জাতীয় দলের হয়ে একটিও টি-২০ খেলেন নি কে এল রাহুল (KL Rahul)। ওপেনার হিসেবে এই সময়কালে যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসনদের মত তরুণদের ব্যবহার করেছে টিম ইন্ডিয়া। ২০২৩ বা ২০২৪-এ আইপিএলেও (IPL) আহামরি পারফর্ম্যান্স ছিলো না কর্ণাটকের তারকার। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের জার্সিতে খেলাকালীন প্রশ্ন উঠেছিলো তাঁর স্ট্রাইক রেট নিয়ে। তবে ২০২৫ আইপিএলে দল বদলের সাথে সাথে বদলে গিয়েছে রাহুলের (KL Rahul) ভাগ্য’ও। এবারের আইপিএলে দিল্লী ক্যাপিটালসের (DC) হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। টপ-অর্ডারে খেলে করেছেন ১৩ ম্যাচে ৫৩৯ রান। গড় প্রায় ৫৪। স্ট্রাইক রেট’ও ছিলো ১৫০-র কাছাকাছি। আন্তর্জাতিক ক্রিকেটেও সেই ফর্ম ধরে রেখেছেন রাহুল। চলতি ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত ৪ টেস্টে ৬৩.৮৭ গড়ে করেছেন ৫১১ রান।
ওয়ান ডে’তে ধারাবাহিক কে এল রাহুল (KL Rahul)। টেস্টেও রয়েছেন অসাধারণ ফর্মে। কুড়ি-বিশের ফর্ম্যাটেও যে ফুরিয়ে যান নি তা কর্ণাটকের তারকা প্রমাণ করেছেন আইপিএলে। এমতাবস্থায় তাঁকে টি-২০তে ফেরানো নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে বিসিসিআই-এর অন্দরে। সামনেই রয়েছে এশিয়া কাপ। সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ২৮ তারিখ অবধি। সেখানেই টি-২০ প্রত্যাবর্তন হতে পারে রাহুলের (KL Rahul)। বড় টুর্নামেন্টে ‘সেট’ দল ভাঙতে যদি বিসিসিআই রাজী না হয়, সেক্ষেত্রে অক্টোবরের অস্ট্রেলিয়া সফর অবধি অপেক্ষা করতে হতে পারে তাঁকে। কুড়ি-বিশের ক্রিকেটে ফিরতে মুখিয়ে রয়েছেন রাহুল নিজেও। গত মে মাসে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “হ্যাঁ আমি টি-২০ খেলতে চাই। আমার মাথায় বিশ্বকাপের (টি-২০ বিশ্বকাপ ২০২৬)-এর কথা রয়েছে। তবে এখন আমি যেভাবে খেলছি সেটাই উপভোগ করতে চাই।”
কে এল রাহুলের পরিসংখ্যান-

ভারতের জার্সিতে তিন ফর্ম্যাটেই শতরানের নজির রয়েছে মাত্র পাঁচ জন ক্রিকেটারের। বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না ও শুভমান গিলের সাথে সেই তালিকায় নাম রয়েছে কে এল রাহুলেরও (KL Rahul)। রোহিত, সূর্যকুমার, সঞ্জু ও তিলক বর্মা’র পাশাপাশি আন্তর্জাতিক টি-২০তে একাধিক শতরান্কারী ভারতীয়দের তালিকাকেও রয়েছেন তিনি। ক্ষুদ্রতম ফর্ম্যাটে দুই বার পেরিয়েছেন শতকের গণ্ডী। ২০১৬ সালে অভিষেক হয়েছিলো তাঁর। ২০২২-এ বাদ পড়ার আগে মোট ৭২ বার টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন কে এল রাহুল (KL Rahul)। ৬৮ ইনিংসে তাঁর রান সংখ্যা ২২৬৫। গড় প্রায় ৩৮। স্ট্রাইক রেট ১৪০ ছুঁইছুঁই। ২টি শতরানের পাশাপাশি ২২টি অর্ধশতকও করেছেন তিনি। ২০২১-এর টি-২০ বিশ্বকাপে ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক।