kl-rahul-to-don-rcb-kit-in-ipl-2025
KL Rahul | Image: Getty Images

চলতি আইপিএলে (IPL) যেন ছন্নছাড়া দেখাচ্ছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে (LSG)। টুর্নামেন্টে দীর্ঘ সময়ে তারা ছিলো প্রথম চারের মধ্যে। কিন্তু নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯৮ রান ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ১০ উইকেটের ব্যবধানে টানা পরাজয় তাদের বেলাইন করে দিয়েছে রীতিমত। ২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে পথচলা শুরু করেছিলো লক্ষ্ণৌ (LSG)। প্রথম দুই মরসুমে ভালো ক্রিকেট খেলে তারা গিয়েছিলো প্লে-অফে। কিন্তু এই বছর খাতায়-কলমে সম্ভাবনা থাকলেও প্লে-অফের রাস্তা রীতিমত দুর্গম দেখাচ্ছে সুপারজায়ান্টসদের জন্য। এখন তাদের অবস্থান পয়েন্ট তালিকার সাত নম্বরে। বাকি দুই ম্যাচ জিতলেও অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

এবারের আইপিএলে লক্ষ্ণৌ দলের পারফর্ম্যান্সের গ্রাফ নীচের দিকে যাওয়ার দায় চাপছে অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) কাঁধে। দলের খেলায় ফ্র্যাঞ্চাইজি মালিকরা যে খুশি নয় তা স্পষ্ট হয়েছে দিনকয়েক আগে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামেই। প্রকাশ্যেই কে এল রাহুলকে রীতিমত উত্তেজিত হয়ে ধমক্‌ দিতে দেখা গিয়েছে সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। এই ঘটনার পর রাহুলের পরবর্তী পদক্ষেপ কি হয় তা নিয়ে চলছে জলঘোলা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে লক্ষ্ণৌ অধিনায়ক যদি পদ ছাড়তে চান তাহলে আপত্তি করবে না ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ও রোহিত শর্মার মধ্যে বিচ্ছেদের গুঞ্জন দিয়ে শুরু হয়েছিলো আইপিএল (IPL)। শেষ বেলায় জল্পনা চলছে যে লক্ষ্ণৌ থেকেও মরসুম শেষে বিদায় নেবেন কে এল রাহুল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হতে পারে পরবর্তী গন্তব্য।

Read More: IPL 2024: রণক্ষেত্র মুম্বই ইন্ডিয়ান্স সাজঘর, হার্দিক পান্ডিয়ার সাথে তিলক বর্মার বিবাদ চরমে !!

বেঙ্গালুরু জার্সিতে খেলতে দেখা যাবে রাহুল’কে?

KL Rahul and Virat Kohli | IPL | Image: Getty Images
KL Rahul and Virat Kohli | Image: Getty Images

সঞ্জীব গোয়েঙ্কার সাথে কে এল রাহুলের (KL Rahul) সম্পর্ক এখন যে পর্যায়ে রয়েছে তাতে মনে করা হচ্ছে ২০২৫-এর মেগা অকশনের আগে তাঁকে ছেড়ে দিতেই চলেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। নিলামে তাঁকে নিয়ে রীতিমত দড়ি টানাটানি হওয়ারও সম্ভাবনা। তবে সবাইকে পিছনে ফেলে রাহুলকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) হয়ে আইপিএলে পথচলা শুরু করলেও তারকা হিসেবে কে এল রাহুল পরিচিতি পান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) জার্সিতেই। ২০১৬ সালের আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ৪৪.১১ গড়ে ৩৯৭ রানও করেন তিনি।

রাহুলকে দলে নেওয়ার পিছনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB)। বর্তমান অধিনায়ক ফাফ দু প্লেসি’র (Faf du Plessis) বয়স ৩৮ পেরিয়েছে। তাঁকে লম্বা সময়ের জন্য নেতা হিসেবে না পাওয়ারই সম্ভাবনা। নেতৃত্বে ফিরতে রাজী নন বিরাট কোহলিও (Virat Kohli)। সেক্ষেত্রে রাহুলের মধ্যেই আগামীর অধিনায়ক খুঁজে নিতে পারে বেঙ্গালুরু। একই সাথে বেঙ্গালুরু শহরেই বেড়ে ওঠা রাহুলের, চিন্নাস্বামী স্টেডিয়ামকে হাতের তালুর মত চেনেন তিনি। যা পক্ষে যেতে পারে দলের। সমর্থকদের মধ্যেও যে রাহুলের (KL Rahul) গ্রহণযোগ্যতা রয়েছে তা বোঝা গেলো গতকাল বেঙ্গালুরু বনাম দিল্লী ম্যাচে। এক ভক্তের হাতে দেখা গেলো ‘কে এল রাহুল আইপিএল ২০২৫-এ স্বাগত’ লেখা পোস্টার।

দেখে নিন সেই ছবি-

Also Read: IPL 2024: নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন KL রাহুল, শেষ দু ম্যাচে লক্ষ্ণৌর দায়িত্বে এই তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *